Advertisment
Presenting Partner
Desktop GIF

চলচ্চিত্র উৎসবের শেষ লগ্নে কোন ছবি রইল দেখার মতো

বুঝতে অসুবিধা হচ্ছে, ষষ্ঠ দিনে এত ভাল ভাল ছবির মধ্যে কোনটা দেখবেন আর কোনটা ছাড়বেন? তাহলে পথ চলতি একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই তালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আপনাদের পছন্দ হয়ে যেতেই পারে আমাদের শেষ দিনের বাছাই

দেখতে দেখতে শেষের পথে ২৪ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। ষষ্ঠ দিনে পা দিয়ে ফেলল বাংলা ছবির একশো বছর উদযাপনের সঙ্গে ওয়ার্ল্ড সিনেমার এই মেলা। নন্দন সহ শহরের ১৬টি প্রেক্ষাগৃহে সাতদিনব্যাপী চলছে এই উৎসব। ছবির তালিকা ইতিমধ্যেই আপনাদের হাতে পৌঁছে গিয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে, ষষ্ঠ দিনে এত ভাল ভাল ছবির মধ্যে কোনটা দেখবেন আর কোনটা ছাড়বেন? তাহলে পথ চলতি একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই তালিকায়। আপনাদের পছন্দ হয়ে যেতেই পারে আমাদের ষষ্ঠ দিনের বাছাই:

Advertisment

ক্রাইস অ্যান্ড উইসপার- ইঙ্গমার বার্গম্যানকে এ বছর সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে। নন্দন ওয়ানে (সকাল ৯টায়) আপনার এদিনটা শুরু হতে পারে ১৯৭২ সালের বার্গম্যান পরিচালিত ছবি ক্রাইস অ্যান্ড উইসপার দিয়ে। সেরা সিনেমাটোগ্রাফি এই ছবিকে অস্কার এনে দিয়েছিল।

এন্ডলেস- তালিকায় পরের ছবি হতেই পারে এন্ডলেস। নন্দন ওয়ানেই সকাল ১১.৪৫ এ দেখানো হবে এই ছবি। পরিচালক মারিয়ম জাহিরিমেহর।

কাপ্রি রেভোলিউশন- এই ছবিটি দেখতে পারেন দুপুর ২টোয় পিভি আর সিনেমায় (ডায়মন্ড প্লাজা)। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছিল এই ছবি।

দ্য ওয়াইল্ড প্যার ট্রি- নুরি ব্লিগ চেলানের এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। ছবিটি না দেখা রয়ে গেলে পরে আফসোস হতে পারে। বিকেল পাঁচটায় আবারও নন্দন ওয়ানে দেখানো হবে দ্য ওয়াইল্ড প্যার ট্রি।

দ্য হাউজ দ্যাট জ্যাক বিল্ড- পরিচালক লার্স ভন ট্রায়ারের তৈরি শেষ ছবি যা কানে প্রশংসা কুড়িয়েছিল। নন্দন ওয়ানে সন্ধ্যে ৭টায় চলে আসতেই পারেন এই ছবি দেখতে।

Kolkata International Film Festival
Advertisment