Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: ব্যাকগ্রাউন্ড ডান্সারদের পাশে বরুণ ধাওয়ান, গ্যাংস্টার বিকাশ দুবের বায়োপিকের সম্ভাবনা

বরুণ ধাওয়ান সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না পুরোদমে শ্যুটিং শুরু হবে ২০০ জন ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়মিত আর্থিক সাহায্য করবেন তিনি৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অতিমারীর আবহে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের পাশে বরুণ

Advertisment

লকডাউন আর করোনার জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বলিউডের শিডিউল। পিছিয়ে গিয়েছে শ্যুটিং। আর তার ফলেই সমস্যায় পড়েছে টেকনিশিয়ান এবং ব্যাকগ্রাউন্ড ডান্সারদের অধিকাংশ। কারণ তাঁরা মূলত দৈনিক মজুরিতে কাজ করেন। এই কলাকুশলীদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন বরুণ ধাওয়ান। এই অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন, যতদিন না পুরোদমে শ্যুটিং শুরু হবে ২০০ জন ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নিয়মিত আর্থিক সাহায্য করবেন তিনি৷ ইতিমধ্যেই প্রথম দফার সাহায্য ওই ডান্সারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন বরুণ।
এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থসাহায্য করেছেন তিনি।

গ্যাংস্টার বিকাশ দুবের বায়োপিক

মৃত্যুর পর ২৪ ঘন্টাও কাটেনি। কেন মৃত্যু, কীভাবে মৃত্যু তা নিয়ে জল্পনাকল্পনা, অভিযোগ, পাল্টা অভিযোগের পর্ব সবে শুরু হয়েছে৷ এর মধ্যে গ্যাঙস্টার বিকাশ দুবের বায়োপিক করার কথা জানিয়ে দিলেন বলিউডের এক প্রযোজক। মনোজ বাজপেয়ী অভিনীত 'ভোঁসলে'র প্রযোজক সন্দীপ কাপুর জানিয়েছেন, তাঁরা বিকাশকে নিয়ে ছবি করার কথা ভাবছেন। ইতিমধ্যেই মনোজ বাজপেয়ীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। অভিনেতা জানিয়েছেন, তিনি স্ক্রিপ্ট দেখে সিদ্ধান্ত নেবেন।

বন্ধুত্ব, ভাঙন, রহস্যের মিশেল! টানটান উত্তেজনা নিয়ে জি ফাইভের নতুন সিরিজ ‘মাফিয়া’

লকডাউন  দেখতে দেখতে পালটে দিয়েছে কলকাতার মেজাজটাই। আনলক পর্বেও তিলোত্তমা ফিরছে না পুরোন মেজাজে। তবে একটা মেজাজ অবশ্য অটুট রয়েছে। ফ্রাইডে নাইটের মেজাজ। বড়ো পর্দায় ছবি মুক্তি হচ্ছে না তো কী? দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছে শহরবাসী। আর বাঙালির সর্বকালের ফেবারিট হলো রহস্য রোমাঞ্চ সিরিজ। তাই কাজ থেকে বাড়ি ফিরেই তৈরি রাখুন চিপ্স, পপকর্ন। আজই জি ফাইভে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ মাফিয়া।

টলিউডের অনেক চেনা মুখ দেখা যাবে মাফিয়াতে। অনিন্দিতা বোস, রিদ্ধিমা রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। মাফিয়া প্রযোজনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনায় বিরসা দাসগুপ্ত। একে সাইকোলজিকাল থ্রিলারই বলা যায়।

bollywood movie bollywood songs entertainment
Advertisment