Advertisment

Lok Sabha Election 2024: 'পাকিস্তানের দেখানো পথেই চলছে মোদীর ভারত', ভোটের মাঝেই সেনা সাংসদের শোরগোল ফেলা মন্তব্য

ভোটে জেতার ৬ মাসের মধ্যে ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, এমন দাবি করে ভোট আবহে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi calls Latika Halder BJP member of Baidyapur Gram Panchayat of Habibpur block for work on Lok Sabha polls 2024, লোকসভা ভোটে কাজ করার সাহত যোগাতে মালদার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা লতিকা হালদারকে ফোন প্রধানমন্ত্রী মোদীর

পাকিস্তানের দেখানো পথেই চলছে মোদীর ভারত, ভোটের মাঝেই সেনা সাংসদের শোরগোল ফেলা মন্তব্য

ভোটে জেতার ৬ মাসের মধ্যে ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, এমন দাবি করে ভোট আবহে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঠিক কী বলেছেন তিনি? উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মোদী তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর হবে ভারতের অংশ। আর যোগীর এই মন্তব্যকে অস্ত্র করেই বিজেপিকে ধারালো আক্রমণ করেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।

Advertisment

রবিবার তিনি বিজেপির কাছে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে প্রশ্ন তোলেন বিগত ১০ বছরে কে বিজেপিকে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হতে বাধা দিয়েছে? তিনি কেন্দ্রের শাসক দলকে কটাক্ষ ছুঁড়ে বলেন, 'প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) এবং তারপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (আদিত্যনাথ) দু'জনেই বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরকে মোদীর তৃতীয় মেয়াদের ভারতের অংশ করা হবে। কিন্তু আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, গত ১০ বছরে কে তাদের এটা করতে বাধা দিয়েছে,'?

রাউত বলেছিলেন যে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার সুযোগ দেওয়ার পরে মোদী পাকিস্তান নিয়ে কথা বলেছেন। নির্বাচনী ইস্যু হিসেবে বিজেপির পাকিস্তান দরকার। আর কংগ্রেসের নেতারাই বিজেপিকে পাকিস্তানকে ইস্যু করা সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, "যেহেতু মণিশঙ্কর আইয়ার পাকিস্তানের ইস্যুটি তুলেছেন, তাই বিজেপি প্রচারের সময় পাকিস্তানের প্রসঙ্গকে বাঁচিয়ে রেখেছে,"। রাউত আরও বলেছেন, 'বিজেপির নির্বাচনী প্রচারে মুসলিম এবং পাকিস্তানের উল্লেখ ছাড়া অসম্পূর্ণ'।

সেনা সাংসদ বলেছেন, পাকিস্তান প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের প্রিয়। 'পাকিস্তানে গণতন্ত্র নেই। একইভাবে, মোদী-শাহ ভারতের গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছেন। পাকিস্তানে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ প্রহসনে পরিণত হয়েছে। রাজনৈতিক নেতাদের জেলে ঢোকানো হচ্ছে। ভারতেও চিত্র ভিন্ন নয়। মোদীর ভারতে পাকিস্তান ফর্মুলা ব্যবহার করা হচ্ছে,”।

loksabha election 2024
Advertisment