Advertisment
Presenting Partner
Desktop GIF

Vikrant Massey: গন্তব্যে পৌঁছে দিয়েই বাড়ল ক্যাবের ভাড়া, বিক্রান্ত মাসের সঙ্গে হাতাহাতি ড্রাইভারের!

Vikrant Massey banter: কোন্দল এমন পর্যায়ে পৌঁছল যে অভিনেতা কী করতে বাধ্য হলেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
12th fail actor, vikrant massey banter with cab driver, bollywood news, vikrant massey, vikrant massey update, vikrant massey news, vikrant massey bollywood, vikrant massey 12th actor

Vikrant Massey: কী ঘটল বিক্রান্তের সঙ্গে?

Vikrant Massey News: 12Th Fail-অভিনেতা বিক্রান্ত মাসে-কে নিয়ে চূড়ান্ত চর্চা। কারণ? এতদিন তাঁর ছবির জন্য নানা জায়গা থেকে প্রশংসা পেয়েছেন। আর এবার, ক্যাব ড্রাইভারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে ভাইরাল অভিনেতা।

Advertisment

কী ঘটেছে আসলে?

অভিনেতা এত সাফল্যের পরেও যে ক্যাবে চলাচল করেন, সেকথা অনেকেরই ভাবনার বাইরে। কিন্তু তারপরেও সেই ক্যাব চালকের ভিডিও করার প্রেক্ষিতেই অভিনেতা রেগে আগুন। সেই ক্যাব ড্রাইভারকে বলতে শোনা যায়, তাহলে আপনি টাকা দেবেন না তাই তো?

এরপরই সেই ক্যাব চালক বলেন, আমার নাম আশিস। আমি তাঁকে তাঁর গন্তব্যে পৌঁছে দিয়েছি। কিন্তু, এখন সে টাকা পয়সা দিতে চাইছে না। উল্টে গালিগালাজ করভহে। এরপরেই সে ক্যামেরা ঘুরিয়ে দেয় বিক্রান্তের দিকে। রাগের চোটে অভিনেতা ক্যামেরায় হাত দিয়ে সেটিকে বন্ধ করার চেষ্টা করেন।

আরও পড়ুন - Arijit Singh: প্রকাশ্য মঞ্চে অরিজিতের অস্বাস্থ্যকর-নোংরামো দেখে গা গুলিয়ে উঠল ভক্তদের, বললেন…’অত্যন্ত অপেশাদার’

অভিনেতা বলেন, আমি এক টাকা দেখে উঠেছি ক্যাবে। সেখানে এখানে আসতে আসতে টাকাটা বেড়ে গেল। এটা ঠিক না। আমি বেশি পয়সা দেব কেন? ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, তোমার দোষ না। এটা অ্যাপের দোষ। ওরা বেশি দেখাবে কেন? এরপরই সেই ক্যাব ড্রাইভার বলেন, স্যার আপনি এত পয়সা উপার্জন করেন। তাও, এটুকু পয়সা নিয়ে এমন করছেন।

উত্তরে, বিক্রান্ত বলেন… তুমি নিজেই বলছ যে এটা ক্যাবের অ্যাপের দোষ। পয়সা থাকুক আর নাই থাকুক। তাই বলে এভাবে চাইবে? আমি একটাও ভুল কথা বলছি কী? আর তুমি ফোন বের করে কী প্রমাণ করতে চাইছ? ধমকি দিচ্ছ আমায়?

উল্লেখ্য, গতবছর থেকে অভিনেতা নিজের শেষ ছবির জন্য বেশ বাহবা পেয়েছেন। পেয়েছেন পুরস্কার। কিন্তু বিক্রান্তকে ন্যায়ের জন্য লড়তে দেখে অনেকেই তাঁকে সঙ্গ দিয়েছেন। তাঁদের একটাই কথা, ক্যাবের এই বদমাইশি অনেকদিন ধরেই চোখে পড়ে। কিন্তু কিছু বলার উপায় নেই।

bollywood Entertainment News Vikrant Massey
Advertisment