আশঙ্কা ছিল, ফের সম্ভবত সিনেপ্রেমীদের উৎসবের আনন্দে ভাগ বসাতে চলেছে অতিমারী! বর্তমানে দেশ তথা রাজ্যে যেভাবে হু-হু করে বাড়ছে ওমিক্রন (Omicron) সংক্রমিতের সংখ্যা। আংশিক লকডাউনের প্রভাব পড়েছে প্রেক্ষাগৃহেও। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই কলকাতা চলচ্চিত্র উৎসবেও (KIFF 2022) এর প্রভাব পড়েছে। তবে উদ্বোধন হচ্ছে নবান্নের সভাঘর থেকে ভার্চুয়ালি।
মঙ্গলবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যে, ৫০ শতাংশ দর্শক নিয়েই শুরু হচ্ছে ২৭ তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তবে দিনক্ষণের কোনও হেরফের হয়নি। আগামী ৭ জানুয়ারি থেকে চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, চলবে ১ সপ্তাহ ব্যাপী অর্থাৎ ১৪ জানুয়ারি অবধি।
<আরও পড়ুন: কোভিডের বাড়বাড়ন্তে রাজ্য সরকারকে দোষারোপ! ‘ভুল হলেও মুখ্যমন্ত্রী লড়ছেন’, প্রতিবাদী দেবলীনা>
নেতাজি ইন্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও এবার করোনার কোপে সেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে নবান্নের সভাঘর থেকেই। উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারের মতো এবারেও KIFF-এর চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। ২০০টা শো দেখানো হবে। ১০ টি প্রেক্ষাগৃহে ভিন্ন ভাষার মোট ১৬০টি ছবি দেখানো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। পরমব্রতর দাবি, "উৎসবের আয়োজনে কাটছাঁট করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। কোভিডের জন্যই পরিসর কমাতে হল।" অভিনেত্রী সায়ন্তিকার আর্জি, "আসুন সবাই মিলে সাবধানে চলচ্চিত্র উৎসব পালন করি।"
এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মাণিকবাবু পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি'। সত্যজিৎ রায় স্মরণ ভাষণ দেবেন শুভজিৎ সিকদার। আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রাজবংশী ও টুলু ভাষার ছবিও দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমন্ত্রিত থাকছেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জিৎ মল্লিকরা। বলিউডের কেউ উপস্থিত থাকছে কিনা, সেই বিষয়ে এখনও জানা যায়নি।
আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। ৭ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। তবে অতিমারী আবহে আয়োজনের কলেবর ছোট হলেও সিনেপ্রেমীদের নিরাশ করেননি মমতা। ৫০ শতাংশ দর্শক নিয়েই ফেস্টিভ্যাল জারি রাখার পথে হেঁটেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন