Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: কংগ্রেসে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরছেন শত্রুঘ্ন সিনহা। আগামী ২৮ মার্চ কংগ্রেসে যোগ দিচ্ছেন বলিপাড়ার এই বর্ষীয়ান অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, shatrughan sinha, লোকসভা ভোট, শত্রুঘ্ন সিনহা

West Bengal Lok Sabha Election 2019 : শত্রুঘ্ন সিনহা। ছবি: টুইটার।

West Bengal Lok Sabha Election 2019: একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের মুখে আম-আদমির মন পেতে চেষ্টার কম কসুর করছে না কোনও দলই। ভোটের বাজারে একে অপরকে টেক্কা দিতে রোজই নতুন নতুন কৌশল নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এই যেমন রাহুল গান্ধী। ভোটের মুখে গরিবদের জন্য বিরাট ঘোষণা করে শোরগোল ফেলে দিলেন রাহুল গান্ধী। ক্ষমতায় এলে দেশের ২০ শতাংশ মানুষকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি। তাঁর একটাই লক্ষ্য, দেশে দারিদ্যদূরীকরণ। এহেন ঘোষণা করে ভোটের বাজারে রাহুল নয়া চাল চাললেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও রাহুলের এহেন প্রতিশ্রুতি আদৌ কতটা বাস্তবায়িত করা সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

রাহুল গান্ধীর বড় ঘোষণা ঘিরে যেমন সরগরম দিল্লি দরবার। তেমনই উনিশের নির্বাচন নিয়ে ক্রমশই পারদ চড়ছে এ বাংলায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তো লেগেই রয়েছে। বিমানবন্দরে সোনা বিতর্কে যেমন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নিয়ে মন্তব্য করায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ এনেছেন স্বয়ং অভিষেক। অন্যদিকে, তাঁর ফোনে কে বা কারা আড়ি পাতছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিকে, অনুব্রত মণ্ডলের নকুলদানার পাল্টা মিহিদানার তত্ত্ব সামনে এনে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সবমিলিয়ে শাসক-বিরোধী চাপানউতোর, নির্বাচনী প্রচারে এই মুহূর্তে ভোটের মেজাজে গোটা বাংলা।

Follow the Updates here:

5.43 PM: ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরছেন শত্রুঘ্ন সিনহা। আগামী ২৮ মার্চ কংগ্রেসে যোগ দিচ্ছেন বলিপাড়ার এই বর্ষীয়ান অভিনেতা। গতবার নির্বাচনে বিহারের পাটনাসাহিব কেন্দ্রে পদ্ম প্রতীকে লড়ে জয়ী হয়েছিলেন শত্রুঘ্ন। গত কয়েকবছরে মোদী সরকারের উল্লেখযোগ্য সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শত্রুঘ্ন। গত জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশে বিজেপি বিরোধী মঞ্চে যোগ দিয়ে মোদী সরকারের তুলোধনা করেছিলেন তিনি। মোদী সরকারের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন শত্রুঘ্ন, তাতে তাঁর দলত্যাগ বা অপসারণ কার্যক নিশ্চিত ছিল। উল্লেখ্য, এবার পাটনা সাহিব কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।

5.30 PM: সব্যসাচীর বিজেপিতে যোগদানের জল্পনা, কী বললেন অর্জুন সিং? বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে শুধু সব্যসাচী নয়, আরও ১০০ বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন: অর্জুন সিং

arjun singh, অর্জুন সিং, সব্যসাচী দত্ত অর্জুন সিং ও সব্যসাচী দত্ত।

4.44 PM: দমদম লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

3.35 PM: রাজ্যে ভোটপ্রচারে আসছেন বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন। আগামী ২৬ এপ্রিল জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করবেন শাহনওয়াজ।

2.56 PM: রাজস্থানে জন সংকল্প র‌্যালিতে কী বললেন রাহুল গান্ধী?

1.43 PM: বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী জয়াপ্রদা।বিজেপির সাধারণ সম্পাদক ভূপিন্দর যাদবের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন জয়াপ্রদা। রামপুর কেন্দ্র থেকে সম্ভবত পদ্ম প্রতীকে লড়বেন বলিপাড়ার এই অভিনেত্রী। ২০০৪ ও ২০০৯ সালের নির্বাচনে রামপুর কেন্দ্র থেকেই সপার টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন জয়াপ্রদা। দল বিরোধী কাজের জন্য সপা থেকে তাঁকে বহিষ্কৃত করা হয়।

1.25 PM: মহারাষ্ট্রে প্রথম দু’দফার ভোটের প্রচারে তারকা তালিকা প্রকাশ করল কংগ্রেস।

congress, কংগ্রেস কংগ্রেসের তারকা তালিকা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

1.18 PM: রাহুল গান্ধীর ন্যায় প্রকল্পে মোদী বাহিনীর বিরোধিতা নিয়ে সরব কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘‘মোদী যেখানে তাঁর প্রচার ও বিজ্ঞাপনের জন্য ৫ হাজার কোটি টাকা খরচ করতে পারেন, সেখানে গরিবদের জন্য ৭২ হাজার টাকা দেওয়া নিয়ে কেন বিরোধিতা করছেন?’’

12.56 PM: বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। কালীঘাটে দলীয় কার্যালয় থেকে ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উন্নয়নমুখী দিকই ইস্তেহারে তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে। 

12.26 PM: মুরলী মনোহর যোশীকে প্রার্থী করতে চায় না বিজেপি। কানপুরে এবার ভোটে না লড়ার জন্য দলের তরফে জানানো হয়েছে যোশীকে। একথা কানপুরের ভোটারদের জানিয়ে একটি চিঠি লিখেছেন যোশী। সেই চিঠিই প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশে প্রথম দু’দফার ভোটের প্রচারে তারকা তালিকা থেকে বাদ পড়লেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতারা। যোগী রাজ্যে ভোটের প্রচারে যে ৪০ জন বিজেপি নেতার নাম রাখা হয়েছে তালিকায়, সেখানে নেই আডবাণী ও যোশীর নাম।

 Murli Manohar Joshi, মুরলী মনোহর যোশী মুরলী মনোহর যোশীর লেখা সেই চিঠি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

11.42 AM: আজ উত্তরপ্রদেশের মোরাদাবাদে বিজয় সংকল্প সভা অমিত শাহর

11.10 AM: আজ রাজস্থানে ভোটপ্রচারে রাহুল গান্ধী।

10.35 AM: বিজেপিকে ফের নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

10.07 AM: রাহুল গান্ধীর মাসে ৬০০০ টাকার প্রতিশ্রুতিতে কারা লাভবান হবেন? বিস্তারিত পড়ুন

Rahul Gandhi narendra modi রাহুল গান্ধী। ছবি সৌজন্যে: টুইটার

9.50 AM: আজ রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুপুর ১টায় বিরাটি মহাজাতি মাঠে দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে সভা করবেন বিপ্লব।

চড়া রোদ উপেক্ষা করেই সকাল থেকে সন্ধ্যে, কলকাতা-সহ জেলায় জেলায় প্রচার সারছেন সব দলের প্রার্থীরাই। সোমবার সন্ধ্যায় বাংলার আরও ২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। রাজ্যে শেষ পর্যন্ত বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী? তা কার্যত অনিশ্চিত। এখনও কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেনি রাজ্য বিজেপি।

tmc bjp CONGRESS left front lok sabha 2019 General Election 2019
Advertisment