West Bengal Lok Sabha Election 2019: ভোটের দিন যত এগোচ্ছে, রাজনৈতিক চাপানউতোর ততই নয়া মোড় নিচ্ছে। বুধবার প্রধানমন্ত্রীর ‘মিশন শক্তি’ নিয়ে জাতীর উদ্দশে ভাষণ ভোটের উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ‘মিশন শক্তি’ নিয়ে মোদীকে একসুরে বিঁধছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতারা। অন্যদিকে, বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে ‘মিশন শক্তি’-র হাত ধরে রাজনীতির পারদ চড়ছে।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
শাসক-বিরোধী বাকযুদ্ধের মধ্যেই রমরমিয়ে চলছে ভোটের প্রচার। গোটা দেশের মতো বাংলাতেও ভোটের প্রচারের ছবি ধরা পড়ছে সকাল থেকেই। ভোটের মুখে জনসংযোগ বাড়িয়ে ভোটারদের হাত ধরতে ঝাঁপিয়ে পড়েছে সব দলই। এদিকে, বুধবার লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে দিল তৃণমূল। ইস্তেহার প্রকাশ করতে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করতেও ছাড়েননি মমতা। অন্যদিকে, রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মার নিয়োগ ঘিরে জোর চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এ নিয়ে বুধবার সরব হয়েছেন মমতাও।
এদিকে, তৃণমূলের সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। সব্যসাচী তাঁর সঙ্গেই রয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়।
Follow the Updates here:
7.50 PM: ইস্তেহার প্রকাশ করল সিপিআইএম। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। তৃণমূল হঠাও, বাংলা বাঁচাও। কেন্দ্রে বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গড়া নিশ্চিত করতে বামপন্থীদের শক্তিবৃদ্ধি করো। —এই আহ্বান জানিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো সিপিআই(এম)। এদিন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এ কে গোপালন ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই ইস্তেহার প্রকাশ করেছেন।
7.00 PM: আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরলেন কে কে শর্মা। শর্মার আরএসএস যোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতেই কমিশনের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কে কে শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন বিবেক দুবে। পড়ুন- পুলিশ পর্যবেক্ষকের আরএসএস যোগ নিয়ে সরব মমতা
5.44 PM: ভোটপ্রচারে বিজেপির সেই বিতর্কিত গান ‘এই তৃণমূল আর না’ প্রকাশ্যে আনলেন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি প্রার্থীরই গাওয়া এই গান। গানের কথায় ‘অসম্মান’ করা হয়েছে বলে সরব তৃণমূল। এমনকি, কয়েকদিন আগে বাবুলের গাওয়া এই গানের সঙ্গে পা মেলানোয় বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ।
এই তৃণমূল আর না #EiTrinamoolArNa
Click on the link below???? to hear the full Song & Video
https://t.co/sN2NMk8pmA@BJP4Bengal @DilipGhoshBJP @swapan55 @RoopaSpeaks @BJP4India @AmitShah @KailashOnline @MenonArvindBJP @poonam_mahajan @ianuragthakur @Swamy39— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) March 28, 2019
4.05 PM: কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে সিপিএম-বিজেপির পর এবার কংগ্রেসে লক্ষ্মণ শেঠ
3.24 PM: ঘাটালের মহিষদায় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী দেব। বৃহস্পতিবার ঘাটালে দেব বলেন, ‘‘কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলব। বাংলায় আমার প্রথম বক্তৃতা ছিল এ নিয়ে। এবার ভোটে জিতলে মানুষ অন্য দেবকে দেখবে।’’
3.00 PM: উত্তরাখণ্ডের রুদ্রপুরের সভায় মোদী
पीएम मोदी की रुद्रपुर, उत्तराखंड में जनसभा। लाइव सुनें 9345014501 पर। #IndiaWithModi https://t.co/GkCE10jftn
— BJP (@BJP4India) March 28, 2019
2.40 PM: ঢাক-ঢোল পিটিয়ে বালি ও বেলুড় এলাকায় প্রচার সারলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হেদুয়া এলাকায় হুড খোলা জিপে করে প্রচার করলেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
1.55 PM: ‘‘মাটি, আকাশ, মহাকাশ, সব ক্ষেত্রে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস দেখিয়েছি’’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1.12 PM: ভোটের সময় পাহাড়ে কি ফিরতে পারবেন বিমল গুরুং, রোশন গিরিরা? এ নিয়ে আগামী মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের সময় পাহাড়ে ফিরতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান বিমল গুরুং-সহ ৭ মোর্চা নেতা। ভোটের সময় পাহাড়ে ফিরে যাতে প্রচারের কাজ করা যায়, সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন গুরুংরা। কিন্তু এ আর্জিতে আপত্তি জানায় রাজ্য সরকার। বিমল গুরুংদের পাহাড়ে ফেরার ব্যাপারে কেন আপত্তি জানাচ্ছে রাজ্য সরকার, সে নিয়ে জানতে চায় দেশের সর্বোচ্চ আদালত। আপত্তির কথা হলফনামা আকারে আদালতে জমা দেয় রাজ্য। আগামী মঙ্গলবার এ মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, পাহাড়ে অশান্তির ঘটনার পর থেকেই পলাতক বিমল গুরুং, রোশন গিরিরা। মোর্চার এই হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে ইউপিএ আইনে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
12.39 PM: মিরাটে ‘বিজয় সংকল্প’ সভায় নরেন্দ্র মোদী
पीएम श्री नरेन्द्र मोदी कुछ ही देर में मेरठ में विशाल जनसभा को संबोधित करेंगे। लाइव देखें https://t.co/Qq108RTdUM पर। #IndiaWithNaMo pic.twitter.com/I0y896qriD
— BJP (@BJP4India) March 28, 2019
12.12 PM: শুক্রবার রাজ্যে ভোটপ্রচারে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আগামিকাল আলিপুরদুয়ারে সভা অমিত শাহের।
11.47 AM: বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। কী প্রতিশ্রুতি দিলেন মমতা? বিস্তারিত পড়ুন
Highlights of the #TrinamoolManifesto2019
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়
Read More >> https://t.co/1f03f0lDuS pic.twitter.com/eYJYbkZsv0
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2019
11.12 AM: ভোটের মুখে তৃণমূলের প্রতীকের রং আগেই বদল করা হয়েছে। কিন্তু প্রতীকের নীচে ক্যাপশন কয়েকদিনের মধ্যে ফের রদবদল করা হল। ক’দিন আগে প্রার্থী ঘোষণার দিল তৃণমূলের প্রতীকের নীচে পংক্তিতে(ক্যাপশন) লেখা ছিল ‘তৃণমূল, আমার-আপনার-বাংলার’। কিন্তু বুধবার ইস্তেহার প্রকাশের সময় তৃণমূলের প্রতীকের নীচে ক্যাপশনে দেখা গেল, ‘‘তৃণমূল, মা-মাটি-মানুষের।’ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এবারের লোকসভা ভোটে জাতীয় স্তরে বিজেপি বিরোধী ঐক্যের অন্যতম প্রধান মুখ মমতা। সেক্ষেত্রে নির্বাচনী ইস্তেহারে দলের ‘সর্বভারতীয়’ আঙ্গিক তুলে ধরতে ‘বাংলার’ লেখাটা প্রাসঙ্গিক হবে না। আর তাছাড়া ‘মা-মাটি-মানুষ’ স্লোগানের ব্যপ্তিও অসীম। ‘মা-মাটি-মানুষ’ দলের অন্যতম স্লোগানও। সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও লোগো আপডেট করতে গিয়ে যদিও ‘সর্বভারতীয়’ শব্দটি বাদ রেখেছে তৃণমূল।
10.47 AM: মিশন শক্তি নিয়ে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে আভ্যন্তরীণ স্তরে আলোচনা করেছে নির্বাচন কমিশন। উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, কী পরিস্থিতিতে এবং কোন জরুরি অবস্থার ভিত্তিতে এই ঘোষণা করতে হয়েছে সে নিয়ে সরকারের বক্তব্য শীঘ্রই জানতে চাওয়া হবে। বিস্তারিত পড়ুন
10.19 AM: সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানের জল্পনা বাড়ালেন মুকুল রায়। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘সব্যসাচী আমার সঙ্গেই আছে’, বললেন মুকুল, দেখুন ভিডিও
10.02 AM: কোচবিহারে ভোটপ্রচারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Election Campaign at Coochbehar Constituency- Public Meeting at Gosanimari (Dinhata Block).#AbkiBaar400Paar pic.twitter.com/gf8CAW0jFc
— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 27, 2019
9.34 AM: আজ উত্তরপ্রদেশের মিরাট, উত্তরাখণ্ডের রুদ্রপুর ও জম্মুতে ‘বিজয় সংকল্প’ যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে, আসামসে সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ।
মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। বুধবার কংগ্রেসে যোগ দিলেন বলিউডের ‘রঙ্গিলা গার্ল’ উর্মিলা মাতন্ডকর। রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন উর্মিলা। এদিকে, বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা।