নিউটন সেরা ছবির শিরোপা পেল, বাংলায় সেরা ময়ূরাক্ষী

ঘোষণার পর ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩মে ২০১৮য়।

ঘোষণার পর ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩মে ২০১৮য়।

author-image
IE Bangla Web Desk
New Update

বাবা-ছেলের সম্পর্কের ছবি ময়ূরাক্ষী পেল সেরা বাংলা ছবির শিরোপা।

নিউটন দেশের সেরা হিন্দি সিনেমার স্বীকৃতি অর্জন করল। ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হল নিউ দিল্লির শাস্ত্রী ভবনে পিআইবি কনফারেন্স রুমে। এই বছর পুরস্কার মঞ্চের জুরির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক শেখর কাপুর। ১০ জন সদস্যের জুরি প্যানেলে রয়েছেন চিত্রনাট্যকার ইমতিয়াজ হুসেন, গীতিকার মেহবুব, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গৌতমী তদিমল্লা, কন্নড় পরিচালক পি শেষাদ্রি, অনিরুদ্ধ রায়চৌধুরী, রণজিৎ দাস, রাজেশ মাপুসকর, ত্রিপুরারি শর্মা এবং রুমি জাফরি। এ বছর সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ময়ূরাক্ষী।

Advertisment

publive-image ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান তুলে দেওয়া হবে ৩মে ২০১৮য়।

৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান সেরাদের তুলে দেওয়া হবে এ বছরের ৩ মে তে।  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই অনুষ্ঠানেই দাদা সাহেব ফালকে পুরস্কারও ঘোষণা করা হবে।

Advertisment

publive-image মম ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত করা হল শ্রীদেবীকে।

দেশের সেরা চলচ্চিত্রের শিরোপা পেল অসমিয়া ছবি ভিলেজ রকস্টারস। পরিচালনার জন্য শ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে পরিচালক জয়রাজকে। মালায়লম ছবি ভয়ানকমের জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন পরিচালক। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি নগরর্কীতনের জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন ঋদ্ধি সেন। মম ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত করা হল শ্রীদেবীকে।publive-image

সেরা সহ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেলেন ফারহাদ ফাজিল ও দিব্যা দত্ত। জাতীয় পুরস্কারের দিনই দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হবে বিনোদ খান্নাকে। সেরা হিন্দি ছবির মুকুট পেল রাজকুমার রাও অভিনীত ছবি নিউটন।

publive-image সেরা হিন্দি ছবির মুকুট পেল রাজকুমার রাও অভিনীত ছবি নিউটন

বাবা-ছেলের সম্পর্কের ছবি ময়ূরাক্ষী পেল সেরা বাংলা ছবির শিরোপা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির পরিচালক অতনু ঘোষ। তেলেগু ছবির পুরস্কার পেয়েছে গাজি। এ. আর রহমান সেরা সঙ্গীত পরিচালকের শিরোপা ভাগ করে নিলেন কাটরু ভেলিইদাইয়ের সঙ্গে। মম ছবির জন্য সেরা আবহ সংগীতের পুরস্কারে সম্মানিত হলেন এ.আর রহমান।

dadasaheb phalke award sridevi National Film Award prosenjit chatterjee