Advertisment

West Bengal Lok Sabha Elections 2019 Updates: বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার: মোদী

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule Updates: বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশের সভায় বললেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 , লোকসভা নির্বাচন ২০১৯, মোদী, modi

West Bengal Lok Sabha Election 2019 : নরেন্দ্র মোদী।

West Bengal Lok Sabha Election 2019 Updates: বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে শেষ দফার ভোটের আগে তোলপাড় বঙ্গ রাজনীতি। ক্ষমতায় এলে ওই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়া হবে, উত্তরপ্রদেশের সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, মোদীকে বিঁধে মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে বলছে, মূর্তি বানিয়ে দেবে। তোমারটা থোড়াই নেব আমরা। বাংলায় টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর জন্য। তোমার কাছে বাংলা ভিক্ষা চায় না। ২০০ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ফেরাতে পারবেন? কান ধরে ওঠবোস করা উচিত। একবার নয়, লক্ষবার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য। প্রমাণ করুণ, যে আমরা মূর্তি ভেঙেছি, তা না হলে জেলে টানব আপনাকে। আমরা ছেড়ে কথা বলব না। আমাদের প্রমাণ রয়েছে। আইন আইনের পথে চলবে’’।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

অন্যদিকে, শেষ দফার ভোটের আগে বাংলায় প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল কমিশন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরানো হল। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জেরেই রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অপসারণ বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য থেকে তুলে নেওয়া হল আইপিএস রাজীব কুমারকে। সিআইডি এডিজি-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল রাজীবকে। এর আগে কলকাতার নগরপাল ছিলেন রাজীব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সরানো হল রাজীবকে। ‘‘রাজীব হাওয়ালার মাধ্যমে টাকা পাচার ধরত বলেই কি সরানো হল?’’, রাজীবের অপসারণ নিয়ে এভাবেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নির্দেশেই কমিশন কাজ করছে বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে এমন নির্বাচন কমিশন জীবনে দেখিনি, ক্ষোভে ফেটে পড়লেন মমতা

মঙ্গলবার অমিত শাহর রোড শো ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ স্ট্রিট চত্বর। বিদ্যাসাগর কলেজে তাণ্ডব চালানো হয়। এই ঘটনার জেরেই শেষ দফার ভোটের আগে বাংলায় প্রচারের সময় একদিন কমানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ রাত ১০টার পর থেকে বাংলায় ভোটপ্রচার করা যাবে না। কমিশনের এ সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন মমতা।

Live Blog

আজ বাংলায় শেষবেলার প্রচারে মুখোমুখি মোদী বনাম মমতা। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














19:56 (IST)16 May 19





















পরজয় নিশ্চিত জেনে মমতাদি আমাকে জেলে ভরার হুমকি দিচ্ছেন: নরেন্দ্র মোদী

19:49 (IST)16 May 19





















কমিশনের নির্দেশে এসডিপিও, ওসি বদল

19:36 (IST)16 May 19





















বালীগঞ্জ ফাঁড়ি থেকে পদযাত্রায় মমতা
19:30 (IST)16 May 19





















'মহাজোট'কে কটাক্ষ মোদীর

19:16 (IST)16 May 19





















'প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন' নিয়ে দিদিকে খোঁচা নমোর

19:11 (IST)16 May 19





















দমদমের জনসভা থেকে মমতাকে নিশানা মোদীর

18:51 (IST)16 May 19





















দমদমে জনসভায় নরেন্দ্র মোদী
18:46 (IST)16 May 19





















অন্ধ্রপ্রদেশে পুনর্নিবাচন

18:05 (IST)16 May 19





















যাদবপুর থেকে পদযাত্রা শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের
17:23 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মমতাকে ফের নিশানা মোদীর

17:20 (IST)16 May 19





















মমতাকে চিঠি পাঠাতে পোস্ট কার্ড বিলি বিজেপির

17:09 (IST)16 May 19





















মথুরাপুরের জনসভায় বক্তব্য রাখছেন মোদী
16:57 (IST)16 May 19





















মমতার পাশে কেজরি

16:19 (IST)16 May 19





















জোকা থেকে পদযাত্রা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
16:02 (IST)16 May 19





















শেষ দফার ভোটে কিউআরটির দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ, জানালেন বিশেষ পর্যবেক্ষক

লোকসভা নির্বাচন সুষ্টভাবে করতে শেষ দফায় রাজ্য পুলিশেই আস্থা রাখল নির্বাচন কমিশন। কিউআরটি পরিচালনা করবে রাজ্য পুলিশ, আগে কিউআরটি সামাল দিত কমান্ডার। 'আইন-শৃঙ্খলা রক্ষার ভার রাজ্য পুলিশের উপর" জানালেন, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। 

15:35 (IST)16 May 19





















" বাংলা আপনার কাছে ভিক্ষা করতে যাবে না", মোদীকে নিশানা মমতার

15:12 (IST)16 May 19





















গ্রামে গ্রামে বঙ্গ জননী কমিটি: মমতা

নতুন কমিটি তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচনী সভায় বলেন, ‘‘গ্রামে গ্রামে নতুন কমিটি তৈরি করেছি। বঙ্গ জননী কমিটি। মা-বোনেরা পাহাড়া দেবেন, নজর রাখবেন। ইভিএম পাহাড়া দেবেন। বলছে স্ট্রং রুমে ইভিএম বদলে দেবে। শেষ মুহূর্তে ইভিএম বদলানোর পরিকল্পনা করছেন মোদী’’।

14:59 (IST)16 May 19





















ডায়মন্ড হারবারের সভায় মমতা
14:54 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিজেপিকে নিশানা মমতার
14:49 (IST)16 May 19





















দমদমে বামেদের প্রচার

14:37 (IST)16 May 19





















নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন: প্রজ্ঞা সিং ঠাকুর

14:12 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি বানানো নিয়ে মোদীকে নিশানা মমতার

মোদী বিদ্যাসাগরের মূর্তি বানিয়ে দিলে, সেই মূর্তি নেওয়া হবে না। মথুরাপুরের সভায় এ ভাষাতেই মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে বলছে, মূর্তি বানিয়ে দেবে। তোমারটা থোড়াই নেব আমরা। বাংলায় টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর জন্য। তোমার কাছে বাংলা ভিক্ষা চায় না। ২০০ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ফেরাতে পারবেন? কান ধরে ওঠবোস করা উচিত। একবার নয়, লক্ষবার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য। প্রমাণ করুণ, যে আমরা মূর্তি ভেঙেছি, তা না হলে জেলে টানব আপনাকে। আমরা ছেড়ে কথা বলব না। আমাদের প্রমাণ রয়েছে। আইন আইনের পথে চলবে’’। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সভায় এদিন নরেন্দ্র মোদী বলেন, ক্ষমতায় এলে ওই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে  মোদীর বানানো বিদ্যাসাগরের মূর্তি নেব না: মমতা

13:30 (IST)16 May 19





















মন্দিরবাজারের সভায় মমতা
13:14 (IST)16 May 19





















মমতার পাশে ৪ মোদী বিরোধী মুখ

12:50 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি বানানো নিয়ে কী বলেছেন মোদী?

12:24 (IST)16 May 19





















বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি তৈরি করা হবে: মোদী

12:12 (IST)16 May 19





















উত্তরপ্রদেশের সভায় তৃণমূলকে নিশানা মোদীর

12:05 (IST)16 May 19





















মিমির ভোটপ্রচার

11:48 (IST)16 May 19





















বিজেপির উত্থানে ভয় পাচ্ছেন দিদি: মোদী

11:25 (IST)16 May 19





















তৃণমূলের র‌্যাপ ভিডিও

11:00 (IST)16 May 19





















আজ উত্তরপ্রদেশে সভা রাহুল গান্ধীর

10:50 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর, নিন্দায় কংগ্রেস

10:44 (IST)16 May 19





















বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর নিয়ে কী বললেন দেব?

10:30 (IST)16 May 19





















মমতার পাশে মায়াবতী

মমতার পাশে দাঁড়িয়ে মোদী-শাহকে নিশানা করলেন মায়াবতী। বসপা নেত্রী বলেন, ‘‘পরিকল্পিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন মোদী, শাহরা। এটা খুবই বিপজ্জনক’’। পাশাপাশি বাংলায় ভোটপ্রচার বন্ধ নিয়ে কমিশনের সিদ্ধান্তেরও সমালোচনা করলেন বসপা সুপ্রিমো।

10:24 (IST)16 May 19





















ভোটপ্রচারে আজ উত্তরপ্রদশে অমিত শাহ

10:13 (IST)16 May 19





















সাংবাদিক বৈঠকে কী বললেন মমতা?
10:04 (IST)16 May 19





















বিদ্যাসাগর কলেজে তাণ্ডব, পুলিশের নজরে ২টি ভিডিও ক্লিপ

শেষ দফার ভোটের আগে বিদ্যাসাগরকে নিয়ে জোর টানাপোড়েন শুরু হল বঙ্গ রাজনীতিতে। বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল? এই লাখ টাকার প্রশ্নেই তোলপাড় রাজনীতির ময়দান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে সোচ্চার হচ্ছে তৃণমূল ও বিজেপি। ইতিমধ্যেই দুই দলের তরফেই প্রমাণ স্বরূপ মূর্তি ভাঙচুরের ঘটনার ভিডিও সামনে আনা হয়েছে। কিন্তু কোনটা সত্যি? ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত নেমে মূলত ২টি ভিডিওকে পাখির চোখ করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে কে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি? পুলিশের নজরে ২টি ভিডিও ক্লিপ

09:53 (IST)16 May 19





















বাংলায় আজ জোড়া সভা মোদীর

09:46 (IST)16 May 19





















আজ মমতার জোড়া সভা ও পদযাত্রা

লোকসভা নির্বাচন ২০১৯ আপডেটস: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরকাণ্ডে তুলোধনা করতে গিয়ে চিটফান্ড প্রসঙ্গ টেনে এনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নরেন্দ্র মোদী। বুধবার টাকির সভায় মমতাকে কটাক্ষের সুরে মোদী বলেন, ‘‘আপনি তো ভাল ছবি আঁকেন। শুনেছি, আপনার ছবি কোটি টাকায় বিক্রি হয়েছে। আপনি আমার একটা বড় ছবি আঁকুন। ২৩ মে-র পর, আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমার বাসভবনে এসে আমার ছবি উপহার দিন। ওই ছবি আমি সারাজীবন নিজের কাছে রাখব। আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব না’’। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতা আমার ছবি আঁকুন, ওই ছবি চিরদিন কাছে রাখব: মোদী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরাই, এমনই অভিযোগ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিদ্যাসাগরের মূর্তি বিজেপি ভাঙেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীরাই মূর্তি ভেঙেছে। তৃণমূলের গুন্ডারাই মূর্তি ভেঙে এখন নাটক করছে’’। এ প্রসঙ্গে মোদী সেনাপতি আরও বলেন, ‘‘কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। কলেজের গেট বন্ধ ছিল। গেট ভাঙাও হয়নি, অক্ষত রয়েছে। আমরা তো বাইরে ছিলাম। তৃণমূলের লোকেরা ভিতরে ছিল। বিদ্যাসাগরের মূর্তি যে ঘরে ছিল, সেই ঘরও তো বন্ধ ছিল। তাহলে কে খুলল? কার কাছে চাবি আছে?’’ মমতাকে নিশানা করে শাহ বলেন, ‘‘ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থেই তৃণমূল বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে’’। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে মমতার লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে: অমিত শাহ

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment