scorecardresearch

বড় খবর

মাঝরাতে মন্নতের পাঁচিল টপকে সোজা শাহরুখের অন্দরমহলে ২ যুবক, তারপর ধুন্ধুমার কাণ্ড!

কাণ্ড দেখে তুলে নিয়ে গেল পুলিশ ….

Shah Rukh Khan, Shah Rukh Khan films, Shah Rukh Khan Film career, SRK, SRK Fan world, Bollywood news, Shah Rukh Khan news, Pathaan, Pathaan box office, শাহরুখ খান, শাহরুখ খানের খবর, পাঠান, পাঠান বক্সঅফিস, কিং খান, বলিউডের খবর
শাহরুখ খান

গভীর রাত। মন্নতের পাঁচিল টপকে এক্কেবারে অন্দরমহলে দুই অনাহূত! দেখে চক্ষু ছানাবড়া নিরাপত্তারক্ষীদের। সবার চোখে ধূলো দিয়ে ঢুকল কী করে? বৃহস্পতিবার এমন কাণ্ডের জেরে শেষমেশ থানা-পুলিশ করতে হল।

তিনি বলিউডের সুপারস্টার। অনুরাগীদের ভগবান। কাশ্মীর টু কন্যাকুমারী.. শাহরুখ খানকে নিয়ে উন্মাদনার অন্ত নেই। মন্নতের বারান্দায় শাহরুখ মানেই মুম্বইয়ের বান্দ্রায় ভীড়। তাঁকে নিয়ে কৌতূহলের শেষ নেই। আর প্রিয় অভিনেতা, নায়কের জন্য ভক্তরা কী-ই না করতে পারেন! কেউ মাইলের পর মাইল হেঁটে আবার কেউ বা নদী-পাহাড় ডিঙিয়ে একটিবারের জন্য চোখের দেখা দেখতে আসেন। তাই বলে, মাঝরাতে চুপিচুপি বলিউড কিংয়ের বাংলোর পাঁচিল টপকে সোজা ভিতরে! … এমন দুঃসাহসের মাশুলও গুণতে হল ২ যুবককে।

[আরও পড়ুন: রাত ২টো ৪১! রাজ চক্রবর্তীর সেটে ‘সাদা-কালা..’ গেয়ে ‘হাওয়া’ গরম করলেন নুসরত]

এহেন অনধিকার প্রবেশের জন্য দুই যুবককে থানায় তুলে নিয়ে গেল পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানান, দুজনেই গুজরাট থেকে এসেছেন শাহরুখ খানকে শুধুমাত্র একটিবার চোখের দেখা দেখবেন বলে। তবে অনুরাগী হলেও ছেড়ে দেয়নি মুম্বই পুলিশ। কোনও মতলব নিয়ে মন্নতে ঢুকেছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যেই দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনধিকার প্রবেশ মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ‘পাঠান’ ১০০০ কোটির মাইল ছুঁতেই বলিউড ইন্ডাস্ট্রি ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: 2 men trespass at shah rukh khan house police detained