Advertisment

যোগী আদিত্যনাথকে শো কজ করল নির্বাচন কমিশন

ওই সভায় ভাষণ দিতে গিয়ে পুলওয়ামা হামলা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা জঙ্গিদের বুলেট ও বোমা খাওয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Aditynath Served EC Notice

যোগী আদিত্যনাথ (ফাইল ছবি)

ভারতীয় সেনাবাহিনীকে মোদীজি কি সেনা বলে উল্লেখ করার জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শো কজ নোটিস দিল নির্বাচন কমিশন। আগামী ৫ এপ্রিলের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।

Advertisment

উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক গত ৩১ মার্চ গাজিয়াবাদের এক সভায় যোগী আদিত্যনাথ যে ভাষণ দিয়েছিলেন, তার বয়ান চেয়ে পাঠান। এর পরেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রীকে শো কজ নোটিস দেওয়ার অর্থ প্রাথমিক ভাবে মনে হচ্ছে, তাঁর বক্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

আরও পড়ুন, ৫২ বছর লাল পতাকা বয়ে এই প্রথম গেরুয়া ব্রিগেড, ‘বিহ্বল’ কুলতলির ব্রজেন

ওই সভায় ভাষণ দিতে গিয়ে পুলওয়ামা হামলা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা জঙ্গিদের বুলেট ও বোমা খাওয়ায়।

৩১ মার্চের সভায় তিনি বলেছিলেন, "কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত আর মোদীজির সেনা তাদের বুলেট ও বোমা খাওয়ায়। এটাই হল তফাৎ। কংগ্রেস আজহার মাসুদের মত লোককে জি সম্বোধন করে সন্ত্রাসবাদকে উৎসাহ দেয়। মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার শুধু জঙ্গিদের বাসস্থানই ধ্বংস করছে না, পাকিস্তানের কোমরও ভেঙে দিচ্ছে।"

তাঁর এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছিল বিরোধীরা। প্রাক্তন নৌসেনা প্রধান এল রামদাসও এ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন।

নির্বাচন কমিশনে বারবার আদর্শ আচরণ বিধি যাতে লঙ্ঘিত না হয়, তা খেয়াল রাখার জন্য নোটিস জারি করেছে। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজনৈতিক দল এবং নেতাদের রাজনৈতিক প্রচারে দেশের সেনাবাহিনীর উল্লেখ করার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছিল কমিশন। এবারের লোকসভা ভোটের দিন ঘোষণার একদিন আগেও এ ব্যাপারে ফের সতর্ক করা হয়। সে সময়ে বালাকোটে ভারতীয় সেনাবাহিনীর কার্য়কলাপ নিয়ে সেনাবাহিনীরা রাজনীতিকরণের অভিযোগ উঠেছিল বিজেপি-র বিরুদ্ধে। বুধবার আদিত্যনাথের শো কজ নোটিস ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই।

Read the Story in English

yogi adityanath election commission
Advertisment