দেখতে দেখতে চলে এল ২৪ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। বাংলা ছবির একশো বছর উদযাপনের সঙ্গেই রয়েছে ওয়ার্ল্ড সিনেমার মেলা। নন্দন সহ শহরের ১৬টি প্রেক্ষাগৃহে সাতদিনব্যাপী চলবে এই উৎসব। ছবির তালিকা ইতিমধ্যেই আপনাদের হাতে পৌঁছে গিয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে, দ্বিতীয় দিনে এত ভাল ভাল ছবির মধ্যে কোনটা দেখবেন আর কোনটা ছাড়বেন? তাহলে পথ চলতি একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই তালিকায়। আপনাদের পছন্দ হয়ে যেতেই পারে আমাদের দ্বিতীয় দিনের বাছাই:
ওয়াইল্ড স্ট্রবেরিজ: ইঙ্গমার বার্গম্যানকে এ বছর সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে। নন্দন ওয়ানে (সকাল ৯টায়) আপনার এদিনটা শুরু হতে পারে ১৯৫৭ সালের বার্গম্যান পরিচালিত ওয়াইল্ড স্ট্রবেরিজ ছবিটা দিয়ে। বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা পেয়েছিল এই ছবিটি।
শপলিফটার্স: পরের ছবিটি হতেই পারে হিরোকাজুর শপলিফটার্স। এবছর কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে এই ছবি। নন
ফরন্যাসিস: এবারে ইন্টারন্যাশানাল কম্পিটিশন বিভাগে রয়েছে এই ছবিটি। দেখানো হবে দুপুর তিনটেয় নন্দন ওয়ানে। অন্য কোনও ছবি পছন্দ না হলে ঢুকে পড়তে পারেন নন্দন ওয়ানে এই ছবিটি দেখতে।
মা: বাংলা ছবি দেখতে পছন্দ করলে বিমল রায়ের এই ছবির থেকে ভাল অপশন আজ আর নেই। ৫.১৫ য় নন্দন থ্রিতে দেখানো হবে এই ছবি।
দ্য ইমেজ বুক: গোদারের নতুন ছবি দ্য ইমেজ বুক। পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন এই মায়েস্ট্রো। দেখা যাবে নন্দন ওয়ানে সন্ধ্যে ৭.১৫য়।
হীরালাল: গোদারের সঙ্গে হীরালালের অপশনটা যদিও অনেকের ভাল নাও লাগতে পারে। কিন্তু গোদার অত্যন্ত ভারী মনে হলে দেখা যেতেই পারে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনের এই ছবি। দেখানো হবে নন্দন দুইয়ে সন্ধ্যে ৭.৩০ তে।
কোবাইন: এবছরের নেদারল্যান্ডের এই ছবি বিদেশি ছবির বিভাগে অস্কার মনোনীত ছিল। রাত এগারোটা আপনার কাছে বাধা না হলে সোজা চলে যেতে পারেন কার্নিভাল সিনেমায়।