আনন্দের শহরে বিশ্ব সিনেমার সম্মোহনে এক হয়ে গেছেন বার্গম্যান, গোদার, জাফর পানাহি, কিম কি ডুক। ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির উদযাপন চলছে। নন্দন সহ শহরের ১৬টি প্রেক্ষাগৃহে সাতদিনব্যাপী চলছে এই উৎসব। ছবির তালিকা ইতিমধ্যেই আপনাদের হাতে পৌঁছে গিয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে, পঞ্চম দিনে এতগুলো ছবির মধ্যে কোনটা দেখবেন আর কোনটা ছাড়বেন? অস্ট্রেলিয়া এবছরে ফোকেস কান্ট্রি হওয়ার সেই দিকে নজর তো থাকবেই কিন্তু বিশ্ব সিনেমার নিরিখে কালজয়ী সিনেমার আস্বাদন করতে পারেন আপনি। পথ চলতি একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই তালিকায়। আপনাদের পছন্দ হয়ে যেতেই পারে আমাদের পঞ্চম দিনের বাছাই:
পারসোনা- ইঙ্গমার বার্গম্যানের সাইকোলজিক্যাল থ্রিলার রয়েছে নন্দন ওয়ানে সকাল ৯টায়। অনেকগুলো পুরস্কার রয়েছে এই ছবির ঝুলিতে। ১৯৯৬ সালের এই ছবির মাধ্যমেই আজ বার্গম্যানকে সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হচ্ছে।
বার্গম্যান আইল্যান্ড- পর পর দুটো বার্গম্যান যদি একঘেয়ে না লাগে তাহলে ৩.১৫য় নন্দন থ্রিতে দেখতে পারেন এই ছবি। যদিও বার্গম্যানের ওপর তৈরি এই ছবি।
হোটেল বাই দ্য রিভার- হং স্যাংসুর এই ছবিটা দেখতে হলে মিত্রা সিনেমার নীচে পৌঁছে যেতে হবে ৪টায়। এই ছবির বহু চলচ্চিত্র উৎসবর ঘুরে এখানে এসেছে।
ক্লাইম্যাক্স- নন্দন ওয়ানে সন্ধ্যে ৭.১৫ য় ক্লাইম্যাক্সের অপশনও রয়েছে আপনার জন্য। এই হরর ছবিটিও কানে সম্মানিত হয়েছে।
কোল্ড ওয়ার- পলিকউস্কির এই ছবি এবছর কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছে। নবীনা সিনেমায় সন্ধ্যে সাতটায় চলবে এই ছবি।