West Bengal Lok Sabha Election 2019: আবারও কংগ্রেস গড়ে গিয়ে অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়দের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আরএসএসের যোগ নিয়ে এদিনও ফের সরব হলেন তৃণমূলনেত্রী। জঙ্গিপুরের সভা থেকে মমতা বলেন, "কয়েকজন আরএসএসের দালাল আপনাদের কাছে কংগ্রেস প্রার্থীর হয়ে টাকা বিলোচ্ছে। নজর রাখুন সবাই।" মমতা এ প্রসঙ্গে আরও বলেন, ‘‘জঙ্গিপুরে আরএসএস-বিজেপি কংগ্রেসকে সমর্থন দিচ্ছে, বহরমপুরেও তাই করছে।" একইসঙ্গে কংগ্রেস-সিপিএম-বিজেপিকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই ভাই।"
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় বিশেষ পুলিশ পর্যবেক্ষকের পর এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার অজয় নায়েক হবেন বাংলার বিশেষ পর্যবেক্ষক। লোকসভা নির্বাচনে অভিযোগের তালিকায় বাংলাই শীর্ষে, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। সে কারণেই দ্বিতীয় দফার ভোটের আগে বাংলায় বাড়তি নজর দিল কমিশন, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এদিকে, পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ভোট পিছিয়ে গেল পূর্ব ত্রিপুরায়। ১৮ এপ্রিলের পরিবর্তে ওই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে আগামী ২৩ এপ্রিল। এর আগে ভেলোর কেন্দ্রেও পিছিয়ে গিয়েছে ভোট। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে: ভেলোরের পর এবার পূর্ব ত্রিপুরা, পিছিয়ে গেল নির্বাচন
Live Blog
মুর্শিদাবাদের কান্দি ও জঙ্গিপুরে সভা করবেন মমতা। এদিন প্রণব-পুত্রের কেন্দ্র থেকে নতুন করে কী বলেন মমতা, সেদিকেই চোক থাকবে রাজনীতির কারবারিদের। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
মঙ্গলবার নারায়ণপুরের সভায় নাম না করে মোদীকে ফের নিশানা করে মমতা বলেন, ‘‘নির্বাচনের সময় শুনছি কত বাক্স আসছে। বাপরে বাপ! লাল বাক্স, নীল বাক্স, কালো বাক্স, হলুদ বাক্স, সাদা বাক্স, কত বাক্স!’’ এরপরই বিজেপিকে আক্রমণ করে তৃণমূলনেত্রীর মন্তব্য, ‘‘নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট হয় না। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকতে হয়।’’ একইসঙ্গে জনগণের উদ্দেশে মমতার পরামর্শ, ‘‘বিজেপি কোথাও টাকা বিলোলে নজর রাখুন। নিজেদের মোবাইলে ছবি তুলে রাখুন, সেই ছবি পাঠান। একদম কাউকে ছাড়বেন না।’’ আরএসএসের বিরুদ্ধেও এদিন ফের আক্রমণ শানিয়েছেন মমতা। নারায়ণপুরের সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘‘এখানে কয়েকজন আরএসএসের প্রচারক জুটেছে। কাজ নেই, কর্ম নেই। আগে হাফ প্যান্ট পরে দৌড়োত। এখন দেখুন পুরো শপিং মল কালচার হয়ে গিয়েছে। বসে বসে শুধু কুটুস কুটুস করছে। সারাক্ষণ বলে যাচ্ছে একে সরাও, একে হঠাও। সীমান্তে গরীবদের ভয় দেখাচ্ছে। সব কিছু জানি। কে কে আছে, সবাই নজর রাখুন’’।
ফিরদৌসের পর এবার ভোটের প্রচারে থেকে বিপাকে আরেক বাংলাদেশি অভিনেতা গাজি নুর। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বাংলাদেশি অভিনেতা গাজি নুর প্রচার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারে থেকে বিতর্ক বাঁধিয়েছেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস। ইতিমধ্যেই ফিরদৌসের ভিসা বাতিলের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অবিলম্বে ফিরদৌসকে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।
‘‘কয়েকজন আরএসএসের দালাল আপনাদের কংগ্রেস প্রার্থীর হয়ে টাকা বিলোচ্ছে। নজর রাখুন সবাই’’, জঙ্গিপুরের সভা থেকে কংগ্রেস প্রার্থী তথা প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে নিশানা করে ফের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা আরও বলেন, ‘‘জঙ্গিপুরে আরএসএস-বিজেপি কংগ্রেসকে সমর্থন দিচ্ছে, বহরমপুরেও তাই করছে’’।
‘‘বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি ভাই ভাই’’, জঙ্গিপুরের সভায় কংগ্রেস-সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কান্দির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির পাঠ থেকে ক’দিনের বিরতি নিয়ে ভোটের বাংলায় তাঁর নতুন দায়িত্ব মায়ের হয়ে প্রচার সারা। মায়ের নাম দীপা দাশমুন্সী। আর তিনি দীপা-পুত্র প্রিয়দীপ দাশমুন্সী। উনিশের ভোটের বাংলায় কিংস কলেজ লন্ডনের পড়ুয়া প্রিয়দীপের এ এক নয়া অভিজ্ঞতা। সকাল ৮টা থেকে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সীর সমর্থনে হুড খোলা জিপে চড়ে প্রচারে বেড়িয়ে পড়ছেন প্রিয়দীপ। আগামী ১৮ এপ্রিল রায়গঞ্জে প্রথম ভোটও দেবেন দীপা-পুত্র। ভোট মেটার পর আবার লন্ডনে উড়ে যাবেন প্রিয়দীপ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, পড়াশোনা শেষ করেই রাজনীতিতে আসার ইঙ্গিত দীপা পুত্র প্রিয়দীপের
প্রত্যেক দফার ভোটের আগের ৪৮ ঘণ্টায় কোনও রকম নির্বাচন সংক্রান্ত শো সম্প্রচার করা যাবে না নমো টিভিতে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন। এর আগে নমো টিভির সমস্ত কনটেন্ট অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। ওই কনটেন্টগুলোর কোনও অনুমোদন ছিল না। তাই অবিলম্বে ওই কনটেন্টগুলো সরাতে হবে বলে জানিয়েছিল কমিশন। অনুমোদন ছাড়া রাজনৈতিক বিষয়ের সম্প্রচার করা যাবে না নমো টিভিতে। এমনই নির্দেশ দিয়েছিল কমিশন। নির্বাচন কমিশনের তরফে এও জানানো হয়েছিল, নমো টিভির সমস্ত প্রোগ্রামগুলোকে আগে অনুমোদন দিতে হবে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটারিং কমিটিকে(এমসিএমসি)।
আজ মুর্শিদাবাদে জোড়া নির্বাচনী সভা মমতার। কান্দি ও জঙ্গিপুরে সভা করবেন তৃণমূলনেত্রী।