@aaliyahkashyapfather is really enjoying himself ##fyp ##foryou ##dad♬ original sound – millionairemindset2020
নিজ ছন্দে বলিউড
দীর্ঘ আড়াই মাস কার্যত থমকে গেছিল দেশ। দেশ জুড়ে ৪ দফায় চলেছে লকডাউন। পঞ্চম দফার লকডাউনে কার্যত একটু একটু করে তালা খুলছে জীবনের। ছন্দে ফিরছে বলিউড।
শুটিং শুরু না হলেও ফিটনেসের কথা ভেবেই রাস্তায় নেমেছেন অনেক বলিউড ডিভা। দিশা পাটানি, দিব্যা খোসলা, করিশ্মা তান্নারা সব হাঁটতে বেরিয়েছেন মুম্বইয়ের রাস্তায়। সইফিনা আর তইমুর কেও দেখা গিয়েছে মেরিন ড্রাইভে হাওয়া খেতে।
এছাড়াও অনেকেই দীর্ঘদিন পর রাস্তায় বেড়িয়ে সেই ছবি পোস্ট করেছেন।
কেরিয়ারের শিখরে হঠাৎ কেন দূরে গেলেন মহিমা?
দিব্যি এগোচ্ছিল কেরিয়ার। দিল কেয়া করে’র শুটিং এর দুর্ঘটনা বদলে দিল পেশার গ্রাফ। অজয় দেবগন, কাজল অভিনিত দিল কেয়া করে’র শুটিং এ মহিমার গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়, মুখে গাড়ির কাঁচ ঢুকে যায় মহিমা চৌধুরীর। এরপর নায়িকার মুখ থেকে অপারেশন করে ৬৭টি কাঁচ বের করতে হয়।
বিস্তারিত পড়ুন, শরীর থেকে ৬৭টা কাঁচের টুকরো! মহিমা জানালেন ভয়ঙ্কর দুর্ঘটনার কথা
সোনাম কাপুরের জন্মদিন
সোনাম কাপুরের ৩৫ বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নেমেছে অভিনন্দনের ঢল। বাবা অনিল কাপুর থেকে শুরু করে স্বামী আনন্দ আহুজা, সবাই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সোনামের ছবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন