Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: প্রকাশ পেল 'দিল বেচারা'র ট্রেলার, রণবীরের জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি বলে 'দিল বেচারা' নিয়ে আলোচনার শেষ নেই। ছবির ট্রেলার মুক্তি পেল সোমবার। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভাই নেই। সুশান্তের প্রয়াণে এই সত্যিটা মেনে নেওয়ার মতো কঠিন পরীক্ষাও দিতে হচ্ছে বোনদের। কিছুতেই মেনে নিতে পারছেন না সকলকে ছেড়ে দিকশূন্যপুরের দিকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তবুও সত্যি এড়িয়ে যাওয়ার উপায় তো কই! মৃত্যুর পর দিদিকে লেখা অভিনেতার চিঠির ছবি ভাইরাল হল।

Advertisment

সুশান্তের বোন শ্বেতা কীর্তি আমেরিকায় থাকেন। এদিন তিনিই ভাই সুশান্তের লেখা চিঠি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। মূহুর্তে তা ভাইরাল হল সোশাল মিডিয়ায়। চিঠিতে নিজের হাতে সুশান্ত লেখেন, ”সে, যে কিনা বলে সে পারে এবং সে যে বলে সে পারে না। দুজনেই তাদের জায়গায় ঠিক। তুমি প্রথমজন। ভালবাসা। ভাই সুশান্ত।”

publive-image শ্বেতার পোস্ট। ফোটো- ফেসবুক

রনভির সিং এর ৩৫ এ পা

আজ রনভির সিং এর ৩৫ বছরের জন্মদিন। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে শুভেচ্ছার বন্যায়। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনও তাঁকে সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। অনলি কাপুর, ক্যাটরিনা কাইফ, জোয়া আখতাররা শুভেচ্ছা পাঠাচ্ছেন রনভিরকে। তবে এখনও দীপিকা চুপ। হাবির জন্মদিনে দীপিকা কী পোস্ট করেন তাই দেখার জন্য মুখিয়ে রয়েছে নেটিজেনরা।

মুক্তি পেল 'দিল বেচারা'র ট্রেইলার

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি বলে 'দিল বেচারা' নিয়ে আলোচনার শেষ নেই। ছবির ট্রেলার মুক্তি পেল সোমবার। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। ছবির পরিচালক এবং নায়িকা দুজনেরই প্রথম কাজ এটি। সম্প্রতি সুশান্তের আত্মহত্যার পর তদন্তের খাতিরে ছবির নায়িকা সঞ্জনা সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই কারণেই মুম্বইতে এসেছিলেন দিল্লিবাসী সঞ্জনা। মুম্বই ছাড়ার সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক হৃদয় বিদারক পোস্ট।

entertainment bollywood movie
Advertisment