Advertisment
Presenting Partner
Desktop GIF

অনলাইন লুডো থেকে মিডল ক্লাস টেস্ট! রইল ৫টি কমেডি ভিডিও

ডেসপাসিটো-র লিরিক বুঝতে পারেন না? বুঝিয়ে দেবে পি বি ঝোলান। অথবা কী করে বুঝবেন যে আপনি মধ্যবিত্ত? ফর্মুলা বার করেছেন রজত চৌহান।

author-image
IE Bangla Web Desk
New Update
5 Bengali Hindi comedy videos to lift up your mood

বাঁদিক থেকে প্রাজক্তা কলি, প্রিয়ম ঘোষ ও রজত চৌহান।

জীবন যেমনই হোক, বাঁচার জন্য শরীর ভাল রাখার পাশাপাশি মন ভাল রাখা অত্যন্ত জরুরি। আবার মন ভাল না থাকলে শরীর যে বিগড়ে যায়, সেটাও মানুষ হাড়ে হাড়ে বোঝেন। তাই পরিস্থিতি যেমনই হোক, মন ভাল রাখার উপাদানগুলো খুঁজে নিতে হবে। প্রাজক্তা কলি, রজত চৌহানের মতো কমেডিয়ানরা চেষ্টা করে চলেছেন। আবার অন্যদিকে বাংলায় প্রিয়ম ঘোষ বা পিবি ঝোলান-ও চেষ্টার ত্রুটি রাখছেন না।

Advertisment

তেমনই ৫টি ভিডিও রইল তালিকায়। এর মধ্যে কয়েকটি সম্প্রতি তৈরি। আবার দু-একটি এডিট করে তৈরি করা হয়েছে কিছু ওপেন মাইক শো থেকে। কিন্তু নীচের তালিকায় যে ভিডিওগুলি রয়েছে, তার সবকটিই কিন্তু অতি সম্প্রতি এসেছে ইউটিউবে অথবা সোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘আমি ভালবাসি তোমাকে’! প্রথম বিবাহবার্ষিকীতে বিশেষ ভিডিও জিতু-নবনীতার

বাঙালিদের দিয়েই শুরু করা যাক তালিকা। নাম তার পিবি ঝোলান, ভাল নাম অজানা। বিদেশি ভাষার গান শুনে উচ্চারণ করতে পারেন না? পি বি ঝোলান বলেন যে আসলে ওগুলো বাংলা লিরিক্স, আপনি বুঝতে পারেন না। একটু বুঝিয়ে দিলেই গাইতে পারবেন। তাই সম্প্রতি তিনি এনেছেন ডেসপাসিটো-র বাংলা লিরিক্স ভিডিও যা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে--

বাঙালি কনটেন্ট ক্রিয়েটর প্রিয়ম ঘোষকে তো চেনেন অনেকেই। কলকাতার ট্যাক্সি নিয়ে, মেট্রো নিয়ে মজার মজার ভিডিও কনটেন্ট এনেছেন প্রিয়ম। লকডাউনেও আনছেন বেশ কিছু মজার ভিডিও। এই সময়ে অনলাইনে লুডো খেলছেন অনেকেই। ঠিক কেমন হয় এই লুডোর সেশনগুলো তাই নিয়েই প্রিয়মের সাম্প্রতিক ভিডিও যা দেখে নিজের বা নিজের বন্ধুদের কথা মনে পড়তেই পারে--

যাঁরা ইন্টারনেট ক্রিয়েটরদের অনুসরণ করেন নিয়মিত, তাঁদের কাছে আর নতুন করে প্রাজক্তা কলির পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন নেই। যাঁরা চেনেন না, তাঁদের জন্য একটা তথ্যই যথেষ্ট। মুম্বইবাসী এই কনটেন্ট ক্রিয়েটরের শো-তে এসেছেন মিশেল ওবামা-ও। অতএব বিনা দ্বিধায় টুক করে দেখে নিন লকডাউনে তৈরি প্রাজক্তার এই নতুন ভিডিওটি--

নতুন প্রজন্মের যে সমস্ত কমেডিয়ানরা তাঁদের লাইভ অথবা ভিডিও সেশনগুলিতে তুলে আনেন দেশের সাধারণ মানুষের জীবনযাপন, তাঁদের ছোটখাটো সুখ-দুঃখ, মজা, তাঁদের মধ্যে রজত চৌহান অন্যতম সেরা। এই তরুণ কমেডিয়ানের হিন্দি শো দেখলে মনে হবে পাশের বাড়ির ছেলে যেন গল্প করতে এসেছে আপনার সঙ্গে। যেমন এই ভিডিওতে রজত জানিয়েছেন কোন ৩ উপায়ে মধ্যবিত্ত চেনা যায়--

যাঁরা আরও সূক্ষ্ম এবং খুবই ক্লাসি কমেডি পছন্দ করেন, তাঁদের জন্য নেটফ্লিক্সে রয়েছে বেশ কিছু স্ট্যান্ড আপ কমেডি শো। কানন গিল-এর কোনও কমেডি শো যদি না দেখে থাকেন, তবে দেখে নিন এই ভিডিওটি যা অতি সম্প্রতি এসেছে ইউটিউবে--

আসলে কমেডির উপাদান সব আমাদের আশেপাশেই ছড়িয়ে রয়েছে। সেগুলি শুধু খুঁজে বার করার অপেক্ষা। ইদানীং নন-ভেজ জোকস আর খুবই নিম্নমেধার মজায় ভরে গিয়েছে ইন্টারনেট। তার মধ্যে কয়েকজন রয়েছেন যাঁরা এখনও নির্ভেজাল হাসি উপহার দিয়ে চলেছেন। এই তালিকায় তেমনই কয়েকজনকে রাখা হল।

funny video
Advertisment