চলতি বছর বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবার্ষিকী। তবে এমন করোনা আবহে তা বিশেষভাবে উদযাপন করা সম্ভব না হলেও বেশ কিছু ব্যক্তিগত প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা ইতিমধ্যেই নজর কেড়েছে। যেমন শিল্পী পল্লবী সিংহ রায়ের গ্লাস পেইন্টিংয়ে ফুটে উঠেছে সত্যজিৎ রায়ের অমর সব সৃষ্টি। যা দেখে আপ্লুত মাণিক-পুত্র সন্দীপ রায় (Sandip Ray)।
সম্প্রতি কাঁচের ক্যানভাসে ফুটে ওঠা রং-বেরঙের গ্লাস পেইন্টিং শিল্পী পল্লবী সিংহ রায় নিজেই সন্দীপ রায়ের হাতে তুলে দেন। শিল্পীর এই সৃষ্টিকে তিনি 'রোদ্দুর' নামেই সম্বোধন করেন। পল্লবীর গ্লাস পেন্টিংয়ে উঠে এসেছে সত্যজিৎ রায়ের মুখের প্রতিকৃতি ছাড়াও তাঁর নানা সিনেমার দৃশ্য। কোনওটায় দেখা গেল 'পথের পাঁচালী' সিনেমায় অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য আবার কোনওটায় বা ফুটে উঠেছে গুপী-বাঘার এক সঙ্গে গান গাওয়ার মুহূর্ত। আরেকটি ক্যানভাসে দেখা গেল 'জয় বাবা ফেলুনাথ'- এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন।
![publive-image publive-image]()
পল্লবী সিংহ রায়ের কাজ দেখে রীতিমতো মুগ্ধ সন্দীপ রায়। তিনি জানিয়েছেন, "গ্লাস পেইন্টিংয়ের কাজ যে আগে দেখিনি তেমনটা নয়। কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হল। একদম অন্যরকমের। খুব ভাল লাগলো দেখে।" এর পাশাপাশি আগামী দিনের জন্য শিল্পীকে উৎসাহ জোগাতেও ভোলেননি সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। তিনি বলেন, "বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনে আরও বেশি করে করুক, আমার আগাম শুভেচ্ছা রইল। এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।"
প্রসঙ্গত পল্লবী সিংহ রায় পেশায় শিক্ষিকা হলেও গ্লাস পেইন্টিংয়ের শখ তাঁর দীর্ঘ দিনের। তাঁর কথায়, "সন্দীপবাবু যেভাবে আমার কাজের প্রশংসা করেছেন, তাতে আমি বেজায় খুশি। জীবনে যে এমন একটা প্রাপ্তি ঘটবে, কখনও ভাবিনি।"
![publive-image publive-image]()