দিশা পাটানির জন্মদিন
বলিউড তারকা দিশা পাটানির আজ ২৮ বছরের জন্মদিন। শুভেচ্ছাবার্তায় ফেটে পড়ছে সোশ্যাল মিডিয়া। এদিক ওদিক কান পাতলেই অবশ্য শোনা যায় দিশা পাটানির বয়ফ্রেন্ড নাকি টাইগার শ্যারফ। সকাল সকাল টাইগার দিশার একটি ভিডিও পোস্ট করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিশার এক ক্যাফেতে হিপহপ নাচের ভিডিও।
শ্রীদেবীকে নিয়ে বনি কাপুরের স্মৃতিচারণা
২০১৮ এর এক ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর অকাল প্রয়াণের খবর শোকে মুহ্যমান করে দিয়েছিল গোটা দেশকে। দেখতে দেখতে দু বছর গড়িয়েছে। স্ত্রীয়ের অনুপস্থিতি এখনও কাঁদায় বনি কাপুরকে। এখনও যে কোনও সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে একটু পর পরই উঠে আসে শ্রীদেবীর নাম। সম্প্রতি অতীতের স্মৃতি খুঁড়ে বনি টেনে এনেছেন এক ঘটনার কথা। আর তাতেই চমকে উঠেছে শ্রীদেবীর অনুরাগীরা। বনি কাপুর তাঁকে ভালোবাসার কথা জানানোর পর আট মাস কোনও কথাই বলেননি শ্রীদেবী।