Advertisment

নিরাপত্তা নেই মহিলা বিধায়কেরই, ভোটের আগে মারাত্মক অভিযোগে উত্তাল রাজ্য

উন্নয়নের পরিবর্তে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে কংগ্রেস, দাবি রাজনাথের।

author-image
IE Bangla Web Desk
New Update
rajnath singh, rajnath singh interview, rajnath singh rally, rajnath singh rajasthan elections, rajasthan elections 2023, bjp rajasthan, vasundhara raje, rajasthan politics, lok sabha elections 2024, indian express"

রাজ্যে মহিলা বিধায়কের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন, নির্বাচনের আগে গেহলট সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাজনাথের

আগামীকালই রাজস্থান নির্বাচন। তার আগে ফের কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 'পেপার ফাঁস' ইস্যুতে গেহলট সরকারকে চরম নিশানা করে তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার মারাত্মক অভিযোগ। উদয়পুরে এক জনসভায় ভাষণ দেওয়া কালীন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আসন্ন নির্বাচনে কংগ্রেসকে কড়া নিশানা করে বলেন, রাজস্থান সরকার যুবকদের ভবিষ্যত নিয়ে খেলা করেছে।

Advertisment

আগামীকাল ২৫ নভেম্বরে রাজস্থান বিধানসভা নির্বাচন। বিজেপি-কংগ্রেসের মধ্যে নির্বাচনী লড়াই তুঙ্গে। এমন পরিস্থিতিতে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার (২২শে নভেম্বর) একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র নিশানা করেন। প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন রাজস্থান উন্নয়নের পথ ছেড়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে এবং বিজেপি এই রাজ্যকে ধ্বংস ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। সিং বলেন, 'রাজস্থান সরকার কাগজ ফাঁস করে তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে'। তিনি বলেন, 'এখানে প্রতিদিনই খুন, ডাকাতিসহ মহিলাদের বিরুদ্ধে নানানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে। নিষ্পাপ মেয়েদের অপহরণ-ধর্ষণের মত ঘটনা রাজ্যে বেড়েই চলেছে। রাজনাথ আরও বলেন, "বিজেপি বিশ্বাস করে যে রাজনীতি জাত, ধর্ম এবং ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় এবং যদি রাজনীতি হয় তবে তা ন্যায়বিচার ও মানবতার ভিত্তিতে হওয়া উচিত।"

সিং আরও অভিযোগ করেন রাজস্থানের পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারের একজন মহিলা বিধায়কও এখন নিজেকে অনিরাপদ মনে করেন। তিনি বলেছিলেন, "যদি ক্ষমতাসীন কংগ্রেসের বিধায়করা নিজেরাই অনিরাপদ বোধ করেন, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ বোধ করবেন?" তিনি বলেন, ‘লজ্জার বিষয় এমন একটি সরকার যে মা-বোন ও কন্যাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারে না। তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।'' তিনি বলেন, ''উন্নয়নের নামে গেহলট সরকার কিছু করেনি এবং যদি কিছু করে থাকে তবে তা কেবল চেয়ার বাঁচানোর জন্যই করেছে। "উন্নয়নের পরিবর্তে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে"।

rajnath singh
Advertisment