রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সোমবার ছিল সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য। সুশান্তের দিদি বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে জানিয়েছেন, পাটনার বাড়িতে পৌঁছে গিয়েছেন তাঁরা। এ দিন দুপুরেই হবে অস্থি বিসর্জন। প্রসঙ্গত, সুশান্তের দিদি শ্বেতা সিং ক্যালিফোর্নিয়া থেকে মুম্বই এসে পৌঁছেছিলেন গত সোমবারই।
সোশ্যাল বুলিইং এর শিকার আয়েশা টাকিয়া
সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই নেপোটিজম বা স্বজনপোষণ ও ‘বুলিইং’ নিয়ে উত্তাল বানিজ্য নগরী। এবার কাজের জায়গায় বুলিইং বা হেনস্থা নিয়ে মুখ খুললেন প্রাক্তন অভিনেত্রী আয়েশা টাকিয়া। ফ্যানেদের উদ্দেশ্য করে বললেন, আশেপাশের কোনও প্রিয় মানুষ যদি এই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তাহলে তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করা উচিত। উল্লেখ্য, ১৪ মে বান্দ্রায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।
ফেসবুকে পোস্ট করে কেন ডিলিট করলেন সুশান্তের দিদি?
চার দিন হয়ে গেছে। তবু শোক কমছে না সারা দেশের। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেই। এতদিন সুশান্তের আত্মহত্যার সম্ভাব্য কারণ নিয়ে নানা জল্পনা চলেছে নানা মহলে। সহ অভিনেতা, পরিচালকদের মধ্যে হয়ে গিয়েছে নানা তর্ক বিতর্ক। এবার মুখ খুললেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি। না, কারোর দিকেই আঙুল তোলেননি কৃতি। শুধু খোলা চিঠি লিখেছেন আদরের ভাইকে। তবে সেই চিঠি পোস্ট করে এক দিনের মধ্যেই তা ডিলিটও করে দিলেন ফেসবুক থেকে।
শ্বেতা লিখেছিলেন, “আমার আদরের ভাই, শেষ কিছু মাস কী ভীষণ কষ্টে ছিলে বুঝতে পারছি। যদি জানতাম, তোমার সব যন্ত্রণা নিয়ে আমার যত খুশি আছে, তোমায় দিয়ে দিতাম।…যেখানেই থাকো, ভালো থেকো। তোমার উজ্জ্বল চোখ দুটো কত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। নিষ্পাপ ওই হাসিটা বলে দিত তোমার মনটা কেমন। যারা তোমায় ভালোবাসত, আজীবন বাসবে”। বিস্তারিত পড়ুন এখানে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন