Advertisment

দিনের সেরা বলিউড বাছাই: সরোজ-হারা বলিউড, স্মৃতি উজাড় সোশ্যাল মিডিয়ায়, সুশান্ত তদন্তে বনশালীকে তলব

শুক্রবার মুম্বইয়ে জীবনাবসান হয়েছে কোরিয়োগ্রাফার সরোজ খানের। চার দশকের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ২০০০ রেরও বেশি গান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সরোজ খান প্রয়াত

Advertisment

বলিউডের বর্ষীয়ান কোরিয়োগ্রাফার সরোজ খানের জীবনাবসান। শুক্রবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সরোজ খানের মেয়ে সুকানা খান নিশ্চিত করেছেন এই খবর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।

জন্মের সময়ে নাম ছিল নির্মলা নাগপাল। শিশুশিল্পী হিসাবে কাজ করতে শুরু করেছিলেন ইন্ডাস্ট্রিতে। নজরাজা ছবিতে ছোট্ট শ্যামার ভূমিকায় ছিলেন সরোজ। ধীরে ধীরে সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে যাত্রা শুরু। ১৯৫০ সালে বিমল রায়ের মধুমতী ছবিতে ডান্স ডিরেক্টর বি সোনলালের তত্ত্বাবধানে কোরিয়োগ্রাফার হিসাবে কাজ শুরু করেন তিনি।

পরবর্তীতে সহকারী কোরিয়োগ্রাফার হিসাবে কাজ চলতে থাকে সরোজ খানের এবং স্বতন্ত্র কোরিয়োগ্রাফার হিসাবে কাজ শুরু করেন গীতা মেরা নাম (১৯৭৪) ছবিতে। তবে মিস্টার ইন্ডিয়া (১৯৮৭) ছবির হাওয়া হাওয়াই গানের কোরিয়োগ্রাফ করে জনপ্রিয় হন তিনি। শ্রীদেবীর সঙ্গে চাঁদনি ও নাগিনা ছবিতেও কাজ করেছেন তিনি। এই ছবিগুলিই সরোজের কেরিয়ারকে ত্বরান্বিত করে।

শোক স্তব্ধ বলিউড, চলে গেলেন সরোজ খান

শুক্রবার মুম্বইয়ে জীবনাবসান হয়েছে কোরিয়োগ্রাফার সরোজ খানের। চার দশকের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ২০০০ রেরও বেশি গান। তাঁর স্টেপেই পা মিলিয়ে কালজয়ী হয়েছে মাধুরী, শ্রীদেবীর বেশ কয়েকটি গান।

জন্মের সময়ে নাম ছিল নির্মলা নাগপাল। শিশুশিল্পী হিসাবে কাজ করতে শুরু করেছিলেন ইন্ডাস্ট্রিতে। নজরাজা ছবিতে ছোট্ট শ্যামার ভূমিকায় ছিলেন সরোজ। ধীরে ধীরে সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে যাত্রা শুরু। ১৯৫০ সালে বিমল রায়ের মধুমতী ছবিতে ডান্স ডিরেক্টর বি সোনলালের তত্ত্বাবধানে কোরিয়োগ্রাফার হিসাবে কাজ শুরু করেন তিনি।

আরও পড়ুন, সরোজ খান (১৯৪৮-২০২০): যিনি সকলকে নাচাতেন নিজের তালে

তাঁর প্রয়াণে শোকাহত শিল্পা শেট্টি কুন্দ্রা লিখলেন, ”আপনি আমাকে শিখিয়েছিলেন কীভাবে এক্সপ্রেস করতে হয়। আপনার মতো করে কেউ শট নিতে পারে না।”

সুশান্ত মৃত্যু তদন্তে সঞ্জয় লীলা বনসালিকে তলব

আগামী সোমবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বয়ান রেকর্ড করবে মুম্বই পুলিশ। শুক্রবার পুলিশের তরফে জাননো হয়েছে, সুশান্তের মৃত্যুতে পরিচালকের পরোক্ষ কোনও কাজ দায়ী কিনা তাও খতিয়ে দেখবেন তারা।

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই ঘটনায় বান্দ্রা পুলিশ সমন পাঠিয়েছেন পরিচালককে এবং সোমবার অর্থাৎ ৬ জুলাই জিজ্ঞাসাবাদ করা হলে সঞ্জয় লীলা বনশালীকে। পুলিশ আধিকারিক জানান, এদিন তাঁর বয়ানও রেকর্ড করা হবে। তিনি বলেন, এই মামলার পেশাগত শত্রুতার দিকটি মোটেই লঘু আকারে নিচ্ছে না মুম্বই পুলিশ, কেন হতাশা গ্রাস করেছিল অভিনেতাকে তার সমস্ত রকম তদন্ত করা হবে।

সুশান্তের সঙ্গে ছবি করার কথা ছিল সঞ্জয় লীলা বনশলীর, কিন্তু ডেটের সমস্যা থাকায় তা আর হয়ে ওঠেনি। কারণ এক বড় প্রোযজনা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন সুশান্ত। আধিকারিক বলেন, পুলিশ এখনও বোঝার চেষ্টা করছে কেন বলিউডের উদীয়মান তারকা নিজেকে শেষ করে দিল।

entertainment bollywood movie
Advertisment