'সিক্স প্যাকের কাছে হেরে যেত বাবা'
মাস দুয়েক হয়েছে, বলিউড হারিয়েছে অভিনেতা ইরফানকে। সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। ইরফান ছিলেন বলিউডের এমন এক খান, যার ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে, আন্তর্জাতিক স্তরের অভিনয়ের জন্যে প্রশংসিত হয়েছেন অভিনেতা নিজে, তবু তাঁর ছবি বক্স অফিসকে তেমন সাফল্য এনে দিতে পারেনি কখনোই। সেই যন্ত্রণার কথাই ইরফান পুত্রের এক পোস্টে উচ্চারিত হল আবার।
ইন্সটাগ্রামের এক পোস্টে ইরফান পুত্র বাবিল বলেন, "বিশ্ব চলচ্চিত্রের ছাত্র হিসেবে বাবা আমাকে শিখিয়েছেন কীভাবে বলিউডের গণ্ডীর বাইরে গিয়ে সিনেমাকে জানতে হবে। ছয় থেকে নয়ের দশক পর্যন্ত ভারতীয় ছবির যে বিশাল পরিধি, সে সম্পর্কে কজন জানে? বিদেশে ভারতীয় ছবি বলতে শুধু বোঝায় বলিউড এন্ড বিয়ন্ড হিসেবে। এখানে সত্যজিৎ, কে আসিফের মতো নাম কজন জানেন? আমার বাবা সব বাধা পেরিয়েও অভিনয়কে শিল্পের স্তরে রাখতে চেয়েছিলেন বরাবর। আর প্রতিবার মুখ থুবড়ে পড়েছে সে সব বক্স অফিসে। আমাদের চাওয়া পাওয়ার কাছে, সিক্স প্যাকের কাছে হেরে গিয়েছে বাবা প্রতিবার। বিনোদন, যৌনতা আর আইটেম সং চেয়েছি আমরা। কিন্তু সুশান্তের মৃত্যু নিয়ে যেভাবে রাজনৈতিক তরজা বাড়ছে তাতে যদি কোনও পরিবর্তন আসে, তাতে আখেরে নতুন প্রজন্মেরই প্রাপ্তি।
দিল বেচারার পরেও বড় পর্দায় সুশান্ত
তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে, বলিউড হারিয়েছে তাঁকে। অথচ এখনও সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ রয়ে গিয়েছে, বি-টাউনে। সংবাদপত্র, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সর্বত্র তাঁকে নিয়েই আলোচনা। তাঁর মৃত্যু উস্কে দিয়ে গেছে বহু বিতর্ক। নেপোটিজম প্রসঙ্গে গোটা বলিউডটাই কার্যত ভাগ হয়ে গিয়েছে দুটি শিবিরে। মৃত্যুর আগে সুশান্ত শেষ বারের মতো কাজ করেছেন ‘দিল বেচারা’ ছবিতে। আগামী ২৪ জুলাই ছবিটি মুক্তি পাবে অনলাইনে। তবে এবার সুশান্ত ভক্তদের জন্য সুখবর! অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসতে চলেছে সুশান্তের প্রথম টেলিসিরিয়াল পবিত্র রিস্তা।
আরও পড়ুন, সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক নিয়ে একটা কথাও বলেননি মুম্বইয়ের চিকিৎসক
একটা কাপুরের প্রযোজনায় পবিত্র রিস্তা ছিল অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল, জি টিভি তে সম্প্রচারিত হত সিরিয়ালটি। সম্প্রতি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ জানিয়েছে সিরিয়ালটি ফের দেখা যাবে সেখানে।
প্রয়াত বলিউডের ‘সুরমা ভোপালি’, অভিনেতা জগদীপ
বুধবার মুম্বইয়ে জীবনাবসান হল বর্ষীয়ান অভিনেতা জগদীপের। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ খবর নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতা নাসির।
রমেশ সিপ্পির ছবি শোলে-র সুরমা ভোপালি চরিত্রেই জন্যই সবথেকে বেশি জনপ্রিয় ছিলেন জগদীপ। ছবিতে তাঁর কণ্ঠে বিখ্যাত সংলাপ মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায় এখনও অনুরাগীদের মনে গেঁথে রয়েছে।
কমেডি ছবি আন্দাজ আপনা আপনা-য় সলমন খানের বাবা বাঁকেলালের ভূমিকাতেও তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বেশিরভাগ ছবিতে কৌতুক চরিত্রেই ধরা দিয়েছেন অভিনেতা। রামসে ব্রাদার্সের হরর ছবি পুরানা মন্দির-এও কাজ করেছেন তিনি। কুরবানি এবং শাহেনশাহ-র মতো ছবিতে জগদীপের অভিনয় নজর কেড়েছিল।