থালাইভা রজনীকান্ত ও বলিউড খিলাড়ি অক্ষয় কুমার অভিনীত 2.0 র টিজার প্রকাশিত হল। ২০১০ এ ব্লকবাস্টার ছবি এন্দিরণের সিক্যুয়াল এই ছবি। 2.0 ছবিতে ডার্ক সুপারহিরোর ভূমিকায় অক্ষয় কুমার। এই সাই-ফাই ছবিতে রয়েছেন অ্যামি জ্যাকসনও। প্রসঙ্গত, ২০১০ এর সেই ছবিতে রজনীকান্তকে দেখা গিয়েছিল ড. বশীকরণ এবং চিটটির ভূমিকায়। সেই ছবির পরিচালক শঙ্করও রজনীকান্তের একটি পোস্টার শেয়ার করেন। 2.0 র শুটিং হয়েছে হিন্দি এবং তামিল ভার্সনে। এছাড়াও প্রায় ১৩টি ভাষায় ডাব হবে এই ছবি। এর আগে অভিনেতার জন্মদিনের দিনই মুক্তি পেয়েছিল ছবি পোস্টার, সেদিনই জানা গিয়েছিল বৃহস্পতিবার বেরোবে টিজার।
Advertisment
তবে অক্ষয় কুমার এখানে ক্রো ম্যান। সুপারভিলেন আক্কির হাত থেকে পৃথিবীকে রক্ষা করবেন রজনীকান্ত অর্থাৎ চিটটি। ক্রো ম্যান অর্থাৎ ড. রিচার্ডকে টিজারের প্রথম খুব একটা বেশি দেখা যায়নি, তবে আক্কি জনগণকে অবাক করতে পেরেছেন। তিন হাজার টেকনিশিয়ান নিয়ে প্রায় দুবছর ধরে এই প্রজেক্টের কাজ।
এই ছবির বাজেট ৪৫০ কোটি টাকা। তার মধ্যে শুধু আউটপুট শটের বাজেট ১০০ কেটি টাকা। প্রথমে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট বলেও সামলানো সম্ভব হয়নি। 2.0 ভারতের সবচেয়ে বেশি বাজেটের ছবি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজেটের ছবি। থ্রিডি ক্যামেরায় শুট করা এটাই ভারতের প্রথম ছবিও বটে। এই ছবির থ্রিডি টিজারও দেখানে হবে ভারতের ১০০ টি সিনেমা হলে। আর একসঙ্গে তিনটি ভাষায় মুক্তি পেল টিজার। রিপোর্ট অনুযায়ী, ২০১৮-র ২৯ নভেম্বর মুক্তি পেতে পারে 2.0।