Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: ক্ষমতায় এলে শিক্ষাখাতে ৬ % জিডিপি খরচ করব: রাহুল

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule :‘‘ক্ষমতায় এলে শিক্ষাখাতে ৬ শতাংশ জিডিপি খরচ করব’’, সোমবার তেলঙ্গানার সভায় ঘোষণা কংগ্রেস সভাপতির।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, rahul gandhi, লোকসভা ভোট ২০১৯, রাহুল গান্ধী

রাহুল গান্ধী।

West Bengal Lok Sabha Election 2019: হাতে আর মাত্র ১০ দিন, তারপরই শুরু ভোটযুদ্ধ। প্রথম দফার নির্বাচনের আগে গোটা দেশের মতো এ রাজ্যেও জোরকদমে চলছে ভোটপ্রচার। গত শুক্রবার রাজ্যে ভোটপ্রচারে এসেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ সপ্তাহে বাংলায় আবারও আসছেন নরেন্দ্র মোদী। ৩ এপ্রিল শিলিগুড়ি ও কলকাতার ব্রিগেড ময়দানে সভা করবেন মোদী। শুধু তাই নয়, বাংলাকে এবার অন্যতম পাখির চোখ করেছে গেরুয়া বাহিনী। তাই ৩ এপ্রিলের পর ৭ এপ্রিলও রাজ্যে ভোটপ্রচারে পা রাখতে চলেছেন মোদী। উত্তরবঙ্গের কোচবিহারে সেদিন সভা করার কথা নমোর।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

মোদী-শাহদের টেক্কা দিতে প্রচারে একেবারেই পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ডাকে বিশাখাপত্তনমে প্রচারে গিয়ে মোদী-শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মমতা। ‘‘বাংলায় বিজেপি একটা আসনও পাবে না’’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। রবিবার নাইডুর ডাকে বিশাখাপত্তনমের সভায় যে ঢঙে মোদী-শাহদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, তাতে বিরোধী ঐক্যের অন্যতম মুখ হিসেবেই ধরা দিয়েছেন মমতা।

এদিকে, দলনেত্রীকেই দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের এহেন মন্তব্যে পাল্টা কটাক্ষ করতে আসরে নেমেছে বিজেপি। রাজ্য রাজনীতি থেকে দেশ, ভোটের সব আপডেট রইল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ পেজে।

Follow the Updates here:

5.10 PM: কোচবিহার ও আলিপুরদুয়ারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুল বলেন, ‘‘বাংলায় অবাধ নির্বাচনের জন্য ভোটারদের আস্থা বাড়ানো জরুরি। এখনও কোচবিহার ও আলিপুরদুয়ারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই, রুটমার্চ হচ্ছে না। তুফানগঞ্জে বিরোধীদের কোনও রাজনৈতিক কাজ করতে দেওয়া হচ্ছে না।’’

mukul roy, মুকুল রায় মুকুল রায়।

4.12 PM: কেরালার ওয়েনাড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিল এনডিএ। কে এই প্রার্থী? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে এনডিএ প্রার্থী

3.25 PM: ভোটের মুখে ফের প্রতিশ্রুতি রাহুল গান্ধীর। ‘‘ক্ষমতায় এলে শিক্ষাখাতে ৬ শতাংশ জিডিপি খরচ করব’’, সোমবার তেলঙ্গানার সভায় ঘোষণা কংগ্রেস সভাপতির।

2.35 PM: তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের

2.21 PM: ‘‘প্রচারে এসে নিয়ম ভেঙে এনআরসির কথা বলছে’’, অমিত শাহর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের। গত শুক্রবার আলিপুরদুয়ারের সভায় বিজেপি সভাপতি বলেন, ‘‘ক্ষমতায় এলে বাংলায় এনআরসি আনবই।’’

2.12 PM: রায়গঞ্জে ভোট প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী। বাঁকুড়ার মেজিয়ায় হুড খোলা গাড়িতে করে প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

1.34 PM: আসানসোলের পর এবার জলপাইগুড়ি, ভোটের প্রচারে আবারও পুরস্কারের টোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে জলপাইগুড়িতে একটি কর্মিসভায় ভাল ভোট করাতে পারলে বাইক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। জলপাইগুড়ি সদরের ২নং ব্লকের সভাপতি নিতাই কর বলেছেন, ‘‘যেসব অঞ্চলের বুথে ভাল রেজাল্ট করলে, ভাল পুরস্কার দেব। যেসব অঞ্চলে ভাল ফল করবে, যে প্রথম হবে, সেই অঞ্চলের তৃণমূলের নেতৃত্বদের ভাল কাজের জন্য, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল দেওয়া হবে।’’

জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নিতাই অতি উৎসাহিত হয়ে একথা বলেছেন। আমি খুশি। ক্ষতি কোথায়!’’ অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়েছে, ‘‘আমরা নাম দিলাম সন্ত্রাস উৎসাহ ভাতা। সন্ত্রাসে উৎসাহের জন্য ভাতা ঘোষণা করছে ওরা।’’ উল্লেখ্য, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, প্রতি ওয়ার্ড থেকে লিড দিতে পারলে ১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

1.15 PM: তেলঙ্গানার সভায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

12.53 PM: নিজে হাতে নকুলদানা বিলোলেন অনুব্রত মণ্ডল। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: নকুলদানা বিলোলেন অনুব্রত

anubrata mondal, অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল। ছবি: ফেসবুক।

12.01 PM: আজ তেলঙ্গানায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

rahul gandhi, রাহুল গান্ধী রাহুল ও মোদী।

11.20 AM: ‘প্রধানমন্ত্রী হিসেব দাও’, মোদীকে নিশানা করে টুইটারে ভিডিও পোস্ট তৃণমূলের।

10.55 AM: বাংলায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতেও তিনি বদ্ধপরিকর। রবিবার কলকাতায় পা রেখে এমন কথাই বললেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সুষ্ঠু ভোট সম্পন্ন করতে পুলিশকে তার কর্তব্যের কথাও মনে করিয়ে দেবেন বলে জানিয়েছেন বিবেক। সোমবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে কথা বলবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সব দলের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ মিনিট সময়। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভোটের নিরাপত্তা নিয়ে বৈঠক করার কথা তাঁর।

10.30 AM: বিশাখাপত্তনমের সভায় মোদী-শাহকে তীব্র ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

src="https://www.youtube.com/embed/hxg8leGnCB8" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

10.00 AM: মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার দলের এক কর্মিসভায় এমনই মন্তব্য করলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী। এ প্রসঙ্গে সুদীপ বলেন, ‘‘নির্বাচনে তৃণমূলের মূলত দুটো লক্ষ্য। এক, সব আসনে আমরা জিততে চাই। আর দুই, দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই।’’ সুদীপের এহেন মন্তব্যের কটাক্ষ করে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘‘এবার নিশ্চিত পদ্মফুল ফুটছে। ওঁদের বক্তব্যস মুখমণ্ডল দেখলেই বুধবেন, পরাজয় নিশ্চিত।’’

sudip banerjee, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

রবিবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আজ সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন বলে খবর। পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোট পরিস্থিতি নিয়ে রাজ্যের এডিজি(আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তের সঙ্গেও বৈঠক করার কথা বিবেক দুবের।

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah dilip ghosh left front lok sabha 2019 General Election 2019
Advertisment