Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: আসছে জুনিয়র বচ্চনের ওয়েব সিরিজ, বলিউডে অনলাইন রিলিজের হিড়িক

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউডে অনলাইন রিলিজের হিড়িক

Advertisment

লকডাউনকালে সিনেমাহলে ছবি মুক্তি বন্ধ রয়েছে বহুদিন ধরেই। তাই বিগত কিছুদিন ধরেই অনলাইনে ছবি মুক্তির হিড়িক পড়েছে। তালিকায় প্রথমেই থাকছে সুজিত সরকারের পরিচালনায় গুলাবো সিতাবো। ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেয়েছে আজই। আমিতাভ বচ্ছন, আয়ুষ্মান খুরানা অভিনিত এই ছবিটি নানা সময়ে একাধিকবার নানা চর্চায় থেকেছে। একে একে আসছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি চোকড, নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনিত ছবি ঘুমকেতু ও আরও একগুচ্ছ ছবি।

অভিষেক বচ্চনের ওয়েব সিরিজ

১০ জুলাই রিলিজ করছে অভিষেক বচ্চন অভিনিত ওয়েব সিরিজ ব্রেথ টু। আজই প্রকাশিত হল তার ফার্স্ট লুক।

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।

করণ জোহর-অনুরাগ কাশ্যপ তরজা

সেলিব্রিটিদের মধ্যে তুতু ম্যায় ম্যায় চলতেই থাকে, তা সে যতই বড় তারকা হন না কেন। সম্প্রতি তেমন এক ঝগড়ার গল্প চলে এসেছে দর্শকের সামনে। করণ জোহর আর অনুরাগ কাশ্যপের মধ্যে ব্যক্তিগত পরিচয়ের আগে থেকেই নাকি শুরু হয়ে ছিল দারুণ চুলোচুলি। অনুরাগকে 'সাইকোপ্যাথ' আখ্যা দিয়েছিলেন করণ। পাল্টা করণকে গ্যাংস অগ ওয়াসিপুরের পরিচালক বলেন, "করণ আসলে স্কুলের সেই স্থূল চেহারার বাচ্চাটির মতো, যে নিজেকে এখনও স্কুলের বাচ্চাই ভাবে"। কাশ্যপ নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে সামনে এনেছেন এই ঝামেলার কথা।

entertainment
Advertisment