New Update
জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সমাদৃত 'এক যে ছিল রাজা'
৬৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে এদিন দাদাসাহেব ফালকে পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। রবিবার টুইটারে তিনি লেখেন, 'জ্বরে পড়েছি'।
Advertisment
সেরা ছবি - হেলারো (গুজরাতি)
সেরা হিন্দি ছবি - অন্ধাধুন
সেরা পরিচালক - আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)
সেরা অভিনেত্রী - কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানটি)
সেরা অভিনেতা - আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)
সেরা বাংলা ছবি - এক যে ছিল রাজা
সেরা চিত্রনাট্য - অন্ধাধুন
সেরা সঙ্গীত পরিচালক - সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)
সেরা গায়ক - অরিজিৎ সিং (পদ্মাবত)
সেরা গায়িকা - বিন্দুমালিনী (কন্নড় ছবি নতিচরমী)
সেরা কোরিওগ্রাফি - পদ্মাবত (ঘুমর)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক
সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা সহ অভিনেতা - স্বানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা বিনোদনমূলক ছবি - বধাই হো
সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)
সেরা সামাজিক ছবি - প্যাডম্যান