Advertisment

West Bengal Lok Sabha Election Phase 7 Live: কেন্দ্রীয় বাহিনীকে তোপ মালা-কাকলির, প্রশংসার সুর সব্যসাচীর গলায়

Lok Sabha Election Phase VII West Bengal Live Updates: লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে দ্বন্দের সুর তৃণমূলের অন্দরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Phase 7 Election 2019, Lok Sabha Election Phase 7 Live Updates

Phase 7 Election 2019, Lok Sabha Election Phase 7 Live Updates: কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষুব্ধ কাকলি-মালা, ভিন্ন মত সব্যসাচী।ছবি-ফোসবুক।

2019 Lok Sabha Election Phase 7 Live Updates: লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে দ্বন্দের সুর তৃণমূলের অন্দরে। মালা রায় থেকে কাকলি ঘোষ দস্তিদার হয়ে মদন মিত্র, প্রত্যেকের মুখেই ছিল কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে একরাশ বিক্ষোভ। অপরদিকে এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই প্রশংসার সুর শোনা গেল অপর তৃণমূল নেতা সব্যসাচী দত্তের গলাতে। এদিন বুথে ঢুকতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ করেন মালা রায়। দেগঙ্গায় তৃণমূল কর্মীদের হেনস্থার অভিযোগে আধা সেনার সঙ্গে বচসায় জড়ান কাকলি ঘোষদস্তিদার। তাঁর বক্তব্য ছিল "জয় শ্রী রাম" স্লোগান নিয়ে বিজেপিকে ভোট দিতে বলে আধা সেনারা। নিউটাউন থানায় বারাসাতের তৃণমূল প্রার্থী হুশিয়ারি দেন পুলিশকেও। এমনকি, সপ্তম দফার শেষ পর্বে মিত্র ইন্সটিটিউশনে ভোট দিতে এসে সিআরপিএফকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের শেষ লগ্নে ভোট দিতে এসে সাংবাদিকদের করা নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর না দিয়ে উলটে সিআরপিএফ জওয়ানদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এদিন ভোট দিয়ে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'যেহেতু নির্বাচন চলছে তাই আমি কোনও মন্তব্য করবো না, আর বিজেপির সিআরপিএফেরা যা অত্যাচার চালিয়েছেন তা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন'।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন এখানে,

রবিবার ভোটের কলকাতায় বিভিন্ন এলাকায় বোমাবাজি চলে। উত্তর কলকাতায় পোস্তা রবীন্দ্র সরণি চত্বরে হঠাৎ বোমার আওয়াজ কানে আসে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর। বেলা গড়াতেই এদিন ভোটের উত্তাপ ছড়িয়েছে উত্তর থেকে দক্ষিণে। সকালে বেলগাছিয়া চত্বরে সিপিএমের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগেপাতালে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সিপিএমের উত্তর কলকাতার প্রার্থী কনীনিকা ঘোষ। পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় তাঁকে। অন্যদিকে দক্ষিণের দুই আসন যাদবপুর এবং ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রার্থী অনুপম হাজরা এবং নীলাঞ্জন রায়। তাঁদের গাড়ি ভাঙা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ছাপ্পা ভোটের অভিযোগ আনল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। যাদবপুর কেন্দ্রে মোট ৫২টি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ জানান তিনি। অন্যদিকে নীলাঞ্জন হাজরার গাড়িও ভাঙচুর চালানো হয় বজবজে। এদিকে মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্রে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় তৃণমূল প্রার্থী মালা রায়কে।

আজ সপ্তম দফায় এ রাজ্যের মূলত কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ভো্ট প্রক্রিয়া জারি রয়েছে। বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে আজ নির্বাচন। সপ্তম দফার এই ভোট ময়দানের প্রার্থী তালিকায় রয়েছেন হেভিওয়েটেরা।অন্যতম নজরকারা কেন্দ্র এবার যাদবপুর, এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এখানে বিজেপির প্রার্থী অধ্যাপক অনুপম হাজরা এবং কাস্তে হাতুরি চিহ্ন নিয়ে ময়দানে কলকাতার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে নেই দমদম কেন্দ্র। তৃণমূলের সৌগত রায়ের বিপক্ষে লড়াই করছেন সিপিএমের নেপালদেব ভট্টাচার্য এবং বিজেপির শমীক ভট্টাচার্য। বসিরহাটে ফের তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন অভিনেত্রী নুসরত জাহান, বিজেপির হয়ে লড়ছেন সায়ন্তন বসু । এদিন্ ভোটে বিশেষ নজরে থাকছে কলকাতা সংলগ্ন ডায়মন্ড হারবার কেন্দ্র।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে রয়েছেন সিপিএমের ডা.ফুয়াদ হালিম( পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্র) এবং বিজেপির নীলাঞ্জন রায়।

Live Blog

Phase 7 Lok Sabha Election in Kolkata, West Bengal: আজ লোকসভা নির্বাচনের শেষ দফা। নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the live Updates here:














19:37 (IST)19 May 19





















পুলিশকে হুঁশিয়ারি কাকলির

দেগঙ্গায় তৃণমূল কর্মীদের হেনস্থার অভিযোগে আধা সেনার সঙ্গে বচসায় জড়ান কাকলি ঘোষদস্তিদার। তাঁর বক্তব্য ছিল "জয় শ্রী রাম" স্লোগান নিয়ে বিজেপিকে ভোট দিতে বলে আধা সেনারা।  নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেন তিনি। 

16:29 (IST)19 May 19





















মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভোট দিয়ে বেরনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'যেহেতু নির্বাচন চলছে তাই আমি কোনও মন্তব্য করবো না, আর বিজেপির সিআরপিএফেরা যা অত্যাচার চালিয়েছেন তা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন'।

16:20 (IST)19 May 19





















ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম নির্বাচনের প্রথম ভোটার

15:56 (IST)19 May 19





















বেলা তিনটে অবধি ভোটের হার

দমদম-৬৫.২৪ %
বারাসত- ৬৫.৩৮ %
বসিরহাট- ৬৯.৮৯ %
জয়নগর- ৬৪.২১%
মথুরাপুর-৬৯.৩৯ %
ডায়মন্ড হারবার-৬৩.৯৬ %
যাদবপুর-৬০.৫৯ %
কলকাতা দক্ষিণ- ৫৮.৬৬ %
কলকাতা উত্তর- ৫৪.৯৯%

15:21 (IST)19 May 19





















মা-কে নিয়ে ভোট দিতে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

15:18 (IST)19 May 19





















ফুলবাগানে 'ব্যর্থ' বোমাবাজি

খাস কলকাতায় ফুলবাগান এলাকার একটি হাউসিং কমপ্লেক্সের গেটের সামনে বোমা ফেলা যায় বাইকে আসা কয়েকজন দুষ্কৃতি। মোট ৪টি বোমা ফেলে তারা । কিন্তু একটা বোমাও ফাটেনি বলে জানান কমপ্লেক্সের সিকিউরিটি গার্ডেরা।  ঘন্টাখানেক পর পুলিশ এসে সব বোমা উদ্ধার করে।  তবে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

15:10 (IST)19 May 19





















কাঁকিনাড়া, রায়দিঘিতে ব্যাপক বোমাবাজি

সপ্তম লোকসভা ভোটের শেষ লগ্নে কার্যত উত্তাল হল পশ্চিমবঙ্গের এই দুই এলাকা। কাঁকিনাড়ায় মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। নামান হয় র‍্যাফ। এদিকে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আসে রায়দিঘি থেকে। 

14:58 (IST)19 May 19





















ভোট দিতে গেলেন নুসরত

14:29 (IST)19 May 19





















বোমাবাজির ঘটনা নিয়ে কমিশনকে দুষল সিপিএম

14:17 (IST)19 May 19





















মুখ্যমন্ত্রীকে তোপ নির্মলা সীতারমণের

সপ্তম লোকসভা নির্বাচন নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপি নেত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন," বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ধমকি দিচ্ছেন সেক্ষেত্রে ভোটপর্ব মিটে গেলে তৃণমূলের নরসংহার রূপ সামনে আস্তে পারে বলে আমাদের ভয় হচ্ছে। আমরা সেন্ট্রাল বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি, ভোটের রেজাল্ট বেরনো অবধি তাঁরা রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যদি থেকে যান সেখানে। "

14:02 (IST)19 May 19





















দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

দমদম- ৪৯.৩১ %
বারাসত- ৫৩.৫৯ %
বসিরহাট- ৫৩.৯৭ %
জয়নগর- ৪৮.৬৪ %
মথুরাপুর-৫৩.৭৮ %
ডায়মন্ড হারবার- ৫২.৪৪ %
যাদবপুর-৪৮.০৯ %
কলকাতা দক্ষিণ- ৪৩.৮ %
কলকাতা উত্তর- ৪৩.৬৮ %

13:56 (IST)19 May 19





















পোস্তায় বোমাবাজি

পোস্তায় রবীন্দ্র সরণীর কাছে বোমাবাজি হয়েছে। বাইক নিয়ে যাওয়ার সময় বুথের সামনে বোমাবাজি করে দুষ্কৃতিরা।খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে। হতাহতের কোনও খবর নেই, তবে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

13:48 (IST)19 May 19





















রিয়া, রাইমাকে নিয়ে ভোট দিতে এলেন মুনমুন সেন

13:24 (IST)19 May 19





















ভোট দিলেন মুরলী মনোহর জোশী

13:15 (IST)19 May 19





















ভোটে নিরাপত্তা দিতে এসে আক্রান্ত কিউআরটি

কিউআরটি টিম নিয়ে অভিযোগ সকাল থেকেই। বিভিন্ন জায়গায় অশান্তি থামাতে ব্যর্থ হচ্ছেন তাঁরা,  বলছেন বিরোধীরা। এর মাঝেই বারসাতে আক্রান্ত হল কিউআরটি টিম, ইটবৃষ্টির মুখে পড়তে হয় তাদের, ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। 

13:02 (IST)19 May 19





















পাটনায় ভোট দিলেন শত্রুঘ্ন সিনহা

12:57 (IST)19 May 19





















ছাপ্পা ভোট নিয়ে সরব অনুপম হাজরা কি বললেন?

12:50 (IST)19 May 19





















আশি বছরের মাকে কোলে করে ভোট দিতে নিয়ে গেলেন ছেলে

12:39 (IST)19 May 19





















বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ

বিদ্যাসাগর কলেজ লাগোয়া বুথে ভোট দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে ওঠে "গো ব্যাক" স্লোগান।

12:30 (IST)19 May 19





















নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ, অভিযোগ নীলাঞ্জন রায়ের

পুলিশের গাড়ির সামনেই আমার গাড়ি ভাঙচুর চালানো হয়, আমার উপর হামলা চালানোর পরিকল্পনা আছে তৃণমূলের, নির্বাচন কমিশনকে জানিয়েছি কিন্তু ঠুঁটো জগন্নাথ সেজে বসে আছে' অভিযোগ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের। বজবজে পুলিশের সামনেই তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে জানান তিনি এবং সমগ্র ঘটনাটির পিছনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি।

12:13 (IST)19 May 19





















কামারহাটিতে তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর

দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কামারহাটিতে বুথের বাইরে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্যাম্প অফিস ভাঙচুর চালানোর পাশাপাশি মহিলাদের গায়ে হাত দেওয়ারও অভিযোগ ওঠে।

12:01 (IST)19 May 19





















ভোট উৎসবে শহরবাসী

11:52 (IST)19 May 19





















উত্তর কলকাতায় বোমাবাজি

উত্তর কলকাতার রবীন্দ্র সরণীতে বোমাবাজি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই মুহুর্তে। বাইকে করে যাওয়ার সময় বুথের সামনেই চলে এই বোমাবাজি জানিয়েছেন স্থানীয়রা।

11:47 (IST)19 May 19





















তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, ছাপ্পা ভোটের অভিযোগ আনল অনুপম হাজরা

11:41 (IST)19 May 19





















কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা মালা রায়ের, দেখুন ভিডিও

কলকাতা দক্ষিণের মুদিয়ালি কেন্দ্রের একটি বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় মালা রায়কে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এই নিয়ে বচসায় জড়ান তিনি। 

11:30 (IST)19 May 19





















মুখে কাপড় ঢেকে ছাপ্পা ভোট তৃণমূলের: অভিযোগ অনুপম হাজরার

11:14 (IST)19 May 19





















মধ্যপ্রদেশে ভোট দিলেন লোকসভার অধ্যক্ষ তথা বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন

11:05 (IST)19 May 19





















নিজের কেন্দ্রে ভোট দিলেন বিদ্যুৎমন্ত্রী তথা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়

10:45 (IST)19 May 19





















ভোটারদের প্রভাবিত করায় অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি

বারুইপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।

10:39 (IST)19 May 19





















হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ভোট

হিমাচল প্রদেশের মান্ডিতে ভোট দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

10:35 (IST)19 May 19





















মিনাখাঁয় বুথ জ্যামের অভিযোগ

মিনাখাঁয় বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। ভোট দেওয়ার দাবিতে এলাকায় রাস্তা অবরোধ বিজেপি সমর্থকদের। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ করেছে পদ্মবাহিনী।

10:32 (IST)19 May 19





















রাজারহাটে ইউনিটেকের কাছে বোমা উদ্ধার

রাজারহাটে ইউনিটিক বিল্ডিংয়ের পাশে বোমা উদ্ধার। ২ ড্রাম বোমা উদ্ধার বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

10:23 (IST)19 May 19





















ভোট দিলেন সেলিম

কলকাতার সেন্ট থমাস গার্লস স্কুলে ভোট দিলেন রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিম।

10:07 (IST)19 May 19





















সকাল ৯টা পর্যন্ত ভোটের হার

দমদম- ১৬.৫৭ %
বারাসত- ১৪.৭৮ %
বসিরহাট- ১৫.৬৭ %
জয়নগর- ১১.৪৩ %
মথুরাপুর- ১৫.৬৮ %
ডায়মন্ড হারবার- ১৩.৩২ %
যাদবপুর- ১৭.১১ %
কলকাতা দক্ষিণ- ১১.৯২ %
কলকাতা উত্তর- ১১.০৮ %

10:00 (IST)19 May 19





















ভোট দিলেন শতায়ু

09:50 (IST)19 May 19





















ভোটাধিকার প্রয়োগ করলেন রবিশংকর প্রসাদ

পটনা উইমেন্স কলেজে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশংকর প্রসাদ। কলেজের ৭৭নং বুথে ভোট দেন রবিশংকর।

" id="lbcontentbody">
09:39 (IST)19 May 19





















ভোটের লাইনে সুব্রত মুখোপাধ্যায়

publive-image

09:38 (IST)19 May 19





















মালা রায়কে বুথে ঢুকতে ‘বাধা’

মুদিয়ালির ৭২নং বুথে মালা রায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। পরিচয়পত্র দেখানো সত্ত্বেও কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মালা রায়ের বচসা বাঁধে।

09:33 (IST)19 May 19





















ভোট দিলেন কৈলাশ বিজয়বর্গীয়

09:31 (IST)19 May 19





















ভোটারদের বার্তা মোদীর

09:26 (IST)19 May 19





















দিলীপ ঘোষের বার্তা

শেষ দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক ভিডিও বার্তায় দিলীপ বলেন, সন্ত্রাস তৈরি করে বাংলায় বিজেপিকে রোখা যাবে না। মমতা ভয় পেয়েছেন, এটা মানুষ বুঝতে পেরেছে...’’।

09:17 (IST)19 May 19





















যাদবপুরে সাংবাদিকদের মুখোমুখি রাহুল সিনহা

09:13 (IST)19 May 19





















ভোট দিয়ে বেরিয়ে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

08:56 (IST)19 May 19





















সিপিএম এজেন্টদের হুমকির অভিযোগ

ডায়মন্ড হারবার কেন্দ্রের সাতগাছিয়ায় বুথ নম্বর ২০৫, ২২২ এবং ২২৩ এ তাঁর পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানালেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। কসবার বিজয়নগর থেকেও এসেছে সিপিএম এজেন্টকে হুমকির অভিযোগ।

08:43 (IST)19 May 19





















কিছু জায়গায় বিকল ইভিএম

শহরের বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে ইভিএম বিকল হওয়ার খবর এসেছে। বেহালা (পূর্বের) ১২১ নং ওয়ার্ডের ৬৯ নম্বর বুথ, যাদবপুরের ১৫৫ এবং ৩২৪ নম্বর বুথ, এবং বোড়ালের ঋষি রাজনারায়ণ স্কুল থেকে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে।

08:32 (IST)19 May 19





















ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

08:06 (IST)19 May 19





















যাদবপুরে ভোট দিলেন রাহুল সিনহা

07:56 (IST)19 May 19





















বেলগাছিয়ায় অবস্থান বিক্ষোভ সিপিএমের প্রার্থী কনীনিকা ঘোষের

বেলগাছিয়ার একাধিক কেন্দ্র থেকে সিপিএমের পোলিং এজেন্টদের মেরে বের করে দেওয়ার দাবীতে আর জি করের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সিপিএমের প্রার্থী কনীনিকা ঘোষ। সিআরপিএফ এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন উত্তর কলকাতার এই প্রার্থী।

07:44 (IST)19 May 19





















বিহারে ভোট দিলেন নীতিশ কুমার

07:08 (IST)19 May 19





















আজ লোকসভা নির্বাচন ২০১৯ এর শেষ দফার ভোট

লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ আপডেটস: সপ্তম দফা ভোটের আগে অমিত শাহের সভা ঘিরে রণক্ষেত্রে হয় কলকাতা। এই ঘটনার জেরেই শেষ দফার ভোটের আগে বাংলায় প্রচারের সময় একদিন কমানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এদিকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে জোর তরজা চলছে। ক্ষমতায় এলে ওই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়া হবে, উত্তরপ্রদেশের সভায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, মোদীকে বিঁধে মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে বলছে, মূর্তি বানিয়ে দেবে। তোমারটা থোড়াই নেব আমরা। বাংলায় টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর জন্য। তোমার কাছে বাংলা ভিক্ষা চায় না। ২০০ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ফেরাতে পারবেন? কান ধরে ওঠবোস করা উচিত। একবার নয়, লক্ষবার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য। প্রমাণ করুণ, যে আমরা মূর্তি ভেঙেছি, তা না হলে জেলে টানব আপনাকে। আমরা ছেড়ে কথা বলব না। আমাদের প্রমাণ রয়েছে। আইন আইনের পথে চলবে’’। সবিস্তারে পড়ুন, বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার: মোদী

শনিবার হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায়, তিনি বলেন, “রবিবার নির্বাচনের কাজে ব্যবহার করতে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া-সহ নানা জেলা থেকে দাগী অপরাধীদের এনে জড়ো করেছে তৃণমূল কংগ্রেস। ওই অপরাধীদের বিভিন্ন হোটেল, বিয়েবাড়িতে রাখা হয়েছে। সপ্তম দফার নির্বাচনে অশান্তি পাকাতে চাইছে তৃণমূল।” বিস্তারিত পড়ুন, রবিবারের ভোটে অশান্তি পাকাতে বহিরাগতদের জড়ো করেছে তৃণমূল, অভিযোগ মুকুলের

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah kolkata CPIM lok sabha 2019 General Election 2019 West Bengal
Advertisment