Advertisment

রাজ্যে ভোটপ্রচারে উধাও রাহুল, রাজস্থান ভোটের আগে শীর্ষ মুখের অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা

প্রচার পর্ব শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন।কিন্তু রাজ্যে প্রচারে ঝড় তুলতে দেখা গেল না রাহুল গান্ধীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
ashoke geholot, Rahul Gandhi rajasthan election

রাজ্যে ভোটপ্রচারে উধাও রাহুল, রাজস্থান ভোটের আগে শীর্ষ মুখের অনুপস্থিতি ঘিরে বাড়ছে জল্পনা

দোরগোড়ায় রাজস্থান নির্বাচন। নির্বাচনের আগেও গেহলট-পাইলট দ্বন্ধ প্রকাশ্যে এসেছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি ইস্যুতে রাজস্থান কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার বাড়িতে হানা দিয়েছে ইডি। পাশাপাশি আর্থিক তছরূপের ঘটনায় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সব মিলিয়ে নির্বাচনের আগে এমন পরিস্থিতি চাপ বাড়িয়েছে কংগ্রেসের। কিন্তু লড়াইয়ে প্রধান মুখ রাহুল গান্ধী কোথায়?

Advertisment

প্রচারপর্ব শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন।কিন্তু রাজ্যে প্রচার পর্বে ঝড় তুলতে দেখা গেল না রাহুল গান্ধীকে।যা জল্পনা বাড়িয়েছে। কংগ্রেস বলেছে রাজ্যে দিওয়ালির পরই প্রচারে ঝড় তুলতে আসছেন রাহুল। বর্তমানে অন্যান্য রাজ্যগুলিতে ফোকাস করছেন তিনি৷ কিন্তু বিজেপি কিন্তু অন্য কথা বলছে।

রাজস্থানে নির্বাচনের তারিখ ঘোষণার এক মাস অতিক্রান্ত। ২৫ নভেম্বর রাজ্যে ভোট। হাতে গোনা আর মাত্র ১৫ দিন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখনও রাজ্যে একটি সমাবেশ করেননি। তা  নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা।  মল্লিকার্জুন খাড়গে এবং সনিয়া গান্ধীর পরে, রাহুল রাজস্থানের জন্য কংগ্রেসের তারকা প্রার্থীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। যদিও দলের নেতারা বলছেন যে, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে রাহুল দিওয়ালির পরই রাজস্থানে সভা করবেন।

আরও পড়ুন: < ‘সমাজের সব মায়েদের বলতে চাই’…নগ্ন ‘প্যারেডের’ শিকার কাণ্ডে মণিপুরী মহিলার আবেগঘন বার্তা!  >

৯ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করার পর থেকে, খড়গে ইতিমধ্যেই রাজ্যে দুটি সমাবেশ করেছেন। এরপর থেকে প্রিয়াঙ্কা গান্ধীও ২টি সমাবেশে অংশ নিয়েছেন। কিন্তু দেখা মেলেনি রাহুলের।

রাজস্থানে রাহুল শেষ বার পা দিয়েছেন, ২৩ সেপ্টেম্বর।  জয়পুরে একটি দলীয় কর্মী সম্মেলনে। যেখানে হাজির ছিলেন মল্লিকার্জুন খাড়গেও। কংগ্রেসের স্টেট ইনচার্জ সুকজিন্দর সিং রন্ধাওয়া বলেছেন যে রাজস্থানের আগে অন্যান্য রাজ্যে ভোট হওয়ার কারণে রাহুল সেই রাজ্যগুলিতে সমাবেশে ব্যস্ত হয়ে পড়েছেন।  মিজোরাম ও ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ইতিমধ্যেই সভা করেছেন রাহুল।  এমনকি তেলেঙ্গানায় রাজস্থানের পাঁচ দিন পরে ৩০ নভেম্বর ভোটপর্ব। সেখানেও সভা করেছেন রাহুল গান্ধী। তবে কেন ব্রাত্য রাজস্থান? উঠছে প্রশ্ন।

দলের সিনিয়ার নেতারা মনে করছেন কংগ্রেসের মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয়ের একটা ভাল সুযোগ দেখছে এবং তাই এই দুটি রাজ্যের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। রাহুল নিজেও একই ধারণা পোষণ করছেন। সেপ্টেম্বরে দিল্লিতে একটি ইভেন্টে রাহুল বলেছেন, “এই মুহূর্তে, আমরা সম্ভবত তেলেঙ্গানায় সরকার গড়তে চলেছি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ২ রাজ্যে কংগ্রেসের জয়ের একটা সুস্পষ্ট সম্ভাবনা দেখতে পাচ্ছি”।  

কিছু সূত্রের খবর, রাহুলের অনুপস্থিতির অন্যতম কারণ গেহলট-পাইলট দ্বন্ধ।  বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ বলেছেন, “রাহুল গান্ধী কীভাবে রাজস্থানের মানুষের মুখোমুখি হবেন? গত নির্বাচনের আগে রাজস্থানে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষি ঋণ মকুব করা, বিদ্যুৎ বিল না বাড়ানো, নতুন বাস কেনা ইত্যাদি… এই প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি। তাই সম্ভবত কংগ্রেস নিজেই চায় না যে তিনি রাজস্থানে আসুক কারণ তিনি তখন দলের মুখ ছিলেন।”তিনি যোগ করেছেন: "এবং রাহুল গান্ধী রাজস্থানে আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না, কারণ এখানে কংগ্রেস এবারের নির্বাচনে হারতে চলেছে। এমনকি বিরোধী দলের নেতা নির্বাচন করার মতো পর্যাপ্ত আসনও তারা পাবে না।”

আরও পড়ুন: < আদানির বিরুদ্ধে সুর চড়াতেই ‘চক্ষুশূল’ মহুয়া? কমিটির সুপারিশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরোধীরা >

কংগ্রেসের তরফে সুকজিন্দর সিং রন্ধাওয়া বলেছেন, তিন শীর্ষ নেতা খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী ১৪ থেকে ২৩ নভেম্বরের মধ্যে রাজ্যে প্রচার করবেন। তবে দলের তরফে সিনিয়ার বেশ কিছু নেতা মেনে নিয়েছেন বিজেপির অন্দরে বিরোধ থাকায় কংগ্রেসের পক্ষে জয়ের ধারা বজায় রাখা সহজ হয়েছে। তবে এবারের নির্বাচনে হতে চলেছে হাড্ডহাড্ডি লড়াই।

rahul gandhi rajasthan
Advertisment