Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূলের প্রচারে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় আসছেন বিজেপি-র প্রাক্তন নেতা যশবন্ত সিনহা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, mamata, yashwant sinha, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা, যশবন্ত সিনহা

West Bengal Lok Sabha Election 2019 Live: মমতা ও যশবন্ত সিনহা।

West Bengal Lok Sabha Election 2019: লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় আসছেন বিজেপি-র প্রাক্তন নেতা যশবন্ত সিনহা। আজ নৈহাটি ও টিটাগড়ে মমতার দলের হয়ে প্রচার সারবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রী ছিলেন যশবন্ত। পরে, ২০১৮ সালের ২১ এপ্রিল বিজেপি ছাড়েন যশবন্ত। একাধিকবার মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন যশবন্ত। অটল জমানার এই বিজেপি নেতাকে এবার প্রচারে এনে মোদীর বিরুদ্ধে মমতা নয়া চাল চাললেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, সকাল ৭টার পরিবর্তে ভোর ৫টা থেকে ভোট শুরু করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। রমজান মাস ও রাজস্থান-সহ অন্য এলাকায় দাবদাহের জন্য বাকি দফার লোকসভা ভোটের সময় সকাল ৭টার পরিবর্তে ৫টায় করা যায় কিনা সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলল দেশের শীর্ষ আদালত।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে 

এদিকে, ভোটের মরশুমে আবারও স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বারবার কমিশনে নালিশ জানিয়েছে বিরোধীরা। এবার সেরকমই আরও এক অভিযোগে নমোকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন। বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে ভোটপ্রচারে গলা হাঁকিয়েছিলেন মোদী। বিরোধীদের অভিযোগ, এয়ার স্ট্রাইকের কথা বলে নতুন ভোটারদের কাছে ভোট চেয়েছেন মোদী, যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল। মহারাষ্ট্রের লাতুরের সভায় মোদীর সেই ভাষণকে ঘিরে বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না। অন্যদিকে, গত ১ এপ্রিল মহারাষ্ট্রের ওয়ার্ধায় নির্বাচনী প্রচারের সময়ে ভাষণ দিতে গিয়ে তিনি আচরণবিধি ভেঙেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন পাঁচ কংগ্রেস নেতা। সে অভিযোগকেও পাত্তা দেয়নি কমিশন।

অন্যদিকে, বুধবার ফের বাংলায় ভোটপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদী সেনাপতি বলেন, ‘‘২৩ তারিখের পর মমতাদির জমানা শেষ হবে।’’ পাশাপাশি চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শাহ বলেন, ‘‘ক্ষমতায় আসার ৯০ দিনের মাথায় চিটফান্ডের অভিযুক্তদের জেলে ভরব।’’ এদিকে, মোদীক-শাহকে বিঁধে মমতা বলেন, ‘‘আমার ব্লক সভাপতির যা যোগ্যতা, তা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি, আমার জেলা সভাপতির যা যোগ্যতা তা নরেন্দ্র মোদীর নেই।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে তৃণমূলের ব্লক-জেলা সভাপতির যা যোগ্যতা তা মোদী-শাহের নেই: মমতা

Live Blog

আজও নির্বাচনী সভা করলেন তৃণমূলনেত্রী।কী বললেন মমতা? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














16:06 (IST)02 May 19





















রোড শো-তে সানি দেওল

15:47 (IST)02 May 19





















হাওড়ার বাগনানে ধুন্ধুমার, জওয়ানের গুলিতে নিহত জওয়ান

হাওড়ার বাগনানে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। নিজেদের মধ্যে বচসার জেরে সহকর্মীকে গুলি করে মারার অভিযোগ উঠল ভোটের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। এ ঘটনায় জখম হয়েছেন আরও ২ জওয়ান। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

15:19 (IST)02 May 19





















দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচারে মমতা

14:57 (IST)02 May 19





















নতুন ভোটারদের বার্তা দেবের

14:31 (IST)02 May 19





















রাজারহাটের সভায় মমতা
14:16 (IST)02 May 19





















রাজারহাটে মমতার সভার আগে উচ্ছ্বাস

13:39 (IST)02 May 19





















পলতার সভায় মমতা
13:15 (IST)02 May 19





















কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী?

12:38 (IST)02 May 19





















ভাটপাড়ার সভায় মমতা
12:21 (IST)02 May 19





















সাপুড়েদের সঙ্গে প্রিয়াঙ্গা গান্ধী

11:42 (IST)02 May 19





















ভোটের সময় বদলানোর ‘সুপ্রিম’ পরামর্শ কমিশনকে

ভোটের সময় বদলাচ্ছে? সকাল ৭টার পরিবর্তে ভোর ৫টা থেকে ভোট শুরু করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। রমজান মাস ও রাজস্থান-সহ অন্য এলাকায় দাবদাহের জন্য বাকি দফার লোকসভা ভোটের সময় সকাল ৭টার পরিবর্তে ৫টায় করা যায় কিনা সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলল দেশের শীর্ষ আদালত।

11:12 (IST)02 May 19





















তৃণমূলের প্রচারে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা

লোকসভা নির্বাচনে তৃণমূলে হয়ে প্রচারে বাংলায় আসছেন বিজেপি-র প্রাক্তন নেতা যশবন্ত সিনহা। আজ নৈহাটি ও টিটাগড়ে মমতার দলের হয়ে প্রচার সারবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, অটল বিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রী ছিলেন যশবন্ত। পরে, ২০১৮ সালের ২১ এপ্রিল বিজেপি ছাড়েন যশবন্ত। একাধিকবার মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন যশবন্ত। অটল জমানার এই বিজেপি নেতাকে এবার প্রচারে এনে মোদীর বিরুদ্ধে মমতা নয়া চাল চাললেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

10:53 (IST)02 May 19





















ভোটপ্রচারে দিলীপ ঘোষ

10:33 (IST)02 May 19





















গুরুদ্বারে বিজেপি প্রার্থী সানি দেওল

10:20 (IST)02 May 19





















বিজেপি-কংগ্রেসের মধ্যে কোনও ফারাক নেই: অখিলেশ যাদব

09:44 (IST)02 May 19





















ভোটপ্রচারে আজ মধ্যপ্রদেশে অমিত শাহ

09:15 (IST)02 May 19





















আজ তিন সভা মমতার

08:52 (IST)02 May 19





















মোদীকে ফের ক্লিনচিট দিল কমিশন

মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বারবার কমিশনে নালিশ জানিয়েছে বিরোধীরা। এবার সেরকমই আরও এক অভিযোগে নমোকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন। বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে ভোটপ্রচারে গলা হাঁকিয়েছিলেন মোদী। বিরোধীদের অভিযোগ, এয়ার স্ট্রাইকের কথা বলে নতুন ভোটারদের কাছে ভোট চেয়েছেন মোদী, যা নির্বাচনী বিধিভঙ্গের শামিল। মহারাষ্ট্রের লাতুরের সভায় মোদীর সেই ভাষণকে ঘিরে বিরোধীদের অভিযোগ ধোপে টিকল না। অন্যদিকে, গত ১ এপ্রিল মহারাষ্ট্রের ওয়ার্ধায় নির্বাচনী প্রচারের সময়ে ভাষণ দিতে গিয়ে তিনি আচরণবিধি ভেঙেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন পাঁচ কংগ্রেস নেতা। সে অভিযোগকেও পাত্তা দেয়নি কমিশন।

লোকসভা নির্বাচন ২০১৯: নরেন্দ্র মোদীর অতীত তুলে ধরে এবার বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আন্দুলের সভায় প্রধানমন্ত্রীকে নিশানা করার ফাঁকে হঠাৎই মোদীর সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার কাহিনী শোনালেন মমতা। মোদীর সঙ্গে তাঁর প্রথম দেখা কোথায় হয়েছিল? কেমন ছিল সেই সাক্ষাৎ? সে নিয়েই হাওড়ার আন্দুলের সভায় মুখ খুললেন তৃণমূলনেত্রী। বুধবার মমতা বলেন, ‘‘আমি তো কোনওদিনই নরেন্দ্র মোদীকে চিনতাম না। জানেন প্রথম কবে দেখেছিলাম ওঁকে? তখন অটলবিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী। গুজরাতে ভূমিকম্প হয়েছিল। আমি তখন রেলমন্ত্রী ছিলাম। অটলজির নেতৃত্বে আমাদের একটা দল গিয়েছিল সেখানে। দেখলাম, অটলজির ব্যাগ ধরে একজন নামছেন। আমি জিজ্ঞেস করলাম, ওই ভদ্রলোক কে? বলল, আরএসএসের প্রচারক।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মোদীর সঙ্গে প্রথম সাক্ষাতের গল্প শোনালেন মমতা

আগামী শনিবার কলকাতায় আসছেন কানহাইয়া কুমার। ৬ তারিখ পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তিনি। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, কানহাইয়া মোট পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রচার করবেন। কানহাইয়াকে দিয়ে মোট ৬টি সভা ও কয়েকটি রোড শো করানোর পরিকল্পনা রয়েছে বামেদের। প্রসঙ্গত, বেগুসরাইতে নির্বাচন মেটার পরেই দেশের বিভিন্ন প্রান্তে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেছেন কানহাইয়া। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে সপ্তাহের শেষে রাজ্যে আসছেন কানহাইয়া, প্রচার করবেন ৫ কেন্দ্রে

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment