সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা জারি রয়েছে। পক্ষে অথবা বিপক্ষে মুখ খুলছেন একের পর এক তারকা, পরিচালক, গায়ক। সেই বিতর্কই নতুন করে উসকে দিলেন অভয় দেওল। হ্যাঁ এর আগেও মুখ খুলেছিলেন বলিউডের স্বজনপোষণ সংস্কৃতির বিরুদ্ধে। বর্ষীয়ান নেতা ধর্মেন্দ্রর একটি ছবি শেয়ার করে স্বজনপোষণ নিয়ে বেশ বড়ো একটি পোস্ট করেন।
ধর্মেন্দ্র সম্পর্কে কাকা হন, কিন্তু বাবাই ডাকেন অভয়। ধর্মেন্দ্রর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভয় পোস্টে লেখেন, “হ্যাঁ, আমাদের সংস্কৃতিতে নেপোটিজম রয়েছে। আমিও আমার পরিবারের পরিচিতির সূত্রে প্রথম কাজ পেয়েছি। পরবর্তীতে সেই পরিচিতি কাজেও লেগেছে। তবে স্বজনপোষণ নিয়ে বিগত কয়েকদিন ধরে মানুষ মুখ খুলছে, তাতে আমি খুশি। নিজের বিরুদ্ধে হওয়া অবিচার নিয়ে আমি বারবার মুখ খুলেছি, আমি একা এটুকুই করতে পারতাম। যেকোনো ব্যবস্থাতেই প্রতিভার কদর সবচেয়ে বেশি থাকা উচিত”।
ভিডিওতে সুশান্ত কখনও নিজের কাজে খুব ব্যস্ত। কখনও হাসছেন, কখনও জিমে। কখনও আবার একমনে ঠোঁটে পেনসিল কামড়ে একমনে কিছু লিখে চলেছেন বোর্ডে। নানা মেজাজে, নানা সময়ের সুশান্তকে ধরা হয়েছে ভিডিওতে। আর ভিডিওর তলায় যেন লিখে দেওয়া হয়েছে ভক্তদের যন্ত্রণার কথা। সুশান্তের অগণিত অনুরাগী, পরিবারের সবার এখন একটাই প্রশ্ন, "এত স্মার্ট ছিলে, তবু কীসের এত ভয় ছিল?"
দেখতে দেখতে প্রায় এক মাস কেটে গেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। শুধু শোক নয়, জনপ্রিয় অভিনেতার আকস্মিক আত্মহত্যার খবর বি-টাউনে ডেকে এনেছে অনেক তর্ক বিতর্ক। বলিউডের স্বজনপোষণ প্রসঙ্গে কার্যত দুই স্পষ্ট শিবিরে ভাগ হয়েছে মুম্বই চলচ্চিত্র জগত। এরই মাঝে ভাইয়ের একটি ভিডিও শেয়ার করলেন সুশান্তের দিদি কীর্তি সিং। সেই পোস্ট নিয়েই এখন উথাল পাথাল ভক্তকুল।
চার মাস পর শুটিং ফ্লোরে অর্জুন কাপুর
অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নুরা একে একে ফিরেছেন শুটিং ফ্লোরে। এবার কাজে ফিরলেন অর্জুন কাপুর। দীর্ঘ ৪ মাস পর কাজে ফিরলেন অভিনেতা। চার মাস পর কাজের অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নে অর্জুন জানিয়েছেন, "কিছু কিছু জিনিস একেবারে বদলে গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে নিউ নর্মালের সঙ্গেই মানিয়ে নিতে হবে আমাদের। সবরকম নিরাপত্তাবিধি মেনেই কাজ করতে হবে আমাদের।