New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/yogi-adityanath-759-1.jpeg)
তিন দিন প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ
মিরাটের জনসভায় যোগী আদিত্যনাথের 'আলি ও বজরং বলী' মন্তব্যকে উত্তেজক বলে মনে করেছে কমিশন। তারা বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে।
তিন দিন প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিন দিনের জন্য প্রচার করতে পারবেন না। প্রচার করতে পারবেন না বিএসপি সুপ্রিমো মায়াবতীও। তাঁর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দু দিনের। নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে। ১৬ এপ্রিল সকাল ৬ টা থেকে এই নিষেধাজ্ঞা লাগু হবে।
মিরাটের জনসভায় যোগী আদিত্যনাথের 'আলি ও বজরং বলী' মন্তব্যকে উত্তেজক বলে মনে করেছে কমিশন। তারা বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্যনাথের উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে। কিন্তু তিনিই জনসমক্ষে ধর্মনিরপেক্ষতা বিরোধী ভাষণ দিয়েছেন।
Copy of order issued to Yogi Adityanath @IndianExpress pic.twitter.com/8iH6I7WJmF
— Ritika Chopra (@KhurafatiChopra) April 15, 2019
নির্বাচন কমিশনের শো কজের উত্তর দিতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, দেওবন্দে মায়াবতী মুসলিম ভোটারদের কাছে যে বক্তব্য রেখেছেন, তার উত্তর দিতে গিয়ে 'আলি ও বজরংবলী' মন্তব্য করেছেন তিনি। উত্তর প্রদেশের সাহারানপুর ও বেরিলি জেলার মুসলিম ভোটারদের গত ৭ এপ্রিল মায়াবতী ভোট ভাগ না করার আহ্বান জানান। এখানে ভোট হয়েছে ১১ এপ্রিল।
কমিশন মনে করছে ওইদিন মায়াবতী যে ভাষণ দিয়েছেন তা অত্যন্ত প্ররোচনাকারী। সে কারণে তাঁকে শো কজ করা হয়েছিল।