Advertisment
Presenting Partner
Desktop GIF

A R Rahman Divorce: ২৯ বছর পর তাল কাটল দাম্পত্যে, বিয়ে ভাঙছেন এ আর রহমান-সায়রা

AR Rahman - Saira Banu Divorce News: রহমানের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যেত। শুধু তাই নয়, আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে এসেছিলেন। সেখানেও তাঁদেরকে দেখে বিন্দুমাত্র বোঝা সম্ভব হয়নি যে তারা আলাদা হতে চলেছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Music composer Rahman Divorce

আলাদা হলেন রহমান এবং তাঁর স্ত্রী

A R Rahman Divorce news: ২৯ বছর পর সম্পর্কের ইতি! এও সম্ভব? একেবারেই সম্ভব। কেন নয়? মনের মাঝে দুরত্ব এলে যে সেটা সত্যিই সম্ভব, একথা বারবার প্রমাণিত। আর সেটাই এবার আরও একবার সত্যি হয়ে ধরা দিল। যেমন? 

Advertisment

বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বিশ্ববিখ্যাত মিউজিক কম্পজার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা। এতগুলো বছর একসঙ্গে কাটানোর পরেও তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সায়রার আইনজীবী কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ পর্যন্ত করেছেন। 

রহমানের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যেত। শুধু তাই নয়, আম্বানি পরিবারের অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে এসেছিলেন। সেখানেও তাঁদেরকে দেখে বিন্দুমাত্র বোঝা সম্ভব হয়নি যে তারা আলাদা হতে চলেছেন। সায়রার আইনজীবী বন্দনা শাহ কিছু কিছু কারণের উল্লেখ করেছেন এই বিচ্ছেদের প্রসঙ্গে। 

তিনি নিজে জানিয়েছেন, রহমান এবং তাঁর স্ত্রী বেশ কিছুদিন হল সম্পর্কে ইমোশনাল স্ট্রেন অনুভব করছিলেন। যা তাদের মন এবং মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে, এবং তাঁদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কিছু নির্দিষ্ট কারণেই যে তাঁদের মধ্যে ভালবাসার একটা বিরাট খামতি কিংবা ফাঁকের সৃষ্টি হয়েছিল, সেটাই উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন  -   A R Rahman Divorce: 'ঈশ্বরের সিংহাসন টলমল করছে...', ২৯ বছর পর বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স প্রসঙ্গে কী বক্তব্য রহমানের?

আর, এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "তাঁদের দুজনের মধ্যে যে গভীর ভালবাসা ছিল, কিংবা ভীষণ প্রেম ছিল তাঁর পরেও নানা কারণে কিছু দূরত্ব তৈরি হয়েছে। কিছু দুশ্চিন্তা, কিছু মন খারাপের ঘটনা এতটাই বেড়ে গিয়েছে যে দুই পক্ষের কেউই, এই নিয়ে আর নিজেদের মধ্যে সেতু বানিয়ে রাখতে রাজি নয়। সায়ারার এখন একটু ব্যক্তিগত সময় চাই। আশা করছি আপনারা রহমান এবং সায়রা দুজনকেই সেই সময়টা দেবেন।" 

যদিও এই প্রসঙ্গে রহমান নিজে কিছু জানাননি। তাঁর সমাজ মাধ্যমে এই নিয়ে কোনও পোস্ট নেই। তবে, নিজেদের এই ভীষণ কঠিন সময় তাঁরা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিন সন্তানের বাবা মা তাঁরা। বড় মেয়ের বিয়ে দিয়েছেন বেশ কিছু বছর আগে। কিন্তু, জীবনের কঠিনতম সিদ্ধান্ত নিতে গিয়ে যে সায়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন সেকথাও জানা যাচ্ছে। 

Bollywood Song bollywood Bollywood News A. R. Rahman
Advertisment