Advertisment
Presenting Partner
Desktop GIF

National Film Awards 2019 highlights: জাতীয় পুরস্কারে সম্মানিত 'এক যে ছিল রাজা', 'কেদারা', 'তারিখ'

National Film Awards 2019 Winners Live Updates: সেরা ছবির তালিকায় আবারও একবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাছাড়াও বাংলার প্রাপ্তির তালিকায় রয়েছে 'কেদারা' ও 'তারিখ'।

author-image
IE Bangla Web Desk
New Update
National Film Awards 2019, 66th National Film Awards Live

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার।

Announcement of 66th National Film Awards Live:  দিল্লির শাস্ত্রী ভবনে ঘোষিত হলো ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জ্যুরিদের রিপোর্ট আগেই জমা পড়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। এবারের জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলা ছবির জয়জয়কার। প্রতিবারের মতোই বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেতে চলেছে এবারেও। পরিচালক-প্রযোজক রাহুল রাওয়েইলের নেতৃত্বে বাকি জুরি সদস্যরা ঘোষণা করবেন সেরার তালিকা।

Advertisment

বাংলা থেকে সেরা ছবির তালিকায় আবারও একবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এছাড়াও বাংলার প্রাপ্তির তালিকায় রয়েছে 'কেদারা' ও 'তারিখ'। হিন্দি ছবির ক্ষেত্রে তালিকায় উল্লেখযোগ্য নাম 'অন্ধাধুন', 'উরি' ও 'পদ্মাবতের' মতো ছবি।

প্রত্যেক বছর এপ্রিলে ঘোষণা হয় জাতীয় পুরস্কারের, এবং ৩ মে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে গিয়েছিল এই বছরের ঘোষণা। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর পিটিআইকে বলেন, "দু'মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ছবিগুলো বাছা হয়েছে। আমি নিশ্চিত, তাঁরা সেরা ছবি ও সেরা পরিচালকই বেছে নিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে। এবছর ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে, এবং দেশের এক অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় এই পুরস্কার।"

Live Blog

66th National Film Awards 2019 Live: ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। পড়ুন লাইভ আপডেট














16:27 (IST)09 Aug 19





















সেরার তালিকা

সেরা ছবি - হেলারো (গুজরাতি)

সেরা হিন্দি ছবি  - অন্ধাধুন

সেরা পরিচালক - আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)

সেরা অভিনেত্রী - কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানটি)

সেরা অভিনেতা - আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)

সেরা বাংলা ছবি - এক যে ছিল রাজা

সেরা চিত্রনাট্য - অন্ধাধুন

সেরা সঙ্গীত পরিচালক - সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)

সেরা গায়ক - অরিজিৎ সিং (পদ্মাবত)

সেরা গায়িকা - বিন্দুমালিনী (কন্নড় ছবি নতিচরমী)

সেরা কোরিওগ্রাফি - পদ্মাবত (ঘুমর)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক

সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)

সেরা সহ অভিনেতা - স্বানন্দ কিরকিরে (চুম্বক)

সেরা বিনোদনমূলক ছবি - বধাই হো

সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)

সেরা সামাজিক ছবি - প্যাডম্যান

16:14 (IST)09 Aug 19





















সেরা ছবি

সেরা চলচ্চিত্রের সম্মান পেল গুজরাতি ছবি 'হেলারো'। 

16:14 (IST)09 Aug 19





















চূর্ণী গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া

সেরা সংলাপের জন্য পুরস্কার পেল 'তারিখ'। পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় বললেন, "আমি নিজে এত কথা কম বলি, সেখানে ছবির সংলাপ সেরা হয়েছে, ভীষণ ভাল লাগছে। তার মানে আশা আছে (হাসি)। তবে একটা কথা বলব, সংলাপ তো ভাল লিখতে হবে ভেবে লিখি না, এটা চিত্রনাট্যের প্রয়োজনে তৈরি হয়। সেখানে এই সম্মান পেয়ে আনন্দিত।" 

16:10 (IST)09 Aug 19





















বিশেষ জ্যুরি পুরস্কার

ইন্দ্রদীপ দাশগুপ্তের 'কেদারা' বিশেষ পুরস্কারে ভূষিত 

15:57 (IST)09 Aug 19





















সেরা পরিচালক

'উরি' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার ঝুলিতে পুরলেন আদিত্য ধর

15:57 (IST)09 Aug 19





















সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মারাঠি অভিনেত্রী কীর্তি সুরেশ (Keerthy Suresh)। 

15:51 (IST)09 Aug 19





















সেরা অভিনেতা

'উরি' এবং 'অন্ধাধুন' ছবির জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন যথাক্রমে ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা

15:49 (IST)09 Aug 19





















নার্গিস দত্ত পুরস্কার

কন্নড় ছবি 'ওন্ডালা এরাড্ডালা' পেল এই পুরস্কার 

15:48 (IST)09 Aug 19





















সেরা সোশাল ছবি

সোশাল ছবির জন্য সেরার পুরস্কার পেল 'প্যাডম্যান'

15:45 (IST)09 Aug 19





















সেরা পার্শ্বচরিত্র (মহিলা)

'বধাই হো' ছবির জন্য সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেলেন বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি

15:41 (IST)09 Aug 19





















সেরা সঙ্গীত পরিচালক

'পদ্মাবত' ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন ছবির পরিচালক তথা সুরকার সঞ্জয় লীলা বনশালী

15:38 (IST)09 Aug 19





















সেরা মেকআপ

সেরা মেকআপের পুরস্কার জিতল তেলুগু ছবি 'অ'

15:38 (IST)09 Aug 19





















সেরা সাউন্ড ডিজাইনার

'উরি'-র শিকে ছিঁড়েছে এই বিভাগে। 

15:36 (IST)09 Aug 19





















সেরা প্লেব্যাক গায়ক

'পদ্মাবত' ছবির গানের জন্য সেরা গায়কের জাতীয় পুরস্কার পেলেন অরিজিৎ সিং। 'বিনতে দিল' গানই তাঁকে এই পুরস্কার এনে দিল। 

15:34 (IST)09 Aug 19





















সেরা সংলাপ

চূর্ণী গঙ্গোপাধ্যায়ের 'তারিখ', সেরা সংলাপের জন্য নির্বাচিত হলো 

15:32 (IST)09 Aug 19





















সেরা সিনেমাটোগ্রাফি

সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতলেন ক্রুতি মহেশ মিদ্যা ও জ্যোতি ডি তোমর। 'পদ্মাবত' ছবির 'ঘুমর' গানটির সিকুয়েন্সের জন্য। 

15:30 (IST)09 Aug 19





















সেরা হিন্দি ছবি

সেরা হিন্দি ছবি নির্বাচিত হল 'অন্ধাধুন' 

15:29 (IST)09 Aug 19





















সেরা বাংলা ছবি

সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং যিশু সেনগুপ্ত অভিনীত ভাওয়াল সন্ন্যাসীর আখ্যান, 'এক যে ছিল রাজা'

১৯৫৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সূচনা হয়। ভারতের বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত সম্মানীয় এই পুরস্কার। শেখর কাপুর, যিনি ছিলেন গতবছর ফিচার ফিল্ম বিভাগের জুরি প্রধান, এই পুরস্কার প্রসঙ্গে বলেন, "শুধুমাত্র কিছু নির্দিষ্ট চিত্রনির্মাতার কাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করাই এই পুরস্কারের কাজ নয়। এগুলি প্রদান করা হয় যাতে দর্শক সত্যি সত্যি গিয়ে দেখতে পারেন ছবিগুলি। স্রেফ চিত্র সমালোচকরা দেখবেন বলে তৈরি হয় নি এসব ছবি।"
National Film Award
Advertisment