Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: আলিপুরদুয়ারে বিজেপি যুবমোর্চার জেলা সম্পাদক স্বরূপ তরফদারকে গ্রফতার করা হয়েছে। সোমবার স্বরূপকে আদালতে পেশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp

১৯ মে মোট ৫৯ কেন্দ্রে ভোট সারা দেশে, এ রাজ্যে ভোট ৯ কেন্দ্রে

West Bengal Lok Sabha Election 2019: ভোটের দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজা। গোটা দেশের মতো লোকসভা ভোটের উত্তাপ ছড়িয়েছে বাংলাতেও। ভোটের মুখে জনসংযোগ বাড়াতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়ছেন শাসক থেকে বিরোধী দলের প্রার্থীরা। দেওয়াল লিখন, রোড শো, কর্মিসভা, পথসভা- প্রচারে মুখিয়ে সব রাজনৈতিক দলই। সপ্তাহের শুরুতে সোমবারও কলকাতার পাশাপাশি জেলায় জেলায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস প্রার্থীরা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

এখনও পর্যন্ত রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে মমতার দল। তবে এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি বাংলার বিরোধী দলগুলি। দোলাচলেই রয়েছে বাম-কংগ্রেস জোট। কাস্তে হাতুড়ি হাতে ওঠার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, এর মধ্যেই দুই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোমেন মিত্ররা। যাদবপুর ও বাঁকুড়া কেন্দ্রে কোনও প্রার্থী দিচ্ছে না কংগ্রেস।

এদিকে, বাংলার আরও এক আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বহুচর্চিত দার্জিলিঙে প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। গতবারের জয়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া নন, এবার পাহাড়ে পদ্ম প্রতীকে লড়বেন বিজেপি যুব মোর্চার নেতা রাজু সিং বিস্ত। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনীতির কারবারিদের।

Follow the Updates here:

6.45 PM: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। আলিপুরদুয়ারে বিজেপি যুবমোর্চার জেলা সম্পাদক স্বরূপ তরফদারকে গ্রফতার করা হয়েছে। সোমবার স্বরূপকে আদালতে পেশ করা হয়েছে। তবে জামিন দেওয়া হবে না হেফাজতে রাখা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিজেপির দাবি, তৃণমূল ও রাজ্যের পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে স্বরূপ তরফদারকে।

5.20 PM: ‘‘ক্ষমতা থাকলে মেটিয়াব্রুজের মাটিতে এসে লড়ুন’’, দক্ষিণ ২৪ পরগনার আক্রার সভায় যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

abhishek banerjee, yogi adityanath, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও যোগী আদিত্যনাথ।

5.15 PM: সোনা বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সম্পর্কে মন্তব্য করায় আসানসোলের বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাচন কমিশনে আইনজীবী মারফৎ অভিযোগ জানালেন স্বয়ং অভিষেক। উল্লেখ্য, বাবুল ও অভিষেক, দু’জনেই এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

abhishek banerjee, babul supriyo, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়।


4.43 PM: নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন ভারতী ঘোষ। তাঁর ফোনে আড়িপাতা হচ্ছে বলে অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থীর। আইনজীবী মারফৎ কমিশনে চিঠি পাঠালেন ভারতী।

উল্লেখ্য, একদা মমতা ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ কিছুদিন আগেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন। ভারতী ও তাঁর স্বামীর বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের করা হয়। যে অভিযোগের তদন্তের অঙ্গ হিসেবে ভারতীর সম্পত্তির পরিমাণ নিশ্চিত করতে তল্লাশি চালানো হয়। তখন থেকেই শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় ‘জঙ্গলমহলের মা’ বলে ডাকতেন ভারতী। ‘ভালো মেয়ে’, ‘গুড গার্ল’ ‘আমার মেয়ে’ বলে ভারতীকে সম্বোধন করতেন স্বয়ং মমতা। শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিরোধীরা প্রায়শই সরব হতেন। কয়েকদিন আগে সেই ‘ভালো মেয়ে’ ভারতীই বিজেপিতে যোগ দিয়ে মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আরও পড়ুন...

4.33 PM: নবান্নে অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কমল হাসান।

3.52 PM: চলতি মাসেই রাজ্যে ভোটপ্রচারে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ৩০ মার্চ রাজ্যে জোড়া সভা শাহের। রায়গঞ্জ ও কোচবিহারে সভা করবেন বিজেপি সভাপতি। আগামী ২ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করবেন অমিত শাহ।

amit shah, অমিত শাহ বিজেপি সভাপতি অমিত শাহ।

3.35 PM: মিহিদানা খাওয়াতে চান অনুপম হাজরা, বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: দানার পরিবর্তে দানা, যাদবপুরে মিহিদানা বার্তা অনুপমের

2.42 PM: অনুব্রতর নকুলদানা মন্তব্য নিয়ে কী বললেন বাবুল সুপ্রিয়? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘আগে কমিশনের নকুলদানা খান অনুব্রত’

2.07 PM: ভোটের আগে নয়া প্রতিশ্রুতি রাহুল গান্ধীর। ‘‘ক্ষমতায় এলে ন্যূনতম রোজগারের ব্যবস্থা করা হবে। বছরে ২০ শতাংশ পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পরিবার পিছু বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে টাকা। নতুন প্রকল্পের নাম হবে ন্যায়’’, ঘোষণা রাহুলের। মোদীকে নিশানা করে রাগা বলেন, ‘‘নরেন্দ্র মোদী ধনীদের টাকা দেন, কংগ্রেস গরিবদের টাকা দেয়।’’

1.45 PM: ভিভিপ্যাটের সংখ্যা কি বাড়ানো সম্ভব? নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী ২৮ মার্চের মধ্যে আদালতকে এ ব্যাপারে জানাতে হবে কমিশনকে। আগামী সোমবার ভিভিপ্যাট মামলার পরবর্তী শুনানি।

1.20 PM: মনোনয়নপত্র পেশের আগে মন্দিরে পুজো দিলেন হেমামালিনী। মনোনয়নপত্র জমা দিলেন ফারুখ আবদুল্লা। শ্রীনগর থেকে লড়ছেন এনসি নেতা।

1.02 PM: আজ রাজ্যে আসছেন কমল হাসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমল হাসান দেখা করতে পারেন বলে খবর।

kamal haasan, কমল হাসান কমল হাসান। ছবি: টুইটার।

12.45 PM: মনোনয়নপত্র পেশ রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সীর।

deepa dasmunsi, দীপা দাশমুন্সী দীপা দাশমুন্সী। ছবি: টুইটার।

12.30 PM: আজ ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। কমিশনে মুকুল রায়ের নেতৃত্বাধীন বিজেপির একটি প্রতিনিধি দল। ওই দলে থাকছেন লকেট চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদাররা।

mukul roy, মুকুল রায় মুকুল রায়।

12.15 PM: লোকসভা নির্বাচনে দিল্লিতে আপের হাত কি ধরবে কংগ্রেস? আজই চূড়ান্ত হতে পারে রফাসূত্র। সোমবার রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী। ওই বৈঠকেই এ নিয়ে আলোচনা হবে বলে খবর।

tahul gandhi, arvind kejriwal, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল।

11.45 AM: জোট দোলাচলের মধ্যেই রাজ্যে দুই আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল প্রদেশ কংগ্রেস। যাদবপুর ও বাঁকুড়ায় প্রার্থী দিচ্ছেন না সোমেন মিত্ররা। যাদবপুরে বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রসঙ্গত, রাজ্যে চিটফান্ড-সহ বিভিন্ন মামলা-মোকদ্দমায় ‘লড়াই-আন্দোলন করেছেন’ বিকাশবাবু। সেকারণেই ওই কেন্দ্রে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধান ভবন, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে, বাঁকুড়া কেন্দ্রটি দীর্ঘদিনের বাম সংসদীয় দলনেতা বাসুদেব আচার্যের। সেকারণেই ওই কেন্দ্রে এবার না লড়ার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের, এমনই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বাঁকুড়ায় এবার বাম প্রার্থী অমিয় পাত্র।

West Bengal Lok Sabha Election 2019 Live, somen mitra, লোকসভা ভোট ২০১৯, সোমেন মিত্র সোমেন মিত্র। ছবি: টুইটার।

11.20 AM: লোকসভা ভোটে লড়ছেন কানহাইয়া কুমার। বেগুসরাই থেকেই সিপিআইয়ের প্রার্থী হচ্ছেন কানহাইয়া। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: লোকসভার লড়াইয়ে বেগুসরাইয়ে কানহাইয়া বনাম গিরিরাজ সিং

10.30 AM: ভাটপাড়ায় বিজেপি কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রবিবার রাতে জগদ্দল থানার সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। আজ সকালে জগদ্দল স্টেশনে রেল অবরোধ অর্জুন অনুগামীদের। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘শ্লীলতাহানি’র প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ অর্জুন সিংয়ের

10.10 AM: আজ ডেবরা ও তাজপুরে কার্যকর্তা সম্মেলন দিলীপ ঘোষের

9.45 AM: ভোটের বাজারে পাহাড়ে বাড়তি অক্সিজেন পেল বিজেপি। বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা জানাল গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ। দীর্ঘ বিলম্বের পর অবশেষে দার্জিলিঙে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গতবারের জয়ী সাংসদ এসএস আলুওয়ালিয়া নন, এবার পাহাড়ে বিজেপির মুখ রাজু সিং বিস্ত।

West Bengal Lok Sabha Election 2019 Live, bjp, লোকসভা ভোট ২০১৯, বিজেপি দার্জিলিঙে বিজেপি প্রার্থীকে সমর্থন মোর্চা ও জিএনএলএফের।

হাতে আর মাত্র এক সপ্তাহ, তারপরই ক্যালেন্ডারে খাতা খুলবে এপ্রিল মাস, অর্থাৎ ভোটের মাস শুরু। ভোটের বাজারে শেষবেলায় বঙ্গ রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই চোখ থাকবে সবার।

lok sabha 2019 General Election 2019
Advertisment