scorecardresearch

জুটি বাঁধছেন শাহরুখ-সলমন, কোটি কোটি টাকা খসালেন আদিত্য চোপড়া!

বিরাট টাকা গচ্ছা গেল প্রযোজকের, টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

pathaan, tiger 3, pathaan shah rukh khan, shah rukh khan pathaan, pathaan bollywood, YRF, aditya chopra, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
শাহরুখ-সলমন জুটি

শাহরুখ সলমনকে নিয়ে একসঙ্গে কাজ করা এতই সহজ? একেবারেই নয়! বলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে একই ছবিতে কাজ করাতে কাঠখড় পোড়াতে হয়। তাঁর সঙ্গে টাকা খসানো তো বটেই।

শাহরুখ এবং সলমন একসঙ্গে পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করেন না অনেকদিন। পাঠান ছবিতে ভাইজানের ক্যামিওর পরেই জানা গিয়েছিল টাইগার থ্রি ছবিতে দেখা যেতে চলেছে শাহরুখের ক্যামিও। বলিউডের দুই সুপারস্টারকে নিয়ে কাজ, বিরাট টাকা গচ্ছা দিলেন প্রযোজক আদিত্য চোপড়া। ৫ দিনের জন্য শুটিং সেট বানাতেই কত গেল তাঁর?

আরও পড়ুন [ ‘ওগুলো মানুষের ট্যাক্সের টাকা, নেব না আমি…’, মাথা নোয়াতে নারাজ কঙ্গনা! কী ঘটেছে? ]

ফের ধুয়াধার অ্যাকশন করতে চলেছেন দুজনে। ফলেই সেরকম সেট এবং সিকোয়েন্স তৈরি করা লাগবেই। ফলেই বিরাট টাকা দিয়ে আলাদা সেট বানালেন আদিত্য। ৩৫ কোটি টাকা খরচ করে বানানো হয়েছে টাইগার থ্রির বিশেষ সেট। সূত্রের খবর, ৫দিন ব্যাপী শুটিং এমন হবে, যেন মানুষ স্ক্রিনের দিকে তাকিয়ে থ হয়ে যান। পাঠান এবং টাইগারের মধ্যে এই দৃশ্য মণীশ শর্মা তথা YRF এমনভাবে উপস্থাপন করবেন যেন লোকজন অবাক হয়ে যান।

উল্লেখ্য, শাহরুখ এবং সলমনকে নিয়ে নাকি পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে চলেছেন আদিত্য চোপড়া। সেরে ফেলেছেন প্ল্যানিং। স্পাই থ্রিলারে এর থেকে বড় ছবি আর হবে না বলেই জানিয়েছেন তাঁরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: 35 crore spend for tiger three shoot