‘দেশ থেকে তাড়ানোর ক্ষমতা কারও নেই’, সিএএ ‘গুজবে’ সোচ্চার নীতীশ
‘‘কারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? কাউকে দেশ থেকে তাড়াবেন কারা? আমাদের লোকের সঙ্গে এমনটা করার ক্ষমতা কারও নেই। সকলেই হিন্দুস্তানের অংশ, সকলে ভারতের, কে তাড়াবে?’’
বিহারে সংখ্য়ালঘু শ্রেণির মধ্য়ে সিএএ-ভীতি কাটাতে এবার সোচ্চার হলেন নীতীশ কুমার। বুধবার রাজ্য়ের মুসলিম অধ্য়ুষিত এলাকায় গিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্য়ুতে বিহারের মুখ্য়মন্ত্রী বললেন, ‘‘কাউকে দেশ থেকে তাড়ানোর ক্ষমতা কারও নেই’’। পাশাপাশি জনতার উদ্দেশে এনডিএ-জেডিইউ জোটের প্রধান মুখ বললেন, তাঁর সরকার মাদ্রাসায় শিক্ষকদের বেতন বাড়িয়েছে।
Advertisment
সিএএ-এনআরসি নিয়ে যাঁরা গুজব রটাচ্ছেন, তাঁদের নিশানা করে নীতীশ বলেছেন, ‘‘কারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? কাউকে দেশ থেকে তাড়াবেন কারা? আমাদের লোকের সঙ্গে এমনটা করার ক্ষমতা কারও নেই। সকলেই হিন্দুস্তানের অংশ, সকলে ভারতের, কে তাড়াবে?’’
এ প্রসঙ্গে বিহারের মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, ‘‘আমরা সকলকে একসূত্রে বাঁধার চেষ্টা করেছি। কিছু লোক চান, সমাজে লড়াই হোক...আমরা কাজ করে চলেছি, এটাই আমাদের লক্ষ্য়। যখন সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করেন, তখনই সমাজের অগ্রগতি হয়, উন্নয়ন হয়’’।
আরারিয়ার সভায় জেডিইউ নেতা বলেন, ‘‘আগে, মাদ্রাসার শিক্ষকরা কিছু পেতেন?...সরকারি স্কুল শিক্ষকদের যে বেতন দেওয়া হচ্ছে, তেমনটাই মাদ্রাসার শিক্ষকদের আমরা দিচ্ছি’’।