21 July TMC Shahid Divas-SRK: তৃণমূলের একুশের সভায় সুনামি তুলতে হাজির শাহরুখও?

21 July shahid divas: কিন্তু, আজকের এই বিশেষ দিনে কলকাতায় শাহরুখ খান! কিং খানকে নাকি দেখা গেল এই এলাকায়। ২১- এর সভায় সত্যিই এলেন দিদি মমতার প্রিয় ভাই?

21 July shahid divas: কিন্তু, আজকের এই বিশেষ দিনে কলকাতায় শাহরুখ খান! কিং খানকে নাকি দেখা গেল এই এলাকায়। ২১- এর সভায় সত্যিই এলেন দিদি মমতার প্রিয় ভাই?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata

সেই হেয়ার স্টাইল, সেই ডিডিএলজে খ্যাত চশমা...

21 July TMC shahid divas: আজ ২১ জুলাই। শহিদ দিবস উপলক্ষে আজ কলকাতায় ভিড়। চারপাশে মানুষ সমাগম আজ। ধর্মতলার রাস্তায় আজ বহু মানুষ। অফিস যাত্রীদের আজ বেশ ঝক্কি পোয়াতে হয়েছে। কারণ, আজ শহিদ দিবস। ৯৩ সালে, কংগ্রেস রাইটার্স বিল্ডিং-এ অভিযান চালায় এবং তারপর তারা তাদের গুলি এবং লাঠিচার্জে মারা যান। আর এখন ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে শহর কলকাতায় যে আসর এবং সভা বসে - তা দেখার মত। 

Advertisment

কিন্তু, আজকের এই বিশেষ দিনে কলকাতায় শাহরুখ খান! কিং খানকে নাকি দেখা গেল এই এলাকায়। ২১- এর সভায় সত্যিই এলেন দিদি মমতার প্রিয় ভাই? সেই হেয়ার স্টাইল, সেই ডিডিএলজে খ্যাত চশমা। শাহরুখ খান ময়দান এলাকায় সত্যিই ঘুরে বেড়াচ্ছেন? এই দৃশ্য ভাইরাল হতেই এল আসল খবর। এই প্রচণ্ড গরমেও তার পরনে ব্লেজার, এবং কী বলতে শোনা গেল? আসলেই শাহরুখ খান? না! 

Actor Passed Away: সপ্তাহের শুরুতেই খারাপ খবর, প্রয়াত অভিনেতা টম..

Advertisment

শাহরুখকে অনুপ্রেরণা হিসেবে দেখেন অনেকেই। এবং তার মত স্টাইল করে অনেকেই সেজেগুজে ঘুরে বেড়ান। আজও তাই হয়েছে। শাহরুখ খান এমনিও মুখ্যমন্ত্রীর বেশ প্রিয় মানুষ। বহুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এসেছেন। কিন্তু, ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যায়নি। এদিকে, আজকের এক তৃণমূল সমর্থক শাহরুখ সেজে যেই হাজির হলেন, নানা প্রশ্ন উঠল। তার এই সাজের পেছনের কারণ কী? 

এই ব্যক্তিকে বলতে শোনা গেল, "আমি সবসময়ই এরকম সেজে থাকি। আমার এই সাজ ভাল লাগে। আজ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, তার সঙ্গে আরেকটা বিষয় হল, আমি কয়েকটা ভিডিও করতে এসেছি। শ্রীনিকেতনের মানুষদের দেখাব। এবং, এক্ষেত্রেই সেই ব্যক্তি যে বোলপুরের মানুষ- সেকথা বোঝা গেল। এমনকি, তাঁর ব্যাচেও লেখা বোলপুর। একসময়, বোলপুরে প্রভাব ছিল অনুব্রত মণ্ডলের। সেখানে তিনিই ছিলেন শেষ কথা। তবে, এখন হাল-হকিকত পাল্টেছে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই জানা গিয়েছিল শাহরুখ নাকি পিঠে আঘাত পেয়েছেন। যদিও, গতকাল জানা যায় সেসব অভিযোগ মিথ্যে। এবং কিং খান, নাকি রুটিন চেকআপে গিয়েছেন। দু-সপ্তাহ আগে তিনি গিয়েছেন সেখানে। এমাসের শেষে ফিরে আসবেন। 

Mamata Banerjee Shah Rukh khan Entertainment News 21 July Shahid Diwas বিনোদনের খবর