Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: সুশান্তের শেষকৃত্যে হাজির বলিউড, ফের পিতৃতন্ত্রকে প্রশ্ন করলেন বিদ্যা

ছবির মধ্যে দিয়েই সমাজের সব চেনা ছককে বরাবর প্রশ্ন করে এসেছেন অভিনেতা বিদ্যা বালান। তন্বী হলে, তবেই স্ক্রিন প্রেসেন্স হবে আকর্ষণীয়, চিরাচরিত এই ধ্যান ধারণাকে কবেই ভেঙেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য

Advertisment

জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে গত একদিন ধরেই সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সে কেন জীবনটাকে শেষ করে দিলেন সুশান্ত, প্রশ্ন নিয়েই প্রয়াত অভিনেতার অন্তিম বিদায়ে শামিল বলিউড। সোমবার দুপুরে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্যে সামিল হয়েছিলেন কৃতি স্যানন, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, রিয়া চক্রবর্তী সহ আরও অনেকে। শোনা গিয়েছে বিগত ৬ মাস অবসাদে ভুগছিলেন সুশান্ত। তারপর থেকেই অবসাদ নিয়েও সোশ্যাল মিডিয়ায় মুখর হয়েছেন একের পর এক তারকা।

সমাজে পেশি প্রদর্শন নিয়ে সরব বিদ্যা বালান

ছবির মধ্যে দিয়েই সমাজের সব চেনা ছককে বরাবর প্রশ্ন করে এসেছেন অভিনেতা বিদ্যা বালান। তন্বী হলে, তবেই স্ক্রিন প্রেসেন্স হবে আকর্ষণীয়, চিরাচরিত এই ধ্যান ধারণাকে কবেই ভেঙেছেন তিনি। এবার আলোচনায় বিদ্যা অভিনিত ছবি নটখট। স্বল্প দৈর্ঘ্যের এই ছবি প্রশ্ন করেছে পুরুষতন্ত্রকে। শান ব্যাসের পরিচালিত নটখট ছবিটি জুন মাসের ২ তারিখে ইউটিউবে প্রিমিয়ার হয়েছে।

পেটে দারুণ খিদে, অমলেট খাইয়েছিলেন শাহরুখ

লকডাউনে বন্ধ রয়েছে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি। তাই ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখতে সোশ্যাল মিডিয়া বেছে নিচ্ছেন তারকা, পরিচালকেরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ঘনঘন আসছেন অনুরাগ কাশ্যপ। দিন কয়েক আগে মেয়ে আলিয়ার সঙ্গেই টিকটকে নাচ করে ভাইরাল হয়েছেন। এবার মিড ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন কলেজ জীবনের এক মজার স্মৃতির কথা। দিল্লির হংসরাজ কলেজে তখন অনুরাগের সিনিয়র কিং খান। এক পেট খিদে নিয়ে শাহরুখের বাড়ি চলে গিয়েছিলেন অনুরাগ। বাদশা তখন শুধু অমলেট বানাতে জানতেন। করে খাইয়েওছিলেন তাঁকে।

Sushant Singh Rajput vidya balan entertainment
Advertisment