Advertisment

Loksabha Election 2019: উত্তপ্ত বারাসত, বোমার ঘায়ে জখম শিশু

Loksabha Election 2019: পরপর দুটি বোমায় কেঁপে ওঠে দত্তপুকুরের বাবপুর। বোমার আঘাতে ফরওয়ার্ড ব্লক কর্মীর বাড়ির জানলা ভেঙে যায়। প্রাণে বাঁচলেও চোখে গুরুতর আঘাত পায় ৫ বছরের এক শিশু।

author-image
IE Bangla Web Desk
New Update
aligarh child murder

আলিগড়ে শিশু খুনের অভিযোগে আরও একজন গ্রেফতার

General Election 2019: ভোটের আগে বোমাবাজাির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারাসত কেন্দ্রের দত্তপুকুর এলাকা। রাজনৈতিক সংঘর্ষে বোমার ঘায়ে জখম হল পাঁচ বছরের শিশুকন্যা। দত্তপুকুরে এক ফরওয়ার্ড ব্লক কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিরা। বোমার আঘাতে ফরওয়ার্ড ব্লক কর্মীর বাড়ির জানলা ভেঙে যায়। জানলার পাশেই দিদির কোলে মাথা রেখে শুয়ে ছিল শিশুটি। বোমা বিস্ফোরণের পরেই স্প্লিন্টার এসে লাগে তার চোখে। একটুর জন্য প্রাণে বাঁচলেও চোখে গুরুতর আঘাত পায় শিশুটি। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়দের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

কী ঘটেছিল দত্তপুকুরে?

ফরওয়ার্ড ব্লকের এক কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিরা। পরপর দুটি বোমায় কেঁপে ওঠে গোটা এলাকা। বোমার আঘাতে ফরওয়ার্ড ব্লক কর্মীর বাড়ির জানলা ভেঙে যায়। জানলার পাশেই দিদির কোলে মাথা রেখে শুয়ে ছিল শিশুটি। বোমা বিস্ফোরণের পরেই স্প্লিন্টার এসে লাগে তার চোখে। একটুর জন্য প্রাণে বাঁচলেও চোখে গুরুতর আঘাত পায় শিশুটি। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পরে পাথর, স্প্লিন্টার ।

Advertisment

আরও পড়ুন অর্জুনকে ঘিরে রণক্ষেত্র আমডাঙা, ‘মারমুখী’ তৃণমূল

এ ঘটনার জেরে স্বভাবতই আতঙ্কে এলাকাবাসী। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন আক্রান্ত শিশুর পরিবারের এক সদস্য। ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়াতে শাসকদলের পক্ষ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রতিবেশীদের দাবি, আগামী ১৯ মে নির্বাচনকে বানচাল করার জন্যই এসব ঘটনা ঘটাচ্ছে শাসক দল। তবে, এ ঘটনায় সব অভিযোগ অস্বীকার করেছেন বাবপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরা। বরং এ ঘটনায় বিজেপির দিকে পাল্টা আঙুল তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ব্যারাকপুরের আমডাঙার পার্শ্ববর্তী এলাকা এই বাবপুর। ভোটের পরেও বিজেপি সেখানে বোমাবাজি করে বলে অভিযোগ করেছে তৃণমূল।

Arjun Singh lok sabha 2019 General Election 2019 bomb blast tmc
Advertisment