West Bengal Lok Sabha Election 2019: প্রথম দফার লোকসভা নির্বাচনের মুখে শাসক-বিরোধী বাগযুদ্ধে তেঁতে রয়েছে বাংলা। ভোটের প্রচারে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির বহর ক্রমশই বাড়ছে। লোকসভা নির্বাচন শুরুর আগে শেষ রবিবারে তারই টের পেল বঙ্গ রাজনীতি। একদিকে মোদী, অন্যদিকে মমতা। উনিশের ভোটের অন্যতম দুই যুযুধান প্রতিপক্ষের বাক্যবাণে সরগরম বাংলা। সারদা, নারদ, রোজভ্যালি কেলেঙ্কারির কথা বলে মমতাকে বিঁধেছেন মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করেননি মমতা। রবিবার উত্তরবঙ্গের জোড়া সভা থেকে নমোর বিরুদ্ধে হুঙ্কার কেড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ,সোমবারও উত্তরে প্রচার করেন মমতা।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, ভোটের বাংলায় রাতারাতি ৪ পুলিশকর্তার বদলি নিয়ে মমতা-কমিশন তরজা অব্যাহত। শনিবার নির্বাচন কমিশনকে পাঠানো মমতার চিঠির পাল্টা রবিবার প্রত্যুত্তরে চিঠি লিখেছে কমিশনও। একইসঙ্গে রাজ্যে পুলিশকর্তাদের বদলি নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই একাধিক প্রশাসনিক কর্তার বদলির দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিকে, শেষবেলায় কলকাতা-সহ জেলায় জেলায় তুঙ্গে ভোটের প্রচার। সবমিলিয়ে সপ্তাহের শুরুতে বাংলা-সহ গোটা দেশে লোকসভা নির্বাচনের পারদ কতটা চড়ে, তার সব আপডেট রইল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ ব্লগে।