বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। সব দলই এখন নির্বাচনী প্রচারে ব্যাস্ত। বিজেপি তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফেরার বিষয়ে যথেষ্ট আশাবাদী। এবার দলের টার্গেট ৪০০ আসন। অন্যদিকে বিরোধি দল মোদী সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগের পাশাপাশি দেশে গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলার অভিযোগ এনেছে। এর মাঝে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভা নির্বাচনে দেশবাসীকে ভেবেচিন্তে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 'সঠিক প্রার্থীদের ভোট দেওয়ার মাধ্যমে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছেতে পারে। কিন্তু যদি ভুল প্রার্থীকে ভোট দেওয়া হয়, তাহলে দেশ জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ে'। তিনি বলেন, 'নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কারণেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছে'।
যোগী আদিত্যনাথ বলেছেন, '২০১৪ সালের আগে দেশের সীমান্ত সুরক্ষিত ছিল না, ভারতের ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল ছিল না। পাশাপাশি ভারতের পাসপোর্টকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি এবং উন্নয়ন কাজ থমকে গিয়েছিল'। দিল্লিতে কমনওয়েলথ গেমস আয়োজনে প্রচুর দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আদিত্যনাথ তাঁর ভাষণে আরও বলেন, '২০১৪ সালে মোদী কেন্দ্রে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের কাছে তার হারানো গৌরব ফিরে পেয়েছে। জম্মু- কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে সন্ত্রাসবাদকে উপরে ফেলা সম্ভব হয়েছে'। তিনি উল্লেখ করেন যে প্রতিটি ভোট "সঠিক স্থানে দিতে হবে সঠিক দলকে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে"।