Advertisment
Presenting Partner
Desktop GIF

আসছে 'কৃশানু কৃশানু', দর্শক যে ৫টি বিষয় দেখতে পাবেন এই সিরিজে

Krishanu Krishanu web series: ভারতের মারাদোনা-কে নিয়ে তৈরি ওয়েব সিরিজ আসছে ২৯ অগস্ট। তার আগে এক ঝলকে এই সিরিজের ট্রেলার ও সিরিজ নিয়ে কিছু তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
5 things viewers will expect in Zee5 web series Krishanu Krishanu

'কৃশান কৃশানু' ওয়েব সিরিজের একটি দৃশ্য। ছবি সৌজন্য: জিফাইভ

Web Series Krishanu Krishanu: আর মাত্র তিন দিন, তার পরেই আসছে ফুটবলপ্রিয় বাঙালির বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ 'কৃশানু কৃশানু'। ভারতের মারাদোনা কৃশানু দে-র জীবন অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ যা স্ট্রিমিং হবে জিফাইভ অ্যাপে, আগামী ২৯ অগাস্ট থেকে। এই সিরিজটি নিঃসন্দেহে স্পেশাল সেই সব দর্শকের কাছে যাঁরা আশির দশকে কৃশানু দে-কে ময়দানে খেলতে দেখেছেন। একই ভাবে এই প্রজন্মের দর্শক যাঁদের কাছে কৃশানু দে শুধুই একটি কিংবদন্তি নাম, তাঁদের কাছেও এই সিরিজটি হতে চলেছে অতীতের পুনর্কথন।

Advertisment

বিশেষ করে ৫টি জিনিস পাবেন দর্শক এই সিরিজ থেকে--

দলবদল

সত্তর ও আশির দশকে দলবদল ছিল ময়দানের সবচেয়ে আলোচিত বিষয়। সিজনের ঠিক আগে দুই প্রধানের কোন খেলোয়াড় কোন দলে থাকছেন বা নতুন কোন দলে যেতে চলেছেন এই নিয়ে বিপুল চর্চা চলত সমর্থকদের মধ্যে। আর ক্লাবকর্তাদের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। মতি নন্দীর বহু গল্পে, উপন্যাসে দলবদলের বিভিন্ন দিকগুলি ধরা পড়েছে। যাঁরা কলকাতা ময়দানের ফুটবল নিয়ে ওয়াকিবহাল নন, তাঁদের একটি প্রাঞ্জল ধারণা হবে দলবদল সম্পর্কে।

আরও পড়ুন: ‘সেক্রেড গেমস কি কোনও ভিডিও গেমস?’ দর্শকের ফোনে জেরবার প্রবাসী ভারতীয়

গল্পের ভিতর গল্প

এই সিরিজের ট্রেলারটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে আর সেখানেই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে সিরিজে থাকছে গল্পের ভিতর গল্প। অর্থাৎ কৃশানু দে-র জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উঠে আসবে ফ্ল্যাশব্যাকে। এই সময়ের এক প্রতিভাবান খেলোয়াড়ের ক্রাইসিসের পাশাপাশি থাকবে কৃশানু দে-র লেজেন্ড হয়ে ওঠার গল্প। দেখে নিতে পারেন এই সিরিজের ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

ময়দানের কিংবদন্তি

কৃশানু দে-র জীবন নিয়ে গল্প তাই অবশ্যই এই সিরিজে থাকবে সত্তর-আশির দশকে ময়দানের অন্য তারকারাও। কৃশানু দে-র সমসাময়িক অন্য প্রধানের ফুটবলারদেরও দেখতে পাবেন দর্শক যার মধ্যে অবশ্যই থাকছেন মজিদ বাস্কার অথবা পি কে বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। তাছাড়া অতীত ও বর্তমানের ক্লাবকর্তাদের চরিত্রও রাখা হয়েছে চিত্রনাট্যে।

আরও পড়ুন: রিমেক লেখার চাপ থেকে বকেয়া টাকা, বাংলার চিত্রনাট্যকারদের ঠিক কী কী চ্যালেঞ্জ?

ফুটেজ

এই সিরিজে বেশ কিছু পুরনো খেলার ফুটেজ ব্যবহৃত হয়েছে চিত্রনাট্যের প্রয়োজনে। আশির দশকে যাঁরা গ্যালারিতে বসে কৃশানু দে-র খেলা দেখেছেন, তাঁরা তো স্মৃতিরোমন্থন করবেনই, পাশাপাশি নতুন প্রজন্মও কিংবদন্তি ফুটবলারের খেলার কিছু ঝলক দেখতে পাবেন অতীতের ক্লিপিংয়ে।

অনুরাগ উরহাম

'কৃশানু কৃশানু' ওয়েবসিরিজে কৃশানু দে-র চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ উরহাম। ভোপাল থেকে আগত এই অভিনেতা এর আগে কখনও ফুটবল খেলেননি। এই সিরিজের জন্যেই বিশেষ কোচিং নিতে হয়েছে তাঁকে শুটিং শুরু হওয়ার ৬ মাস আগে থেকে। কিংবদন্তি ফুটবলার কৃশানু দে ছিলেন লেফটি। অনুরাগকেও সেই ভাবেই ট্রেনিং নিতে হয়েছে এবং সেই ট্রেনিংয়ের পরে এখন সহজাতভাবেই বাঁ পায়ে কিক করেন অনুরাগ।

East Bengal Mohun Bagan web series
Advertisment