Advertisment
Presenting Partner
Desktop GIF

'আকাশ অংশত মেঘলা'- সমাজের চেনা সমস্যাকে তুলে ধরবে

অনিবার্ণ চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সমাজের বেড়াজালে আর দুর্নীতিতে সবটাই কঠিন হয়ে পড়ে। এদিকে তার প্রেমিকা আনন্দীর বাড়িও প্রোমোটার নিয়ে নিতে চান

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আকাশ অংশত মেঘলা ছবির স্টারকাস্ট। ছবি সৌজন্য- পিএসএস

সময়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু সমাজের চেনা সমস্যাগুলো অচেনা হয়েছে কি? পরিস্থিতির আমূল রদবদলে নিচু শ্রেনীর মানুষদের দৈনিক চালচিত্রে বিশেষ কোনও পরিবর্তন আসেনি। এই চিরকালীন সমস্যাগুলোই নাড়া দিয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়কে। 'আকাশ অংশত মেঘলা'- লাইনটা বড্ড পরিচিত। অনেকবার শুনেছেন কোনও রেডিও বা টিভি চ্যানেলে আবহাওয়ার পূর্বাভাস। তবে এখানে দৈনন্দিন চাওয়া-পাওয়ার গল্প বলতে চেয়েছেন পরিচালক। তাই তাঁর প্রথম ছবিতে সামনে আসতে চলেছে বাস্তবের প্রেক্ষাপট।

Advertisment

সম্প্রতি হয়ে গেল ছবির লুক সেট। সেই ছবিই সামনে এল। স্বপ্নময় চক্রবর্তীর দুটি ছোটগল্প ‘পতাকার কাপড়’ এবং ‘মেরুদণ্ড’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

publive-image ছবিতে অনির্বাণের ভূমিকায় রাহুল বন্দ্যোপাধ্যায়। ছবি: পিএসএস

অনিবার্ণ চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সমাজের বেড়াজালে আর দুর্নীতিতে সবটাই কঠিন হয়ে পড়ে। এদিকে তার প্রেমিকা আনন্দীর বাড়িও প্রোমোটার নিয়ে নিতে চান। আবার অন্য একটি গল্পে দেখা যায়, রসময় একটি কারখানার মালিক, পাশাপাশি ট্রেড ইউনিয়নের সদস্য। হঠাৎ সে কারখানা বন্ধ হয়ে যায়। এরপর কোনদিকে যায় গল্প, সেটা এখনই ভাঙতে চাইলেন না পরিচালক।

publive-image লুক সেটে রুদ্রনীল। ছবি: পিএসএস

publive-image আকাশ অংশত মেঘলা ছবির লুকে অঙ্কিতা চক্রবর্তী। ছবি: পিএসএস

তিনি বলেন, ''ছোটবেলায় রেডিওতে খবর শুনেই এই লাইনটা ভাল লেগে গিয়েছিল। তাই প্রথম ছবির নামও তাই রেখেছি। আসলে এই সময়েও মানুষের সমস্যা মেটেনি। বিশেষত, নিম্ন মধ্যবিত্ত মানুষের। বরং সঙ্গে জুড়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। তাই এই গল্পটা বেছে নেওয়া''।

publive-image পর্দায় রাহুলের প্রেমিকার চরিত্রে বাসবদত্তা। ছবি: পিএসএস

ফেব্রুয়ারীতেই শুটিং করতে চান পরিচালক। কলকাতা ও তার আশেপাশের জায়গাতেই শুটিং করবেন তাঁরা। ছবিতে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, দেবদূত ঘোষ।

tollywood
Advertisment