Advertisment

দিনের সেরা বলিউড বাছাই: অঙ্কিতাকে নিয়ে সুশান্তের আক্ষেপ, শুটিং শুরু মহেশ ভাটের

তোমরা স্বপ্ন দেখেছিলে বিয়ে করার! ও যদি তোমায় থাকতে দিত, এই দিনটা দেখতে হতো না। তুমি ওর প্রেমিকা ছিলে, স্ত্রী ছিলে, মা ছিলে, বন্ধু ছিলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুরু হচ্ছে মহেশ ভাটের ছবির শুটিং

Advertisment

১৯৯১ সালে তৈরি সড়ক ছবির সিকোয়েল হচ্ছে, এ কথা সবারই জানা। সেই মতো ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। বেশিটাই হয়েও গিয়েছিল। এমন সময় মার্চের শেষ সপ্তাহে লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ছবির শুটিং। শোনা জায় এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের, শেষ মুহুর্তে বাদ পড়েন তিনি। আলিয়া ভাট, পুজা ভাট, সঞ্জয় দত্ত অভিনিত সড়ক ২ ছবির কাজ ফের শুরু হচ্ছে ২ জুলাই থেকেই। এ কথা নিজেই জানিয়েছেন ছবির পরিচালক মহেশ ভাট।

অঙ্কিতার সঙ্গে ব্রেক আপ নিয়ে সুশান্তের আক্ষেপ

মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর প্রায় সাত দিন কেটে গিয়েছে। তবে শনিবার পরিচালক সন্দীপ সিং এর একটি পোস্ট ঘিরে ফের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলিউডে।

সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে প্রয়াত অভিনেতা এবং নিজের একটি ছবি পোস্ট করে স্মৃতিমেদুর সন্দীপ লেখেন, “যত দিন যাচ্ছে, আমার মনে হচ্ছে, অঙ্কিতা, আমরা যদি আরও একটু চেষ্টা করতাম, তাহলে হয়তো এই পরিণতি এড়ানো যেত। তোমরা আলাদা হওয়ার পরেও তো তুমি শুধু সুশান্তের ভালোই চেয়েছিলে। ওকে খুশি দেখতে চেয়েছিলে। তুমি সত্যিই ওকে ভালবাসতে। আজও বাড়ির নেমপ্লেট থেকে সুশান্তের নামটা সরাও নি।

“লোখান্ডওয়ালার দিনগুলো খুব মনে পড়ে। আমরা তিনজন একসঙ্গে থাকতাম, একসঙ্গে রাঁধা, খাওয়া, সেই এসি থেকে জল পড়া, আমাদের লং ড্রাইভে গোয়া যাওয়া। আমরা তিনজন একে অন্যের পাশে কীভাবে থাকতাম। তোমরা স্বপ্ন দেখেছিলে বিয়ে করার! ও যদি তোমায় থাকতে দিত, এই দিনটা দেখতে হতো না। তুমি ওর প্রেমিকা ছিলে, স্ত্রী ছিলে, মা ছিলে, বন্ধু ছিলে। ওর মুখে হাসি ফোটাতে পারতে তুমিই। কীভাবে ফিরে পাব দিনগুলো?”

বলিউডে বৈষম্য নিয়ে সরব অভয় দেওল

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির প্রসঙ্গে সম্প্রতি তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলে সরব হয়েছেন অভিনেতা অভয় দেওল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে বলিউডের স্বজনপোষণ এবং বিশেষ বিশেষ তারকা-অভিনেতাদের আধিপত্যের বিষয়টি। আয়েষা টাকিয়া থেকে কঙ্কনা রানাওয়াত, অনেকেই বলিউডের বৈষম্য নিয়ে কথা বলেছেন।

Abhay Deol questions award shows calling him supporting actor in Zindagi Na Milegi Dobara অভয় দেওলের ইনস্টাগ্রাম পোস্ট।

সম্প্রতি অভয় তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আঙুল তুলেছেন বলিউডের কিছু অ্যাওয়ার্ড ফাংশনের দিকে। পোস্টে তিনি শেয়ার করেছেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে হৃতিক, তাঁর ও ফারহান আখতার-এর একটি ছবি। সিনেমারই একটি দৃশ্যের ছবি। ওই ছবির সঙ্গে তিনি লিখেছেন যে বেশিরভাগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে ও ফারহান আখতারকে পার্শ্ব-অভিনেতা হিসেবে অভিহিত করা হয়। হৃতিক ও ক্যাটরিনা কাইফকেই বলা হয় মুখ্য চরিত্রের অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood entertainment
Advertisment