National Awards 2025: বিরাট বিরাট চমক এবারের বিজেতাদের মধ্যে। পুরস্কার পাচ্ছেন শাহরুখ! তাঁর সঙ্গে আরেক তারকা রয়েছেন সেই দলে। আর কে কে জিতলেন?
এবার জাতীয় পুরস্কারের মঞ্চে দক্ষিণী ছবির জয়জয়কার। পাশাপাশি দেখা যাচ্ছে, বেশ কিছু এমন অভিনেতা এবং অভিনেত্রী পুরস্কার পেয়েছেন যারা সেই নির্দিষ্ট চরিত্রে মুগ্ধ করেছেন সকলকে। রানী মুখোপাধ্যায় থেকে শাহরুখ খান এবছর জাতীয় পুরস্কার তালিকায় কে নেই! চোখ ধাঁধিয়ে যাবে।
শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম : ডিপ ফ্রিজ ( অর্জুন দত্ত )
শ্রেষ্ঠ ফিল্ম ক্রিটিক পুরস্কার : উৎপল দত্ত
শ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড স্কোর: সন্দীপ রেড্ডি ভাঙ্গা ( অ্যানিম্যাল )
শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর: ভাঠি ( জিভি প্রকাশ কুমার )
শ্রেষ্ঠ মেকাপ আর্টিস্ট: শ্রীকান্ত দেশাই ( শাম বাহাদুর )
শ্রেষ্ঠ গায়িকা : শিল্পা রাও ( জওয়ান )
শ্রেষ্ঠ সহ অভিনেত্রী: জানকি বাড়িওয়ালা ( ভস ) এবং উর্বশী ( উলাঝুক্কু - মালায়ালম )
শ্রেষ্ঠ সহ অভিনেতা: বিজয়রাঘবন এবং সোমু ভাস্কর
শ্রেষ্ঠ অভিনেত্রী: রানী মুখোপাধ্যায় ( মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে )
শ্রেষ্ঠ অভিনেতা: শাহরুখ খান ( জওয়ান ) + বিক্রান্ত মাসে ( 12th Fail )