West Bengal Lok Sabha Election 2019: লোকসভা ভোটে বাংলায় বিজেপির হয়ে কারা লড়ছেন? সম্ভবত আজই জানা যাবে। সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে রাজ্য বিজেপি। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছিলেন, ‘‘২-১ দিনের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’’ উল্লেখ্য, এবার লোকসভা ভোটে এ রাজ্যে ২২-২৩টি আসনে জেতার টার্গেট দিয়েছেন স্বয়ং অমিত শাহ। বিজেপি সভাপতির লক্ষ্যপূরণে মরিয়া দিলীপরা। তাই আঁটঘাট বেঁধেই প্রার্থী বাছাইয়ের কাজ সারছে বঙ্গ বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, বাম-কংগ্রেস জোট এখনও ধোঁয়াশা। গত সপ্তাহে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। প্রদেশ কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেননি সোমেন মিত্ররা। দলের সম্মান অটুট রেখেই জোটের রাস্তায় প্রদেশ কংগ্রেস হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। প্রয়োজনে রাজ্যে ‘একলা লড়ার’ সিদ্ধান্ত নিতে পারে বিধান ভবন।
প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিরোধীদের নিশানা করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ে বলেছেন, ‘‘সিপিএম ২৫টিতে লড়ছে, কংগ্রেস এখনও ঠিক করতে পারেনি, আয় রে আয় রে করছে, বিজেপি অপেক্ষা করছে, আমাদের উচ্ছিষ্টদের নিয়ে করছে। দিল্লিতে গিয়ে ভোটার তালিকা ঠিক করতে হয় ওদের হয়।’’
Here the Updates:
4.05 PM: বাঁকুড়ার সভায় মোদীকে নিশানা সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল প্রার্থী বলেন, ‘‘বিভেদের রাজনীতি করছেন মোদী। এক জাতিতত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি।’’বাঁকুড়ায় এদিন সুব্রতর হয়ে প্রচারে আসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
3.38 PM: আবির খেলে প্রচার সারলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়।
মালা রায়। ছবি: শশী ঘোষ।
3.10 PM: ভোটপ্রচার সারলেন যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
2.35 PM: কর্নাটকের সভায় মোদীকে নিশানা রাহুলের।
1.42 PM: বাঁকুড়ায় পুজো দিয়ে ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার বাঁকুড়ায় মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে প্রার্থনা করেন সুব্রত।
সুব্রত মুখোপাধ্যায়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
1.02 PM: গঙ্গায় স্টিমার বোটে চড়লেন প্রিয়াঙ্কা গান্ধী।
12.30 PM: আজ কর্নাটক সফরে রাহুল গান্ধী।
12.05 PM: প্রয়াগরাজ থেকে ‘গঙ্গা যাত্রা’ শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রয়াগরাজে হনুমান মন্দিরে পুজো দিলেন প্রিয়াঙ্কা।
11.20 AM: সাংবাদিক বৈঠকে কী বললেন সোমেন মিত্র?
10.50 AM: বাম-কংগ্রেস জোট কার্যত অনিশ্চিত। আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস। এদিন বিকেলে আংশিক প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা প্রদেশ কংগ্রেসের। রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থী দিতে পারে কংগ্রেস। পাল্টা কংগ্রেসের জেতা ৪ আসনে প্রার্থী দিতে পারে বামেরা। আজ বিকেলে সম্ভবত বৈঠকে বসছে বামেরাও। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত। দিল্লিতে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। লোকসভা নির্বাচনে রাজ্যের প্রথম তিন দফার কেন্দ্রগুলিতে এদিন প্রার্থীদের নাম ঘোষণা করবে কংগ্রেস।
10.22 AM: শুক্রবার সাংবাদিক বৈঠকে কী বলেছিলেন দিলীপ ঘোষ?
10.00 AM: আজই সম্ভবত প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে রাজ্য বিজেপি।
দিলীপ ঘোষ, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
লোকসভা ভোটের প্রচারও চলছে জোরকদমে। কলকাতা-সহ জেলায় পুরোদমে ভোটপ্রচার চালাচ্ছেন তৃণমূল ও বাম প্রার্থীরা। লোকসভা ভোটের আগে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। গত শনিবার কলকাতার বিভিন্ন রাস্তায় রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। জেলাতেও একই ছবি।