বছর জুড়ে একের পর এক নানা মনোরঞ্জন। বিশেষ করে শেষ কিছু বছর মানুষের মনে ওয়েব সিরিজ বিরাট জায়গা করে নিয়েছে। সিনেমাহলের থেকেও মানুষ এখন ল্যাপটপ এবং ফোনের মধ্যে আবদ্ধ। তাই, ভিন্ন ধরনের ওয়েব সিরিজ না হলেই নয়।
এমনিও মানুষ এখন কনটেন্ট ওরিয়েন্টেড। তাদের পছন্দ বেশ পাল্টেছে। সিরিজ কিংবা বিনোদনের দিকে তাকালে দর্শক এখন সেটাই পছন্দ করেন যেটা বেশ আনন্দ দিতে পারে। সত্য ঘটনা অবলম্বনে হোক কিংবা জম্পেশ থ্রিলার, আবার কমেডিও চলতে পারে। এবার, সিরিজে ভিন্ন ধরনের উপস্থাপনা লক্ষ্য করা গিয়েছে। তাদের মধ্যেই বছর জুড়ে টাইপ থাকলেন কারা?
দ্যা রেলওয়ে ম্যান ( The Railway Man ) : সচরাচর এমন জনপ্রিয়তা সব সিরিজ পায় না। ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে নির্মিত এই সিরিজ এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ। আর মাধবন, কে কে মেনন, বাবিল খান এবং দিব্যেন্দু অভিনীত এই সিরিজ সেই রেলওয়ে হিরোদের গল্প বলে, যারা নিজের প্রাণের কথা সেদিন না ভেবেই সকলের সাহায্যে প্রাণের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিলেন। শিব রয়েল পরিচালিত এই সিরিজ না দেখলে চূড়ান্ত মিস!
কালা পানি ( Kaala Pani ) : প্রকৃতি কী করতে পারে, সেই দৃশ্য বোধহয় এই সিরিজেই দেখানো হয়েছে। ২০২৭ সালে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় প্রত্যাশিত একটু মহোৎসব, এবং সৌদামিনীর রোগ সংক্রান্ত গবেষণা, তারপরই নানা টার্ন এন্ড টুইস্ট। সিরিজে অভিনয় করেছেন মোনা সিং, আশুতোষ গোয়ারিকর, সুনীল গোয়েল, আয়ুশি শর্মা এবং অন্যান্য।
আবার প্রলয় ( Abar Pralay ) : বাংলা ওয়েব সিরিজের দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে রাজ চক্রবর্তী পরিচালিত এই সিরিজ। সুন্দরবন এলাকায় মেয়ে পাচারকারী এবং ভন্ডবাবার এক রোমাঞ্চ এবং রহস্য পরতে পরতে উপভোগ করেছেন দর্শক। শাশ্বত চট্টোপাধ্যায় এবং প্রয়োজনে বাংলায় অশ্রাব্য কিছু শব্দের প্রয়োগ একে আরও প্রাণবন্ত করে তুলেছে। অ্যাকশন, কমেডি কিছু কম নেই। সিরিজে আরও রয়েছেন, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত ও অন্যান্য।
ফার্জী ( Farzi ) : স্ক্রিনে যখন বিজয় সেতুপতী এবং শাহিদ কাপুর তখন, অন্যরকম কিছু না হলেই নয়। সানি এবং মাইকেলের এক কমেডি সিরিজ এটি। এমন একটি গল্প, যেখানে দেখা যায় একজন মানুষ যিনি দেশে বিপদের মুখোমুখি। এবং সেখান থেকে মুক্তি পাওয়ার মিশনে কীভাবে নিজেকে ষড়যন্ত্রের পরিধির সঙ্গে জড়িয়ে ফেলেন। এর মধ্যে দিয়েই বিজয়ের বলিউড ডেবিউ হয়। এবং এই সিরিজটি দেশের মোস্ট ভিউড সিরিজের খেতাব পেয়েছে।
দহাদ ( Dahaad ) : সোনাক্ষি সিনহা অভিনীত এই সিরিজ নিদারুণ প্রশংসা পেয়েছে। এর জন্য পুরস্কার পেলেন অভিনেত্রী। থ্রিলার এবং রহস্যে ভরা এই সিরিজ। মেয়েদের পাবলিক বাথরুমে মৃত্যু, প্রথমে এটিকে সুইসাইড মনে হলেও শেষে সিরিয়াল কিলার সংযোগ খুঁজে পান অঞ্জলী ভাতি অর্থাৎ সোনাক্ষী। চূড়ান্ত উন্মাদনা রয়েছে এই সিরিজে। বিজয় বর্মা রয়েছেন বেশ উল্লেখযোগ্য একটি সিরিজে।
ইন্দুবালা ভাতের হোটেল ( Indubala Bhater hotel ) : বাংলা ওয়েব সিরিজের জগতে এটির উল্লেখ না করলেই নয়। দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছিলেন মুখ্য ভূমিকায়। অভিনেত্রীর বৃদ্ধ বয়সের লুক এবং স্ক্রিনে উপস্থিতির প্রশংসা না করে উপায় নেই। কল্লোল লাহিড়ীর গল্প অবলম্বনে এই সিরিজ। সঙ্গে রয়েছেন, স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল বন্দোপাধ্যায় এবং অন্যান্য।
এছাড়াও, বেশ কয়েকটি সিরিজ এবছর দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মধ্যে, 'জুবিলী', 'দ্যা নাইট ম্যানেজার', 'শিকারপুর', 'লাস্ট স্টোরিজ ২', 'মেড ইন হেভেন ২', এগুলি উল্লেখযোগ্য।