/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/national-award.jpg)
জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে সরাসরি ছবি শেয়ার করলেন সৃজিত।
৬৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে, দিল্লির বিজ্ঞান ভবনে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সাধারণত, রাষ্ট্রপতি এই সম্মান দেন, কিন্তু এ বারে হাইটিতে অভ্যাগতদের শুভেচ্ছা জানাবেন তিনি। এদিন দিল্লিতে গিয়ে 'এক যে ছিল রাজা'-র জন্য পুরস্কার গ্রহণ করলেন সৃজিত মুখোপাধ্যায়। অগাস্টেই ঘোষণা হয়েছিল সেরা বাংলা ছবির সম্মান পেতে চলেছে পরিচালকের এই ছবি।
এদিন পুরস্কারের মঞ্চ থেকে সেলফি পোস্ট করলেন সৃজিত, সঙ্গে দেখা মিলল মহেন্দ্র সোনি এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রসঙ্গত, 'কেদারা' ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সংলাপের জন্য সেরার পুরস্কার পেয়েছে 'তারিখ'।
#EkJeChhiloRaja wins the Best Bengali Film @ 66th National Awards. 8th for our films, 3rd personal one. Dedicating this to @Jisshusengupta & Somnath for their lifetime best making it an all-round winner with box office, 23 awards & 8 festival selections including Palm Springs. pic.twitter.com/3yzpUm8BpD
— Srijit Mukherji (@srijitspeaketh) December 23, 2019
Here is our 7th #NationalAwards@srijitspeaketh@Jisshusengupta@iindraadip@SVFsocial@JayaAhsan2pic.twitter.com/JtWFgKzXLm
— Mahendra Soni (@iammony) December 23, 2019
আরও পড়ুন, রক্ত বেরিয়ে এ কী কাণ্ড! ফুটবল খেলতে গিয়ে আহত রণবীর
হিন্দি ছবির ক্ষেত্রে তালিকায় উল্লেখযোগ্য নাম ‘অন্ধাধুন’, ‘উরি’ ও ‘পদ্মাবতের’ মতো ছবি।
সেরা ছবি - হেলারো (গুজরাতি)
সেরা হিন্দি ছবি - অন্ধাধুন
সেরা পরিচালক - আদিত্য ধর (উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক)
সেরা অভিনেত্রী - কীর্তি সুরেশ (তেলুগু ছবি মহানটি)
সেরা অভিনেতা - আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), ভিকি কৌশল (উরি)
সেরা বাংলা ছবি - এক যে ছিল রাজা
সেরা চিত্রনাট্য - অন্ধাধুন
সেরা সঙ্গীত পরিচালক - সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবত)
সেরা গায়ক - অরিজিৎ সিং (পদ্মাবত)
সেরা গায়িকা - বিন্দুমালিনী (কন্নড় ছবি নতিচরমী)
সেরা কোরিওগ্রাফি - পদ্মাবত (ঘুমর)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক
সেরা সহ অভিনেত্রী- সুরেখা সিক্রি (বধাই হো)
সেরা সহ অভিনেতা - স্বানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা বিনোদনমূলক ছবি - বধাই হো
সেরা সংলাপ- চূর্ণী গঙ্গোপাধ্যায় (তারিখ)
সেরা সামাজিক ছবি - প্যাডম্যান