Advertisment

Lok Sabha Election 2019: কংগ্রেস ক্ষমতায় এলে মুসলিম লিগ ভাইরাসে ছেয়ে যাবে দেশ: যোগী আদিত্যনাথ

"১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রামের সময় সারা দেশ যখন মঙ্গল পাণ্ডে বাগের সঙ্গে ইংরেজদের বিরোধিতা করছিল, তখনই মুসলিম লিগ এসে দেশকে ভাগ করে দিল। আজ সেই বিপদের দিন ঘনিয়ে এসেছে আবার"। 

author-image
IE Bangla Web Desk
New Update
Aditynath Served EC Notice

যোগী আদিত্যনাথ (ফাইল ছবি)

রোজই কিছু না কিছু বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বললেন, "আসন্ন লোকসভায় কংগ্রেস ক্ষমতায় এলে মুসলমান ভাইরাসে ছেয়ে যাবে দেশটা"।

Advertisment

ওয়ানাড়ে কংগ্রেসের এক রোড শো কে প্রত্যক্ষ ভাবে কটাক্ষ করেই যে এসব কথা বলা, তা বুঝতে বাকি নেই কারো। কেরালার কংগ্রেসের সঙ্গে যে ছটি দল জোট বেঁধে বিজেপির বিরোধিতা করছে, তারই অন্যতম ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। শুক্রবার যোগীর ভাষণে উঠে এল প্রাক-স্বাধীন ভারতের মুসলিম লিগের প্রসঙ্গ। দেশভাগের জন্যেও তাঁদেরকেই দায়ী করলেন আদিত্যনাথ।

আরও পড়ুন, "মোদীজিকে আমি ভালোই বাসি, উনি বাসেন না যদিও"

কংগ্রেস ক্ষমতায় এলে দেশ জুড়ে আবার 'সবুজ পতাকা' উড়বে, আমজনতাকে 'সাবধান' করলেন আদিত্যনাথ। বললেন, "মুসলিম লিগ এক প্রকার ভাইরাস, একবার কারোর শরীরে প্রবেশ করলে মুক্তির উপায় নেই"। আরও বললেন, "১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রামের সময় সারা দেশ যখন মঙ্গল পাণ্ডের সঙ্গে ইংরেজদের বিরোধিতা করছিল, তখনই মুসলিম লিগ এসে দেশকে ভাগ করে দিল। আজ সেই বিপদের দিন ঘনিয়ে এসেছে আবার"।

ভারতীয় সেনাবাহিনীকে 'মোদীজি কি সেনা' বলে উল্লেখ করে সম্প্রতি নির্বাচন কমিশনের কাছ শো'কজ নোটিশ পেয়েছেন আদিত্যনাথ। ওই সভায় ভাষণ দিতে গিয়ে পুলওয়ামা হামলা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা জঙ্গিদের বুলেট ও বোমা খাওয়ায়। বিতর্কিত মন্তব্যের জেরে আদিত্যনাথকে গত শুক্রবারই 'সতর্ক হয়ে কথা বলার' নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

Read the full story in English

lok sabha 2019 General Election 2019 bjp yogi adityanath
Advertisment