নির্বাচনী রাজ্যে এসে রবিবার খানাকুলের সভা থেকে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ বলেন, বাংলায় এখন তৃণমূলের গুন্ডারাজ চলছে। আর এককালে তা উত্তরপ্রদেশেও চলত। তারপর 'বহু গুন্ডা উধাও হয়েছে'।
শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, অনেকে চলে গিয়েছে জেলে। বহু লোক যমলোক চলে গিয়েছে। আবার বহু জন অন্য লোক এর যাত্রা করেছে। বাংলায় ক্ষমতায় এলে তৃণমূলের গুন্ডাদেরও এমন হতে হবে।
রবিবার বাংলার ভোট প্রচারে এসেও চন্দননগের এসে সেই ধর্মীয় তাসকেই হাতিয়ার করলেন যোগী। বললেন, 'বাংলা আগে দেশকে দিশা দেখাত, আর এখন বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। এখন বাংলা অরাজকতা, অপরাধের ভূমি। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়। জয় শ্রীরাম বললে বাংলায় বাধা দেওয়া হয়। বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বাংলায় পরিবর্তন আনতে হবে। বাংলা যে পরিবর্তনের ভূমি, তা বুঝিয়ে দিতে হবে।'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা যোগী আদিত্যনাথ বলেছেন, বর্তমানে বাংলার যা পরিস্থিতি, তা এককালে উত্তরপ্রদেশে ছিল। তবে মোদীর দেখানো রাস্তায় হেঁটে উত্তরপ্রদেশ আজ উন্নয়নের পথে এগোচ্ছে। যোগী বলেন,তাঁর আশা বাংলাও একইভাবে উন্নয়নের দিকে হাঁটবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন